Trailing Stop

ট্রেইলিং স্টপ হল এক কথায় পরিবর্তনশীল (Mobile) স্টপ লস । আপনি যখন সাধারণ স্টপ লস ব্যবহার করবেন তখন সেটা একটা নির্দিষ্ট প্রাইসে ফিক্সড হয়ে যাবে এবং ট্রেডিং প্রাইস যতক্ষণ ঐ প্রাইসে না পৌঁছাবে ততক্ষণ আপনার ট্রেড লসে ক্লোজ হবে না । ধরেন আপনি ১.৫০০০ তে বাই দিলেন আর স্টপ লস দিলেন ১০০ পিপ নীচে ১.৪৯০০ আর টেক প্রফিট দিলেন ২০০ পিপ উপরে ১.৫২০০ তে । এখন আপনার ট্রেডিং প্রাইস যদি ১.৫১৫০ তে গিয়ে আবার ১.৪৯০০ এ চলে আসে তাহলে কিন্তু আপনার ট্রেড লসে ক্লোজ হয়ে যাবে, যেহেতু আপনার ট্রেড টেক প্রফিট ১.৫২০০ তে পৌঁছাবার আগেই ট্রেড স্টপ লস ১.৪৯০০ কে ছুঁয়ে ফেলেছে ।

কিন্তু আপনি যদি ট্রেইলিং স্টপ ১০০ পিপ ব্যবহার করেন তাহলে আপনার ট্রেডিং প্রাইস যখন ১.৫০০০ থেকে ১.৫১৫০ তে চলে যাবে তখন স্টপ লস জায়গা বদল করে ১.৪৯০০ থেকে উঠে গিয়ে ১.৫১৫০ এর ১০০ পিপ নীচে অর্থাৎ, ১.৫০৫০ তে চলে আসবে । এখন যদি আপনার ট্রেডিং প্রাইস টেক প্রফিট ১.৫২০০ তে না গিয়ে ১.৫১৫০ থেকে নামা শুরু করে তাহলে কিন্তু স্টপ লস ঐ ১.৫০৫০ তেই রয়ে যাবে । স্টপ লস কিন্তু আগের মত ১.৪৯০০ তে নেমে আসবে না, ফলে আপনার ট্রেড তখন লসে ক্লোজ হলেও ১.৫০৫০ তে ক্লোজ হওয়ার কারনে ৫০ পিপ প্রফিট হবে । ট্রেইলিং স্টপ ব্যবহারের এটাই সবচেয়ে বড় সুবিধা ।

মনে রাখবেন, আপনার ট্রেড যদি একবার প্রফিটে যায় আর Trialing stop টা যদি ধরে ফেলে, তাহলে আপনার লাভ হতে পারে বহু পিপস, কিন্তু লস হবার কোন সম্ভাবনা নেই।

আপনি কত পিপ ব্যবহার করে স্টপ লস আর টেক প্রফিট সেট করবেন সেটা নির্ভল করে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ।

ট্রেইলিং স্টপ ব্যবহার করার জন্য প্রথমে Terminal টি ওপেন করতে হবে, এরপরে যেই ট্রেডে ট্রেইলিং স্টপ আপনি সেট করতে চান সেই ট্রেডের উপর মাউস রেখে রাইট ক্লিক করে Default অথবা, Custom ট্রেইলিং স্টপ আপনি সেট করে দিতে পারেন, নীচের মত করে ।

ছবি পোস্ট করা হয়েছে

আর যদি সেট করা ট্রেইলিং স্টপ বাতিল করে দিতে চান, তাহলে একই ভাবে Terminal এর ট্রেডের উপর মাউস রেখে ট্রেইলিং স্টপের সাইড উইনডোটি ওপেন করে None ক্লিক করতে হবে ।

 

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement এর অবদান

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement এর অবদান :

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement পয়েন্টের সাহায্যে Buy Entry এবং Sell Entry এর জন্য আগাম প্রস্তুতি নেওয়া যায় । আমরা সাধারণ ভাবে কোন Uptrend মার্কেটে Buy Entry প্রদান করে থাকি, কিন্তু Uptrend মার্কেটে Price যদি অনেক বৃদ্ধি পেয়ে যায় তখনBuy Entry প্রদান করাটা বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই আমরা Uptrend মার্কেটের Retracement পয়েন্ট নির্ধারণ করে ঐ পয়েন্টে Buy Entry এর জন্য প্রস্তুতি গ্রহন করি ।

আমরা যদি নীচের Chart এ একটি Uptrend মার্কেট দেখি তাহলে দেখা যাবে যে, Price একটা নির্দিষ্ট চূড়া (B পয়েন্ট) পর্যন্ত বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পেতে শুরু করেছে, কাজেই এখন Buy Entry প্রদান করার একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমরা Retracement Tool এর সাহায্যেRetracement Line অংকন করে ধারণা নিতে পারি যে, অন্ততঃপক্ষে 38.2% Retracement লেভেলে Buy Entry প্রদান করা যেতে পারে ।

ছবি পোস্ট করা হয়েছে

এবার যদি উপরোক্ত Chart এর কয়েকদিন পরের পরবর্তী অংশটুকু দেখি যে, আসলেই কি ঘটেছিল, তাহলে দেখা যাবে যে –

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart থেকে সহজেই অনুমান করতে পারছি যে, 38.2% Fibonacci লেভেলে Buy Entry প্রদান করার সিদ্ধান্তটা যথার্থই ছিল । অনুরূপভাবে, আমরা সাধারণ ভাবে কোন Downtrend মার্কেটে Sell Entry প্রদান করে থাকি, কিন্তু Downtrend মার্কেটে Price যদি অনেক হ্রাস পেয়ে যায় তখন Sell Entry প্রদান করাটা বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই আমরা Downtrend মার্কেটের Retracement পয়েন্ট নির্ধারণ করে ঐ পয়েন্টে Sell Entry প্রদান করার জন্য প্রস্তুতি গ্রহন করি ।

আমরা যদি নীচের Chart এ একটি Downtrend মার্কেট দেখি তাহলে দেখা যাবে যে, Price একটা নির্দিষ্ট তলানি (B পয়েন্ট) পর্যন্ত হ্রাস পেয়ে আবার বৃদ্ধি পেতে শুরু করেছে, কাজেই এখন Sell Entry প্রদান করার একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমরা Retracement Tool এর সাহায্যেRetracement Line অংকন করে ধারণা নিতে পারি যে, অন্ততঃপক্ষে 38.2% Retracement লেভেলে Sell Entry প্রদান করা যেতে পারে ।

ছবি পোস্ট করা হয়েছে

এবার যদি উপরোক্ত Chart এর কয়েকদিন পরের পরবর্তী অংশটুকু দেখি যে, আসলেই কি ঘটেছিল, তাহলে দেখা যাবে যে –

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart থেকে সহজেই অনুমান করতে পারছি যে, 38.2% Fibonacci লেভেলে Sell Entry প্রদান করার সিদ্ধান্তটা যথার্থই ছিল, শুধু তাই নয় আমরা যদি 50.0% Fibonacci লেভেলেও Sell Entry প্রদান করার সিদ্ধান্ত নিতাম তাহলেও সিদ্ধান্তটা ভুল হতো না, সুতরাং ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement এর বিরাট অবদান রয়েছে ।

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Projection এর অবদান :

সাধারণত ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement পয়েন্ট নির্ণয় করে Uptrend মার্কেটে Buy Entry এবং Downtrend মার্কেটে Sell Entry এর অর্ডার প্রদান করা হয় । অতঃপর Fibonacci Projection পয়েন্ট নির্ণয় করে ঐ পয়েন্ট দুইটিকে ট্রেডের প্রফিট নেওয়ার জন্যTake Profit (T/P) পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় ।

উদাহরন হিসেবে, আমরা নীচে একটি Uptrend মার্কেটের Chart দেখি, Chart এ Retracement Tool এর সাহায্যে Fibonacci Retracement লাইন টানা (অংকন করা) হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 50.0% Retracement লেভেলে (C পয়েন্টে) Buy Entry প্রদান করা হয়েছে ।

ছবি পোস্ট করা হয়েছে

অতঃপর ট্রেডে কাংখিত লাভের যৌক্তিক পরিমাণ নির্ণয়ের জন্য আমরা Fibonacci Projection টুল ব্যবহার করে Projection পয়েন্টের লাইনগুলোকে টানি এবং উপরোক্ত Chart এর কয়েকদিন পরের অংশটুকুকে দেখি –

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Chart থেকে সহজেই বোঝা যায় যে, Fibonacci Projection পয়েন্ট D1 (61.8%), D2 (100.0%) এবং D3 (161.8%) এ আমরা আমাদের কাংখিত লাভ (Profit) অর্জনের জন্য নির্ধারণ করতে পারি ।

অনুরূপভাবে, উদাহরন হিসেবে, আমরা নীচে একটি Downtrend মার্কেটের Chart দেখি, Chart এ Retracement Tool এর সাহায্যে Fibonacci Retracement লাইন টানা (অংকন করা) হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 61.8% Retracement লেভেলে (Cপয়েন্টে) Sell Entry প্রদান করা হয়েছে ।

ছবি পোস্ট করা হয়েছে

অতঃপর ট্রেডে কাংখিত লাভের যৌক্তিক পরিমাণ নির্ণয়ের জন্য আমরা Fibonacci Projection টুল ব্যবহার করে Projection পয়েন্টের লাইনগুলোকে টানি এবং উপরোক্ত Chart এর কয়েকদিন পরের অংশটুকুকে দেখি –

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Chart থেকে সহজেই বোঝা যায় যে, Fibonacci Projection পয়েন্ট D1 (38.2%), D2 (50.0%) এবং D3 (61.8%) এ আমরা আমাদের কাংখিত লাভ (Profit) অর্জনের জন্য নির্ধারণ করতে পারি ।

সুতরাং আমরা উপরের উদাহরণ দুইটি থেকে একটি বিষয়ে নিশ্চিত হতে পারি যে, Fibonacci Projection টুল, ফরেক্স ট্রেডিং এর জন্য অতি প্রয়োজনীয় একটি মূল্যবান হাতিয়ার যা আমাদেরকে ট্রেডের কাংখিত লাভের (Profit) পরিমাণ সম্পর্কে যৌক্তিক পূর্বাভাস দিতে পারে । যেহেতু আমরাProjection পয়েন্টের সাহায্যে আমরা আমাদের Target সম্পর্কে অবহিত হতে পারছি, সেহেতু আমরা আমাদের ট্রেডের ঝুঁকির মাত্রাকেও (Risk Level) হিসাবের আওতায় এনে সেই অনুযায়ী ঝুঁকির পরিমাণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি ।

Fibonacci Extension এবং Fibonacci Projection এর মধ্যকার বিতর্কের অবসান :

আমরা জানি যে, Fibonacci Retracement এর পরিমাণ মূল ট্রেন্ডের 100% এর বেশী হলেই তাকে Fibonacci Extension বলা হয়ে থাকে । এছাড়া Fibonacci Retracement এবং Fibonacci Extension উভয়েই অস্থায়ী শক্তিশালী Support এবং Resistanceহিসেবে ভূমিকা পালন করে থাকে । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে Fibonacci Extension এবং Fibonacci Projection টুল দুইটি একটি বিতর্কের সৃষ্টি করে থাকে এই অর্থে যে, উভয়কেই Take Profit এর জন্য ব্যবহার করা যায় । আমরা এই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করি, নীচেরChart টিকে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি —

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart এ একটা Uptrend মার্কেটকে দেখতে পাচ্ছি, মার্কেটে চারটি পয়েন্ট A, B, C এবং D কে দেখতে পাচ্ছি, এই চারটি পয়েন্টকে আমরা ট্রেন্ড লাইন দ্বারা চিহ্নিত করি নীচের মত করে —

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart দেখে বলতে পারি যে, BC হচ্ছে AB এর সাপেক্ষে Retracement আর এইখানে CD এর দুইটা পরিচয় আছে এবং সেটা হল — CD হচ্ছে C বিন্দু থেকে (১) AB এর Projection আর (২) BC এর Extension অর্থাৎ, 100% এর বেশী Retracement,আমরা CD এর এই উভয় পরিচয় Extension এবং Projection এর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করব । প্রথমে A, B, পয়েন্ট দুইটার সাপেক্ষে Retracement পয়েন্ট C এর মান নির্ণয় করি —

ছবি পোস্ট করা হয়েছে

যদিও Retracement পয়েন্ট C এর মান নির্ণয় করাটা অত্যাবশ্যক ছিল না, তবুও আমরা Retracement পয়েন্টের লাইনসমূহ থেকে জানতে পারলাম যে, C পয়েন্টটি হচ্ছে AB এর 38.2% Retracement পয়েন্ট । এবার আমরা A, B, C পয়েন্ট তিনটার সাপেক্ষে C বিন্দু থেকে ABএর Projection পয়েন্ট নির্ণয় করি —

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart এ দেখতে পাচ্ছি যে, D পয়েন্টটি C বিন্দু থেকে AB এর 150.0% Projection লেভেলের নিকটেই অবস্থান করছে । আমরা 150.0% Projection লেভেল বরাবর একটা লাল আনুভূমিক লাইন অংকন করি এবং লক্ষ্য করি এই লাল আনুভূমিক লাইনটির মান হচ্ছে1.04501

ছবি পোস্ট করা হয়েছে

এবার আমরা এই লাল রঙের আনুভূমিক লাইনটিকে রেখে দিয়ে Fibonacci Projection এর লাইনগুলোকে মুছে ফেলি এবং BC এর সাপেক্ষে Fibonacci Retracement লাইনগুলো অংকন করে D পয়েন্টের অবস্থান জানার চেষ্টা করি —

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart এ দেখতে পাচ্ছি যে, D পয়েন্টটি BC এর 361.8% Retracement (Extension) লেভেলের নিকটেই অবস্থান করছে, আমরা এই 361.8% Retracement (Extension) লেভেলটিকে আরও একটি লাল আনুভূমিক লাইন দ্বারা চিহ্নিত করি এবং লক্ষ্য করি যে, 361.8% Retracement (Extension) লেভেলের মান হচ্ছে 1.04402, এবার আমরা লাল রঙের আনুভূমিক লাইন দুইটিকে রেখে দিয়ে Fibonacci Retracement এর লাইনগুলোকে মুছে ফেলি এবং লক্ষ্য করি যে, D পয়েন্টের প্রকৃত মান মূলতঃ কোন কোন মানের মধ্যে উঠানামা করছে —

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের Chart এ দেখতে পাচ্ছি যে, D পয়েন্টের মান 1.04402 থেকে 1.04501 এর মধ্যে অবস্থান করছে অর্থাৎ, উভয় মানের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 9.9 Pips অর্থাৎ, 10 Pips এরও কম । যেহেতু Swing Low (A) পয়েন্ট এবং Swing High (D) পয়েন্ট দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 225 Pips এর কাছাকাছি কিংবা, আরও বেশী, সেহেতু Extension আর Projection টুল দ্বারা প্রাপ্ত D পয়েন্টের মান দুইটির পার্থক্য 10 Pips কে সামান্যই বলা চলে ।

আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে, Fibonacci Extension পয়েন্ট দিয়ে Retracement পয়েন্টের মত অস্থায়ী Support এবং অস্থায়ী Resistance লেভেলকে নির্ণয় করা হয় । আর এখন উপরের উদাহরণ থেকে বুঝতে পারলাম যে, Fibonacci Extension পয়েন্টের মান দিয়েFibonacci Projection পয়েন্টের মান নির্ণয়ের কাজটিও অনেকখানি সম্পন্ন করা যায় ।

অনেক Charting Software এবং Website এ শুধুমাত্র Fibonacci Retracement এর লাইনসমূহ অংকনের টুলটি দেওয়া থাকে অর্থাৎ, Fibonacci Projection এর টুলটি দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা Fibonacci Retracement লাইনসমূহ অংকন করে Extensionপয়েন্ট দ্বারা Projection পয়েন্টের অবস্থান সম্পর্কে ধারণা নিতে পারি ।

আমরা উপরের উদাহরণটি শুধুমাত্র Uptrend এর ক্ষেত্রে দেখলাম, Downtrend মার্কেটের ক্ষেত্রেও একই ভাবে দেখানো যায় যে, Fibonacci Extension পয়েন্টের মান দিয়ে Fibonacci Projection পয়েন্টের মান নির্ণয়ের কাজটিও অনেকখানি সম্পন্ন করা যায় ।

বিশেষ দ্রষ্টব্য কয়েকটি ওয়েব-সাইট যেমন, babypips/school এবং কিছু কিছু বই যেমন, The Truth about Fibonacci Trading ইত্যাদিতে Fibonacci Projection পয়েন্টকেই Fibonacci Extension পয়েন্ট নামে অভিহিত করে Fibonacci বিষয়-ভিত্তিক আলোচনা করা হয়েছে । কাজেই কোন পাঠক যদি ঐ নিয়মে Fibonacci বিষয়ে স্টাডি করে ট্রেডিং করতে আগ্রহ প্রকাশ করেন, তবে সেটাও গ্রহনযোগ্য । কিন্তু এই প্রবন্ধের (রচনার) নিয়মে লিখিত Fibonacci এর বিভিন্ন টার্মগুলো অধিকাংশ ওয়েব-সাইটে ব্যবহৃত হয়েছে ।

ফরেক্স ট্রেডিং এ Fibonacci ফর্মূলা ব্যর্থ হওয়ার কারণ :

ফরেক্স ট্রেডিং এ আমরা Fibonacci Retracement টুল দ্বারা অস্থায়ী Support এবং Resistance পয়েন্ট/লেভেল নির্ণয় করে ঐ পয়েন্ট/লেভেলে Buy Entry এবং Sell Entry প্রদান করে থাকি, কিন্তু ঐ অস্থায়ী Support আর Resistance এর যদি Breakout ঘটে তাহলেFibonacci Retracement পয়েন্ট/লেভেল নির্ণয়ের কোন সার্থকতা অবশিষ্ট থাকে না, নীচে দুইটা উদাহরনের মাধ্যমে তা ব্যাখ্যা করা হল ।

Support Breakout :

ধরা যাক, কোন Uptrend মার্কেটে A পয়েন্ট থেকে Price বৃদ্ধি পেয়ে B পয়েন্টে পৌঁছেছে এবং B পয়েন্ট থেকে Price আবার হ্রাস পেতে শুরু করেছে, কাজেই এখন একটা Retracement পয়েন্ট/লেভেল আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে আর সেই কারণে আমরা Fibonacci Tool দিয়ে Retracement এর লাইনগুলো এঁকে নিলাম, লক্ষ্য করা যাচ্ছে যে, 38.2% Retracement পয়েন্ট/লেভেলটি একটা নির্ভরযোগ্য Support লাইনে/লেভেলে পরিণত হয়েছে ।

ছবি পোস্ট করা হয়েছে

কাজেই, আমরা Retracement পয়েন্ট/লেভেল C তে Buy Entry প্রদান করলাম এবং মার্কেট উর্ধবমুখী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম ।

ছবি পোস্ট করা হয়েছে

কিন্তু বাস্তবে দেখা গেলো যে, মার্কেট উর্ধবমুখী না হয়ে বরং নিম্নমুখী হয়েছে এবং আগের Swing Low (A) পয়েন্টকে ছাড়িয়ে অনেক নীচে চলে গিয়েছে । আমরা মূলতঃ C পয়েন্ট/লেভেলকে অস্থায়ী Support হিসেবে গণ্য করেছিলাম বলেই, C পয়েন্ট/লেভেলে Buy Entry প্রদান করেছিলাম, কিন্তু এই অস্থায়ী Support এর Breakout ঘটার কারণেই Fibonacci Retracement পয়েন্ট/লেভেল নির্ণয়ের সার্থকতা আর অবশিষ্ট থাকেনি (অর্থাৎ, মূল্যহীন হয়ে গিয়েছে) ।

Resistance Breakout :

ধরা যাক, কোন Downtrend মার্কেটে A পয়েন্ট থেকে Price হ্রাস পেয়ে B পয়েন্টে পৌঁছেছে এবং B পয়েন্ট থেকে Price আবার বৃদ্ধি পেতে শুরু করেছে, কাজেই এখন একটা Retracement পয়েন্ট/লেভেল আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে আর সেই কারণে আমরাFibonacci Tool দিয়ে Retracement এর লাইনগুলো এঁকে নিলাম, লক্ষ্য করা যাচ্ছে যে, 50.0% Retracement পয়েন্ট/লেভেলটি একটা নির্ভরযোগ্য Resistance লাইনে/লেভেলে পরিণত হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

কাজেই, আমরা Retracement পয়েন্ট/লেভেল C তে Sell Entry প্রদান করলাম এবং মার্কেট নিম্নমুখী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম ।

ছবি পোস্ট করা হয়েছে

কিন্তু বাস্তবে দেখা গেলো যে, মার্কেট নিম্নমুখী না হয়ে বরং উর্ধবমুখী হয়েছে এবং আগের Swing High (A) পয়েন্টকে ছাড়িয়ে অনেক উপরে চলে গিয়েছে । আমরা মূলতঃ C পয়েন্ট/লেভেলকে অস্থায়ী Resistance হিসেবে গণ্য করেছিলাম বলেই C পয়েন্টে Sell Entry প্রদান করেছিলাম, কিন্তু এই অস্থায়ী Resistance এর Breakout ঘটার কারণেই Fibonacci Retracement পয়েন্ট/লেভেল নির্ণয়ের সার্থকতা আর অবশিষ্ট থাকেনি (অর্থাৎ, মূল্যহীন হয়ে গিয়েছে) ।

লেখক: নাসিম

সুত্র: বিডিপিপস

Fibonacci এর ইতিহাস ও শিক্ষা

Fibonacci এর সংক্ষিপ্ত পরিচিতি :

আমরা যারা উচ্চতর গণিতিক বিষয়ে কম-বেশী পড়াশোনা করেছি কিংবা, ফরেক্স ট্রেডিং ব্যবসার সাথে জড়িত তাদের প্রায় সবাই “Fibonacci” শব্দটির সাথে পরিচিত । প্রকৃতপক্ষে, “Fibonacci” হচ্ছে একজন বিখ্যাত গণিতবিদের নাম, তার জন্ম-স্থান হচ্ছে ইউরোপের ইটালীতে, পুরো নাম “Leonardo Pisano (Fibonacci)” এবং জীবনকাল ১১৭০ সন হতে ১২৫০ সন ।

ছবি পোস্ট করা হয়েছে

এই বিখ্যাত গণিতবিদের একটা যুগান্তকারী গাণিতিক ধারা / সিরিজ বিগত ৮০০ বছর ধরে বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কৃষিবিদসহ বিভিন্ন পেশার গবেষকদের নিকট গবেষণার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা “Fibonacci Series” নামে পরিচিত । ফরেক্স ট্রেডিং এ Fibonacci ধারা/সিরিজ কেন এবং কিভাবে ব্যবহৃত হয়, তা জানার আগে সংক্ষেপে Fibonacci ধারা/সিরিজ সম্পর্কে কিছু জেনে নেই ।

Fibonacci ধারা/সিরিজের প্রচলন :

Fibonacci এর জন্ম ইউরোপের ইটালীতে হলেও তার বাবা একজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় দূত হওয়ার কারণে বাবার সাথে Fibonacci পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং সেই সমস্ত দেশে গণিতের ব্যাপক লাভজনক ব্যবহার তিনি প্রত্যক্ষ করেন । প্রায় ১২০০ সালের দিকে Fibonacci তার সমস্ত ভ্রমণ শেষ করে দেশে ফিরে যান এবং গণিতের সেই সকল লাভজনক ব্যবহারের উপর বেশ কয়েকটি মূল্যবান বই রচনা করেন, তন্মধ্যে একটি বইয়ের নাম ছিল “Liber Abbaci”, এই বইয়ের তৃতীয় খন্ডে তিনি পাঠকদের উদ্দেশ্যে একটা গাণিতিক প্রশ্ন উপস্থাপন করেন, প্রশ্নটি ছিল এই রকম –

“ধরা যাক, একজন ব্যক্তি একটা দেয়াল-ঘেরা স্থানে এক জোড়া শিশু খরগোশ লালন-পালনের উদ্দেশ্যে রেখে দিল, তাহলে প্রতি বছর কত জোড়া করে খরগোশ ঐ প্রারম্ভিক এক জোড়া থেকে উৎপাদিত হবে, ধরে নেওয়া যায় যে, প্রতি মাসে প্রতি জোড়া খরগোশ এক জোড়া করে নতুন খরগোশ উৎপাদন করবে এবং প্রত্যেক নতুন জোড়া খরগোশ পরবর্তী মাস থেকে এক জোড়া করে নতুন খরগোশ উৎপাদনে করবে ?”

এই প্রশ্নের উত্তর নির্ণয় করতে বলা হয়েছিল যে, এই গাণিতিক ধারাটি ( ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, . . . . . ) ব্যবহার করতে যেখানে প্রতিটি সংখ্যা আগের দুইটি সংখ্যার যোগফল হিসেবে নির্ণয় করা হয়েছে । উল্লেখ্য যে, আমাদের দেশে ফার্মের মুরগীর মত বিশ্বের অনেক দেশেই আমিষের চাহিদা মেটাতে ফার্ম-হাউসে ব্যাপক ভাবে খরগোশ লালন-পালন করা হয় ।

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরে যে গাণিতিক ধারাটি প্রত্যক্ষ করলাম অর্থাৎ, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ১৪৪, . . . . . এটিই হচ্ছে সেই বিখ্যাত Fibonacci ধারা/সিরিজ, এই সিরিজটি ভালভাবে লক্ষ্য করা দেখা যাবে প্রথম সংখ্যাটি বাদ দিলে প্রতিটি সংখ্যা আগের দুইটা সংখ্যার যোগফল, যেমন, (০+১=), (১+১=), (১+২=), (২+৩=), (৩+৫=), (৫+৮=১৩), (৮+১৩=২১), (১৩+২১=৩৪), (২১+৩৪=৫৫), (৩৪+৫৫=৮৯), (৫৫+৮৯=১৪৪), . . . . . প্রভৃতি ।

প্রকৃতিতে Fibonacci ধারা/সিরিজের উদাহরণ :

প্রকৃতপক্ষে, Fibonacci ধারা/সিরিজের ব্যবহার শুধুমাত্র খরগোশ কিংবা, গরু-ছাগলের সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃতিতে এই ধারা /সিরিজের ব্যবহার ব্যাপক ভাবে ছড়িয়ে আছে, নীচের দুইটি উদাহরন থেকে আমরা তা বুঝতে পারি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের চিত্রটি থেকে আমরা দেখতে পাই যে, গাছের ডালপালা (Branches) ক্রমান্বয়ে উপরের দিকে যে সংখ্যা/ধারা/সিরিজ অনুসরণ করে বৃদ্ধি পেতে থাকে তা মূলতঃ হুবহু Fibonacci ধারা/সিরিজের অনুলিপি ।

ছবি পোস্ট করা হয়েছে

অনুরূপভাবে, উপরের চিত্রটি থেকে আমরা দেখতে পাই যে, গাছের পাতা (Leaves) ক্রমান্বয়ে উপরের দিকে যে সংখ্যা/ধারা/সিরিজ অনুসরণ করে বৃদ্ধি পেতে থাকে তাও মূলতঃ হুবহু Fibonacci ধারা/সিরিজের অনুলিপি ।

Fibonacci ধারা/সিরিজের বৈশিষ্ট্য (গুণ) :

আপাত দৃষ্টিতে Fibonacci ধারা/সিরিজকে খুবই সাধারণ একটি গাণিতিক ধারা মনে হলেও এটি প্রকৃতপক্ষে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গাণিতিক ধারা/সিরিজ । এই Fibonacci ধারা বা সিরিজের মূল বৈশিষ্ট্য (গুণ) লুকিয়ে রয়েছে এই ধারার সংখ্যাগুলোর মধ্যে আনুপাতিক হারে বৃদ্ধি এবং হ্রাসের মধ্যে, নীচে সংক্ষেপে এর উদাহরণ দেওয়া হল ।

ছবি পোস্ট করা হয়েছে

আমরা উপরের ভাগফলগুলোর দিকে লক্ষ্য করে অনুধাবন করতে পারি যে, Fibonacci ধারার সংখ্যাগুলো ঐ ধারার আগের এবং পরের সংখ্যাগুলো থেকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে । অনুরূপভাবে, আমরা Fibonacci ধারার সংখ্যাগুলোকে ঐ ধারার এক ধাপ আগের এবং এক ধাপ পরের সংখ্যা দ্বারা ভাগ করে দেখতে পাই –

ছবি পোস্ট করা হয়েছে

সুতরাং, আমরা একই ভাবে উপরের ভাগফলগুলো থেকে অনুধাবন করতে পারি যে, Fibonacci ধারার সংখ্যাগুলোর মধ্যে বিশেষ আনুপাতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে । আমরা যদি Fibonacci অনুপাতগুলোকে নীচের Table এর মত করে ধারাবাহিক ভাবে লিখে যাই তাহলে দেখা যাবে যে,Fibonacci ধারার সংখ্যাগুলো বৃদ্ধির সাথে সাথে অনুপাতগুলো নির্দিষ্ট মানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে ।

ছবি পোস্ট করা হয়েছে

আমরা এই ভাবে Fibonacci ধারার সংখ্যাগুলোর মধ্যে বিদ্যমান অনুপাতগুলো নির্ণয় করে যে সকল মান পাই সেগুলো হলো ০.২৩৬, ০.৩৮২, ০.৬১৮, ১.০০০, ১.৬১৮, ২.৬১৮, ৪.২৩৬, . . . . , প্রভৃতি । তবে Fibonacci অনুপাতগুলোর মধ্যে আরও কিছু অনুপাত যোগ করা হয়েছে, যেমন,উদাহরন হিসেবে ০.৫০০ এর কথা বলা যেতে পারে, এই ০.৫০০ অনুপাতটি নির্ণয় করা হয়েছে মূলতঃ দুইটি মূল অনুপাত ০.৩৮২ এবং ০.৬১৮ এর সরল গড় নির্ণয় করে । আর এই সমস্ত গড় নির্ণয়ের মূল কারণ হল এই যে, এই গড়গুলোও Fibonacci অনুপাত হিসেবে বাস্তবে ভাল কাজ করে ।

উপরে লিখিত Fibonacci ধারার সংখ্যাগুলোর মধ্যে বিদ্যমান অনুপাতগুলোকে কাজে লাগিয়ে ফরেক্স/স্টক ট্রেডিং এ মার্কেটের সম্ভাব্য পরবর্তী অবস্থান সম্পর্কে Forecast করা হয় (আনুমানিক ভবিষ্যত মূল্য নির্ধারণ করা হয়) এবং সেই অনুযায়ী Buy এবং Sell এর সিদ্ধান্ত গ্রহন করা হয় । এই উদ্দেশ্যে কয়েকটি অনুপাতকে Fibonacci Retracement এর জন্য এবং কয়েকটি অনুপাতকে Fibonacci Extension এর জন্য ব্যবহার করা হয় । উল্লেখ্য যে, Fibonacci Extensionএর অনুপাতগুলোকে Fibonacci Projectionএর মান নির্ধারণের জন্য ব্যবহার করা হয় 

ছবি পোস্ট করা হয়েছে

Fibonacci Golden Mean / Ratio :

Fibonacci অনুপাতগুলোর মধ্যে 0.618 এবং 1.618 হচ্ছে একটি আরেকটির বিপরীত অর্থাৎ, উভয়ের গুনফল হচ্ছে 1, এই 0.618 এবং 1.618 অনুপাত দুইটাকে Fibonacci Golden Mean / Ratio বলা হয় । প্রাকৃতিকভাবে এই অনুপাত দুইটা সবচেয়ে বেশী ব্যবহৃত হয়, অর্থাৎ,এই দুইটি অনুপাতে কোন বস্তুর হ্রাস এবং বৃদ্ধি বেশী ঘটে থাকে ।

ছবি পোস্ট করা হয়েছে

তবে অন্যান্য Fibonacci অনুপাতগুলোকেও (যেমন, 0.382, 2.618, . . . প্রভৃতি) অনেক বিশেষজ্ঞ Golden Mean / Ratio বলে থাকেন যেহেতু Fibonacci ধারার পরবর্তী বা, পূর্ববর্তী সংখ্যাগুলোকে ঐ ধারার একধাপ/দুইধাপ পূর্ববর্তী বা, পরবর্তী সংখ্যা দ্বারা ভাগ করলে বারংবার একই অনুপাত পাওয়া যায় ।

Fibonacci অনুপাতগুলোর সাথে মানব জাতির সম্পর্ক :

শুধুমাত্র Fibonacci সংখ্যা নয়, বরং Fibonacci অনুপাতগুলোর সাথেও প্রকৃতির বহু ক্ষেত্র তথা মানুষের নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে । আমরা যদি একজন গড় উচ্চতার মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে সম্পূর্ণ শরীরের তুলনা করি, তাহলে দেখতে পাবো যে, Fibonacci অনুপাতগুলো দ্বারা একজন গড় উচ্চতার মানুষের গাঠনিক কাঠামোর বর্ণনা দেওয়া সম্ভব ।

ছবি পোস্ট করা হয়েছে

Fibonacci অনুপাতগুলোকে শুধুমাত্র মানুষের দৈহিক গঠনেই নয়, বরং মানুষের পারস্পরিক লেনদেন, ব্যাকিং কার্যক্রম, স্টক মার্কেট, ইত্যাদি ক্ষেত্রে পরিলক্ষিত হয়, আর এই কারণেই ফরেক্স ট্রেডিং মার্কেটে Fibonacci ফর্মূলার ব্যাপক প্রয়োগ দেখা যায় ।

Retracement দ্বারা কি বোঝানো হয় ?

ইংরেজীতে Retrace শব্দটির অর্থ হচ্ছে “ফিরে যাওয়া”, অর্থাৎ, যেখান থেকে কোন বস্তুর আগমন ঘটে, সেখানেই ফিরে যাওয়াকে Retrace বলা হয় । অতএব Retracement মানে হচ্ছে ফিরে যাওয়ার কাজ (প্রত্যাবর্তন) ।

কোন ট্রেডিং মার্কেট যখন নীচের দিক থেকে উঠে উপরের দিকে Uptrend এ চলতে থাকে তখন মার্কেট একেবারে খাঁড়া উপরের দিকে উঠে যায় না, বরং উত্থানের সময় মার্কেট বারংবার কিছুটা করে নীচের দিকে ফিরে আসে এবং তারপর আবার উপরে উঠা অব্যাহত রাখে, মার্কেটের উত্থানের সময় এভাবে বারংবার নীচে ফিরে আসাকে Retracement বলা হয়, আমরা নীচের Figure টি লক্ষ্য করি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Figure টি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে, মার্কেট Uptrend এ চলার সময় B পয়েন্ট থেকে কিছু পরিমাণে হ্রাস পেয়ে C পয়েন্টে ফিরে আসার পর পুনরায় Uptrend এর পথে চলা অব্যাহত রেখেছে, Uptrend এ চলার পথে এই ভাবে Downtrend এর দিকে ফিরে আসাকেRetracement বলা হয় ।

অনুরূপভাবে, কোন ট্রেডিং মার্কেট যখন উপরের দিক থেকে নেমে নীচের দিকে Downtrend এ চলতে থাকে তখন মার্কেট একেবারে খাঁড়া নীচের দিকে নেমে যায় না, বরং পতনের সময় মার্কেট বারংবার কিছুটা করে উপরের দিকে ফিরে যায় এবং তারপর আবার নীচে নামা অব্যাহত রাখে, মার্কেটের পতনের সময় এভাবে বারংবার উপরে ফিরে যাওয়াকে Retracement বলা হয়, আমরা নীচের Figure টি লক্ষ্য করি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Figure টি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে, মার্কেট Downtrend এ চলার সময় B পয়েন্ট থেকে কিছু পরিমাণে বৃদ্ধি পেয়ে C পয়েন্টে ফিরে যাওয়ার পর পুনরায় Downtrend এর পথে চলা অব্যাহত রেখেছে, Downtrend এ চলার পথে এই ভাবে Uptrend এর দিকে ফিরে যাওয়াকে Retracement বলা হয় ।

Fibonacci Retracement এর ফর্মূলাতে Retracement এর অনুপাত প্রয়োগ করে Uptrend এবং Downtrend উভয় মার্কেটের ক্ষেত্রেই পয়েন্টের অবস্থান সম্পর্কে আনুমানিক ধারণা তৈরী করা যায় ।

Extension দ্বারা কি বোঝানো হয় 

ইংরেজীতে Extension শব্দটির অর্থ হচ্ছে “বর্ধিতকরণ”, অর্থাৎ, কোন বস্তু কিংবা, কোন কাজকে বৃদ্ধি করাকেই Extension বলা হয় ।

আমরা ইতিপূর্বে দেখেছি যে, কোন ট্রেডিং মার্কেট যখন Uptrend এ চলতে থাকে তখন Retracement এর কারণে কিছুটা নেমে মার্কেট আবার উর্ধবমুখী হয় এবং এই Retracement এর পরিমাণ যদি 100.0% এর বেশী হয় তখন একে Extension বলা হয়, নীচের Figure টি লক্ষ্য করি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Figure টি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে, মার্কেট Uptrend এ চলার সময় B পয়েন্ট থেকে AB এর পরিমাণের (100.0%) অপেক্ষা অধিক পরিমাণ হ্রাস পেয়ে C পয়েন্টে ফিরে এসেছে এবং অতঃপর পুনরায় Uptrend এর পথে চলা অব্যাহত রেখেছে, Uptrend এ চলার পথে এই ভাবে 100.0% এর চেয়ে বেশী Downtrend এর দিকে ফিরে আসাকে Extension বলা হয় ।

অনুরূপভাবে, কোন ট্রেডিং মার্কেট যখন Downtrend এ চলতে থাকে তখন Retracement এর কারণে কিছুটা উঠে মার্কেট আবার নিম্নমুখী হয় এবং এই Retracement এর পরিমাণ যদি 100.0% এর বেশী হয় তখন একে Extension বলা হয়, নীচের Figure টি লক্ষ্য করি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Figure টি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে, মার্কেট Downtrend এ চলার সময় B পয়েন্ট থেকে AB এর পরিমাণের (100.0%) অপেক্ষা অধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে C পয়েন্টে ফিরে গিয়েছে এবং অতঃপর পুনরায় Downtrend এর পথে চলা অব্যাহত রেখেছে, Downtrend এ চলার পথে এই ভাবে 100.0% এর চেয়ে বেশী Uptrend এর দিকে ফিরে যাওয়াকে Extension বলা হয় ।

Fibonacci Retracement এর ফর্মূলাতে Extension এর অনুপাত প্রয়োগ করে Uptrend এবং Downtrend উভয় মার্কেটের ক্ষেত্রেই পয়েন্টের অবস্থান সম্পর্কে আনুমানিক ধারণা তৈরী করা যায় ।

Projection দ্বারা কি বোঝানো হয় 

ইংরেজীতে Projection শব্দটির অর্থ হচ্ছে “নিরীক্ষাপূর্বক অনুমানকরণ”, অর্থাৎ, কোন বস্তুর ভবিষ্যত মান অথবা, মূল্যকে হিসাব নিরীক্ষণের মাধ্যমে অনুমান (নির্ণয়) করাকেই Projection বলা হয় ।

কোন ট্রেডিং মার্কেট যখন Uptrend এর দিকে চলতে থাকে তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী Retracement এর কারণে কিছুটা হ্রাস পেয়ে মার্কেট আবার উর্ধবমুখী হয়, কিন্তু Retracement এর পরে মার্কেট কতটুকু Uptrend এ যেতে পারে তা হিসাব নিকাশ করে অনুমান করা হয় এবং এই বিজ্ঞান-ভিত্তিক অনুমান করার কাজটিকেই Projection বলা হয়, নীচের Figure টি লক্ষ্য করি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Figure টি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, মার্কেট Uptrend এ যাচ্ছে এবং Retracement এর কারণে C পয়েন্টে নেমে এসে মার্কেট আবার উর্ধবমুখী হয়েছে এবং D পয়েন্ট পর্যন্ত উপরে চলে গিয়েছে । এভাবে C পয়েন্ট থেকে D পয়েন্টে চলে যাওয়ার পরিমাণ নির্ধারণের কাজটিকেই Projection বলা হয় ।

অনুরূপভাবে, কোন ট্রেডিং মার্কেট যখন Downtrend এর দিকে চলতে থাকে তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী Retracement এর কারণে কিছুটা বৃদ্ধি পেয়ে মার্কেট আবার নিম্নমুখী হয়, কিন্তু Retracement এর পরে মার্কেট কতটুকু Downtrend এ যেতে পারে তা হিসাব নিকাশ করে অনুমান করা হয় এবং এই বিজ্ঞান-ভিত্তিক অনুমান করার কাজটিকেই Projection বলা হয়, নীচের Figure টি লক্ষ্য করি ।

ছবি পোস্ট করা হয়েছে

উপরের Figure টি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, মার্কেট Downtrend এ যাচ্ছে এবং Retracement এর কারণে C পয়েন্ট পর্যন্ত উঠে মার্কেট আবার নিম্নমুখী হয়েছে এবং D পয়েন্ট পর্যন্ত নেমে চলে এসেছে । এভাবে C পয়েন্ট থেকে D পয়েন্টে চলে আসার পরিমাণ নির্ধারণের কাজটিকেই Projection বলা হয় ।

Fibonacci Projection এর ফর্মূলাতে Extension এর অনুপাত প্রয়োগ করে Uptrend এবং Downtrend উভয় মার্কেটের ক্ষেত্রেই পয়েন্টের অবস্থান সম্পর্কে আনুমানিক ধারণা তৈরী করা যায় ।

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement পয়েন্ট নির্ণয়ের যৌক্তিকতা :

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Retracement পয়েন্ট যে সকল কারণে নির্ণয় করা প্রয়োজন তা নীচে প্রকাশ করা হলো –

() ফরেক্স ট্রেডিং এ ট্রেডারদের মূল লক্ষ্য থাকে নির্ভরযোগ্য Support এবং Resistance লেভেল খুঁজে বের করা, যেহেতু ঐ দুই লেভেলেই নির্ভরযোগ্য ভাবে Buy Entry এবং Sell Entry প্রদান করা যায় । অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত Uptrend এবং Downtrend মার্কেটেRetracement পয়েন্টকে যথাক্রমে অস্থায়ী Support এবং অস্থায়ী Resistance হিসেবে ব্যবহার করে থাকেন এবং ঐ দুই পয়েন্টে যথাক্রমে Buy Entry এবং Sell Entry প্রদান করে থাকেন ।

ছবি পোস্ট করা হয়েছে

() সমগ্র বিশ্বে যখন একযোগে ট্রেড চলতে থাকে, তখন লক্ষ-লক্ষ ট্রেডার Fibonacci টুলস ব্যবহার করে Uptrend এবং Downtrend মার্কেটের Retracement পয়েন্ট নির্ণয় করে ঐ পয়েন্টে একযোগে Buy Entry এবং Sell Entry প্রদান করে থাকেন এবং অত্যধিক Buy Entry এবং Sell Entry এর চাপে স্বাভাবিক নিয়মেই Uptrend এবং Downtrend মার্কেটে Retracement পয়েন্টের পরে দাম বৃদ্ধি এবং হ্রাস পাওয়া শুরু হয়ে যায়, ফলে Uptrend এবং Downtrend মার্কেটের Retracement পয়েন্ট তখন নির্ভরযোগ্য Support এবংResistance হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।

() সাধারণ ভাবে ট্রেডাররা Uptrend মার্কেটে Retracement পয়েন্টের কিছু নীচে এবং Downtrend মার্কেটের Retracement পয়েন্টের কিছু উপরে Stop Loss সেট করে থাকেন । তবে, ট্রেডাররা Uptrend মার্কেটে Retracement পয়েন্টের চেয়ে কিছু উঁচুতে Buy Entry এবং Downtrend মার্কেটে Retracement পয়েন্টের চেয়ে কিছু নীচুতে Sell Entry প্রদান করলে, ট্রেডাররা Retracement পয়েন্টকে তখন Stop Loss সেট করার জন্য ব্যবহার করে থাকেন ।

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Extension পয়েন্ট নির্ণয়ের যৌক্তিকতা 

আমরা জানি যে, Fibonacci Retracemnent এরই এক বিশেষ রূপ হচ্ছে Fibonacci Extension, কারণ, Fibonacci Retracement এর পরিমাণ 100.0% এর বেশী হলেই Fibonacci Retracement কে Fibonacci Extension বলা হয় । এছাড়া Fibonacci Retracement এর ফর্মূলা অথবা, টুল দিয়েই Fibonacci Extension এর মান নির্ণয় করা যায় । Fibonacci Extension এর মান নির্ণয় করার জন্য Fibonacci Retracement এর ফর্মূলাতে Fibonacci Extension এর অনুপাত ব্যতীত অন্য কোন ফর্মূলা কিংবা, টুলের প্রয়োজন হয় না । কিন্তু তারপরেও কিছু বিশেষ কারণে Fibonacci Extension পয়েন্টের মান নির্ণয় করাটা জরুরী এবং তার কারণ নীচে উল্লেখ করা হল —

(১) সাধারণ ভাবে Fibonacci Extension পয়েন্টে Uptrend মার্কেটের ক্ষেত্রে শক্তিশালী Support লেভেল এবং Downtrend মার্কেটের ক্ষেত্রে শক্তিশালী Resistance লেভেলের আবির্ভাব ঘটে থাকে ।

(২) যেহেতু Retracement এর পরিমাণ অপেক্ষা Extension এর পরিমাণ বেশী হয়ে থাকে সেহেতু অনেক ট্রেডারই বাস্তব-ক্ষেত্রে Fibonacci Extension পয়েন্টকে Take Profit পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকেন । অনেক ক্ষেত্রে Fibonacci Extension পয়েন্টের মান দিয়েFibonacci Projection পয়েন্টের মানকে যাচাই করা হয়, অর্থাৎ, উভয় মানকে ব্যবহার করে নির্ভরযোগ্য Projection পয়েন্ট নির্ণয় করা হয় ।

ছবি পোস্ট করা হয়েছে

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Projection পয়েন্ট নির্ণয়ের যৌক্তিকতা :

ফরেক্স ট্রেডিং এ Fibonacci Projection পয়েন্ট যে সকল কারণে নির্ণয় করা প্রয়োজন তা নীচে প্রকাশ করা হলো –

() সাধারণত ট্রেডাররা Uptrend এবং Downtrend মার্কেটের Retracement পয়েন্টে Buy Entry এবং Sell Entry প্রদান করার পর Fibonacci Projection Tool ব্যবহার করে Projection পয়েন্ট নির্ণয় করে ঐ পয়েন্টটিকে Take Profit এর জন্য ব্যবহার করে থাকেন ।

ছবি পোস্ট করা হয়েছে

() যেহেতু সমগ্র বিশ্বে অসংখ্য ট্রেডার Fibonacci Projection পয়েন্টকে Take Profit এর জন্য একযোগে ব্যবহার করেন সেহেতু Fibonacci Projection পয়েন্টে সাধারণত Reversal Trend এর আবির্ভাব ঘটে ।

Swing Low এবংSwing Highবলতে কি বোঝায় ?

যখন কোন Candlestick এর Low এর মান, ঐ Candlestick এর আগের এবং পরের Candlestick এর Low এর মান অপেক্ষা কম থাকে তখন ঐ Candlestick এর Low এর মানটিকেই Swing Low বলা হয়, নীচের ছবিতে Swing Low কে চিহ্নিত করা হয়েছে ।

ছবি পোস্ট করা হয়েছে

অনুরূপভাবে, যখন কোন Candlestick এর High এর মান, ঐ Candlestick এর আগের এবং পরের Candlestick এর High এর মান অপেক্ষা বেশী থাকে তখন ঐ Candlestick এর High এর মানটিকেই Swing High বলা হয়, নীচের ছবিতে Swing High কে চিহ্নিত করা হয়েছে ।

ছবি পোস্ট করা হয়েছে

নির্ভূলভাবে Fibonacci Retracement পয়েন্ট, Fibonacci Extension পয়েন্ট এবং Fibonacci Projection পয়েন্ট নির্ণয়ের জন্য সঠিক Swing High পয়েন্ট এবং সঠিক Swing Low পয়েন্টকে চিহ্নিত করা একান্তই জরুরী ।

লেখক: নাসিম

সুত্র: বিডিপিপস

Mayzus নিয়ে এলো Forum Posting offer

Forum Posting বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই। তারাতারি নিচের লিংকে ক্লিক করে পোস্ট মারা শুরু করেন। একাউন্ট খোলার কারনে ১০ ডলার বোনাস পাবেন। মনে হয় ২৫ ডলারের বেশি পোস্ট মারা যায়না। আমি শিউর না। শিউর হওয়া মাএ্ জানাবো।

Open a Mayzus forum account

 

 

ঝামেলাও আছে অনেক। পাসপোর্ট ছাড়া ভেরিফাই করা সম্ভব না। ভেরিফাই ছাড়া একাউন্ট করা বা ট্রেড করা বা উথড্র করা যায় না। তাই একটু বুঝে শুনে আগানো ভাল।

 

খুব শিঘ্রই আরো বিস্তারিত তথ্য আপডেট হবে । সাথেই থাকুন….

 

Time trader v2

Time trader expert advisor opens buy, sell or both trades at the time you have specified. This EA is very suitable for hedging strategies, scalping as well as long term strategies. The EA can also be used to detect hidden time based market behavior.

New version includes: Better broker compatibility, support for ecn accounts and exclusion of seconds proximity.

 

Click to Download Time Trader

ফলস ব্রেক আউট

ফলস ব্রেক আউটঃ

রিয়েল টাইম চার্ট দেখার সময় অনেক সময় মনে হবে সাপোর্ট অথবা রেজিস্টেন্স ভেঙ্গে গেছে কারণ আপনি দেখতে পাচ্ছেন, প্রাইজ সাপোর্ট বা রেজিস্টেন্স ভেদ করে নীচে বা উপরে চলে যাচ্ছে বা গেছে। অথচ কিছু সময় পরে চার্টের দিকে তাকালে দেখি, প্রাইজ ক্লোজ হয়েছে, সাপোর্ট (বা রেজিস্টেন্স)-এর উপরে (বা নীচে).  অর্থাৎ আসলে সাপোর্ট বা রেজিস্টেন্স সত্যিকার অর্থে ভাঙ্গেনি। একে ফলস ব্রেক আউট বলে। অনেকেই এরকম ফলস ব্রেক আউটে ট্রেড নিয়ে বিপদে পড়েন। এই পরিস্থিতি বহুলাংশে (৮০% সময়) এড়ানো যাবে যদি ক্যান্ডেলস্টিক চার্টের সাথে সাথে আপনিলাইন চার্টে সাপোর্ট ও রেজিস্টেন্স লাইন গুলি হোল্ড করছে কিনা সেটি পরীক্ষা করে দেখেন। প্লিজ নোট করুন যে এটি খুব কাজে দেয়, এক সেকেন্ডের একটি ক্লিকে আপনি এটি দেখে নিতে পারেন। অথচ, ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে বেশীরভাগ ট্রেডারেরা এত ব্যস্ত থাকে যে এই সামান্য কাজটি করে ‘লাইন চার্টে’ সাপোর্ট ও রেজিস্টেন্স হোল্ড করছে কিনা সেটা দেখতে ভুলে যায়।

Picture5
তাহলে যখন ফলস ব্রেক আউট হয় তখন কি বুঝতে হবে? বুঝতে হবে যে, মার্কেট আসলে সাপোর্ট ও রেজিস্টেন্স রিটেষ্ট করতে (ছুঁতে) আসছিল, ভাঙ্গতে (ব্রেক আউট) আসেনি। চিত্রে দেখুন।

 

কিভাবে বুঝবো সত্যিই সাপোর্ট ও রেজিস্টেন্স ভেঙ্গে গেছে কিনা?

যদি পরপর দু’টি টাইম ফ্রেমে অর্থাৎ প্রথমে ১-ঘন্টা ও পরে ৪-ঘন্টায় প্রাইজ সাপোর্টের নীচে বা রেজিস্টেন্সের উপরে ক্লোজ হয়, তাহলে মনে করা যাবে যে সাপোর্ট ও রেজিস্টেন্স ভেঙ্গে ব্রেক আউট হয়েছে। যারা লম্বা টাইম ফ্রেমে ট্রেড করেন অর্থাৎ সাধারনত যাদের ট্রেড সময়কাল ৭ দিন বা তার বেশী তাদের ১-ঘন্টা ও ৪-ঘন্টা সহ ডেইলি বারের ক্লোজ পর্যন্ত অপেক্ষা করা উচিত।

সাপোর্ট ও রেজিস্টেন্স ও ব্রেক আউট সম্পর্কে যেগুলি জানা থাকা ভালোঃ

যতবেশী বার প্রাইজ কোন সাপোর্ট বা রেজিস্টেন্স ছুঁয়ে-ছুঁয়ে যাবে সেই সাপোর্ট ও রেজিস্টেন্স তত শক্তিশালী। অর্থাৎ ভাঙ্গা কঠিন। কিন্তু যদি ভাঙ্গে তাহলে তত তীব্র বেগে উপরে বা নীচে যাবে।

যখন প্রাইজ রেজিস্টেন্স ভাঙ্গে, তখন সেই রেজিস্টেন্স পরবর্তি লেভেলের জন্য সাপোর্ট হয়ে যায় (অনেকটা “দুই তালার ছাদের উপরই হচ্ছে তিন-তলার মেঝে”-এ রকম ব্যাপার).  তেমনি সাপোর্ট ভেঙ্গে নীচে নামলে সেটি পরের স্তরের রেজিস্টেন্স হয়ে যায়।
Picture1 (1)
 

চিত্রটিতে মেজর (শক্তিশালী) ও মাইনর (তেমন শক্তিশালী নয়) সাপোর্ট ও রেজিস্টেন্স গুলি লক্ষ্য করুন। যেকোন চার্ট খুলে নিয়ে আপনি যদি কিছুটা প্রাক্টিস করেন তাহলে সাপোর্ট ও রেজিস্টেন্স অঞ্চল গুলি সহজেই চিহ্নিত করতে পারবেন।

Forex Rebate : আয় বৃদ্ধির এক অনন্য কৌশল

 ফরেক্স রিবেট   সম্পর্কে অনেকেরই তেমন ধারনা নেই।rebate-300x200

তাই আজ আমি আপনাদের সাথে ফরেক্স রিবেট সম্পর্কে আলোচনা করব।

 

ফরেক্স রিবেট কি?

সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে, ব্রোকার তার লাভের একটি অংশ গ্রাহক এর সাথে শেয়ার করে, এটাকে ফরেক্স রিবেট বলে।কিন্তু ব্রোকার তার লাভ সরাসরি গ্রাহকের সাথে শেয়ার করেনা।ব্রোকার তার মার্কেটিং পার্টনারের সাথে প্রফিট শেয়ারিং করে এবং পার্টনার গ্রাহকের সাথে তা শেয়ার করে।

আপনি আপনার ট্রেডে লাভ করেন বা লছ করেন কোন সমস্যা নেই আপনার ট্রেডের সাথে রিবেট বাড়তে থাকবে এবং এটা কখন ও কমবেনা।

রিবেট এর মাধমে কত আয় হতে পারে?

এটা নির্ভর করে ব্রোকার এবং আপনার ট্রেডের উপর, যেমন- ব্রোকার এর রিবেট হার যদি ১ পিপ এবং আপনি মাসে ১০ লট ট্রেড করেন, তাহলে আপনি প্রায় ১০০ (৮০০০ টাকা) ডলার রিবেট পাবেন।

আমি তো ভাল ট্রেডার, আমার কি রিবেট এর প্রয়োজন আছে?

অবশ্যই আপনি তো ট্রেড করছেন টাকার জন্যই, ভালো ট্রেডার হলে এর মাধ্যমে আপনার নতুন একটি নিশ্চিত আয়ের উৎস হবে।

আর আপনি নতুন ট্রেডার হলে এর মাধ্যমে আপনার লাভের পরিমান আরও বাড়াতে পারেন।

ফরেক্স রিবেট আমি কতদিন পাব?

যতদিন আপনি ফরেক্সে ট্রেড করবেন, ঠিক তত দিন ই রিবেট পাবেন।

  • ব্রোকার নির্বাচন করা সম্পূর্ন আপনার ব্যক্তিগত বিষয়।অথবা আপনি যে ব্রোকারে টেড করেন সেই ব্রোকারে ই রিবেট পাওয়ার ব্যাবস্থা।

তো আর দেরি কেন? এখন ই জয়েন করে আয় করা শুরু করুন। 

Contact to get Rebate: Skype: BDForexSchool