Commodity Channel Index (CCI)

CCI ইনডিকেটর ফরেক্স ট্রেডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি ইনডিকেটর। বিভিন্ন ধরনের CCI ইনডিকেটর আছে. CCI নিয়ে অনেক ট্রেডিং সিস্টেম আছে এবং সেগুলো অনেক সহজ।

CCI লেভেলের ভিত্তিতে আমরা এই ইনডিকেটর কে তিন ভাগে ভাগ করে ট্রেড করতে পারি।

  1.  CCI জিরো উপরে Bullish এবং জিরোর নিচে Bearish.
  2.  CCI লেভেল +১০০ উপরে থাকলে ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে ওভারসেল এলাকা।
  3. CCI লেভেল +২০০ উপরে থাকলে অতিরিক্ত ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে অতিরিক্ত ওভারসেল এলাকা।

ccizones

CCI দিয়ে কিভাবে ট্রেড করবেনঃ

CCI  দিয়ে বিভিন্নভাবে ট্রেড করা যায়।  CCI যখন +/-১০০ লেভেল পৌছবে তখন বাই বা সেল এন্ট্রি নিতে হবে। যখন CCI+১০০ উপরে উঠতে থাকবে তখন শক্তিশালী uptrend নিশ্চিত হওয়া যাবে। এরপর ট্রেডাররা বাই পসিশন খুলতে পারেন। CCI লেভেল যতক্ষণ ১০০ লেভেলের উপর থাকবে ততক্ষণ ট্রেড ওপেন রাখতে হবে। CCI লেভেল যখন ১০০ লেভেলের নিচে নামতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে। আবার CCI লেভেল যদি +২০০ লেভেল ক্রস করে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে ।সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

একইভাবে CCI লেভেল যখন -১০০ লেভেলের নিচে থাকবে তখন সেল দিতে হবে । CCI লেভেল যখন -১০০ লেভেল ক্রস করে উপরে উঠতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে।

এবং  CCI লেভেল যদি -২০০ লেভেল ক্রস করে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে . সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

ccizero

CCI and its Zero line

CCI  দিয়ে ট্রেড করার আরেকটি পদ্ধতি হল জিরো লাইন । এটা খুবই Risky ট্রেডিং পদ্ধতি।

যখন CCI লেভেল ০ ক্রস করবে তখন ধরে নিতে হবে এখন বাই দেয়া যাবে কারন মার্কেট আপট্রেনড হউয়ার সম্ভাবনা আছে।

যখন CCI  লেভেল ০ ক্রস করে নিচে নামবে তখন সেল নিতে হবে কারন তখন মার্কেট downtrend হওয়ার সম্ভাবনা বেশী।

সংক্ষেপে

জিরো উপরে- বাই অঞ্চল

জিরো নিচে – সেল অঞ্চল

সকল প্রকার  Trade open করার পর নিকটতম support/Resistance  দেখে stop loss দিতে হবে..

Heiken ashi

হেইকেন আসি কেনডেল সাধারণ জাপানি কেনডেল থেকে ভিন্ন । জাপানি কেনডেলের মত হেইকেন আসি বারের শুরু ,শেষ,হাই ,লো দেখায় না।এখানে প্রতিটি কেনডেল হিসাব করা হয় মার্কেটের Trend এর  প্রভাবের উপর । উদাহরনঃ যদি সেলের  (Bearish)    প্রভাব বেশি থাকে তাহলে কেনডেল লাল দেখাবে এবং যদি বাই  (Bulish  ) প্রভাব বেশি থাকে তাহলে কেনডেল সবুজ দেখাবে। যারা ট্রেন্ড পুরোটা ধরতে চান তাদের জন্য হেইকেন আসি একটি কার্যকরী ইন্ডিকেটর..

heik

হেইকেন আসি ব্যবহারের নিয়মঃ

মার্কেট যদি downtrend এ থাকে তাহলে ক্যান্ডলগুলো নিন্নরুপ হবে. তখন Sell করা যেতে পারে.

heikin2মার্কেট যদি uptrend এ থাকে তাহলে Candle গুলো দেখতে নিম্নরুপ হবে. তখন Buy করা যেতে পারে…

heikin5Market এ যদি কোন trend না থাকে বা দুর্বল trend থাকে তাহলে  Candle গুলো দেখতে নিম্নরুপ হবে.. এসময় Candle এর রং পরিবর্তনের সাথে সাথে ট্রেন্ড ও পরিবর্তন হয়ে যাবে.  এক্ষেত্রে পরবর্তী Trend এর জন্য অপেক্ষা করতে হবে..

heikin4

 

100$ No deposit bonus on FormaxMarket

Formax Market  নতুন ট্রেডারদের ১০০ ডলার No Deposit bonus দিচ্ছে এবং শর্ত সাপেক্ষে এই ডলার উইথড্র করার সুযোগও দিচ্ছে। তবে শর্ত খুবই কঠিন, নতুনদের জন্য প্রায় অসম্ভব.. তবু যেহেতু free তাই  ট্রাই করে দেখতে পারেন।

logo

নিয়েম গুলো নিম্নে দেয়া হল:

  • প্রথমে একাউন্ট করে 100$  Bonus িরিসিভ করতে হবে।
  • ২ মাসের মধ্যে ১০ লটের ট্রেড করতে হবে
  • উপরের শর্ত পুরন করতে পারলে আপনার একাউন্টে যেকোন এমাউন্ট ডিপোজিট করতে হবে। তখন আপনি আপনার ডিপোজিট, বোনাস এবং প্রফিট সবকিছুই উইথড্র করতে পারবেন।
  • Leverage 1:100 এর বেশি ব্যবহার করা যাবেনা।
  • একজন  ট্রেডার মাত্র একবার এই সুযোগ নিতে পারবেন।
  • Hedging করা যাবেনা
  • ১০ মিনিটের আগে কোন ট্রেড ক্লোজ করা যাবেনা।

এত শর্ত পূরন করে শেষ পর্যন্ত উইথড্র হয়তো সবাই করতে পারবেনা কিন্তু ডেমো করার চেয়ে এটা ভাল নয়কি? ব্যপক অভিজ্ঞতা অর্জন করা গেল আর যদি কপালে থাকে তো..  তাই দেরি না করে ঝটপট নিচের লিংকে ক্লিক করে একাউন্ট খুলে ফেলুন…

Get 100$ Bonus Now

 

 

বি.দ্র.  কোন Friend কে invite করলে পাবেন আরো ২০ ডলার.. Bonus withdraw করতে হলে ৬০ দিনের মধ্যে ২ লটের ট্রেড করতে হবে।

 

Download  Formax Market MT$

Bearish Breakaway

এই চার্ট প্যাটার্নটি খুব ভাল মতো বুঝতে হবে। আপট্রেন্ড মার্কেটে একটি লম্বা বায় ক্যান্ডেল এর পরে যখন ক্রমাগত ছোট হয়ে আরো তিনটি বায় ক্যান্ডেল তৈরি হয় তখন Bearish Breakaway প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্নটি নিশ্চিত হওয়ার জন্য পঞ্চম ক্যান্ডেলটি সেল ক্যান্ডেল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ৫ম Candle টি শেষ হবে ১ম ও ২য় Candle এর মাঝামাঝি।  প্রথম লং ক্যান্ডেলটির পরে ছোট ছোট আরো তিনটি বায় ক্যান্ডেল এর অবস্থা নির্দেশ করে যে বুলিশ মার্কেট কলাপ্স করছে অর্থাৎ বায়ার ফ্লো কমে যাচ্ছে। তখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে মার্কেট ডাউন হতে থাকবে।bearish_breakaway

টাইপঃ রিভার্সেল

অর্ডারঃ শর্ট (সেল)

ক্যান্ডেলঃ ৫টি

পূর্বের ট্রেন্ডঃ বুলিশ

সাকসেস রেইটঃ ৭০ %

 

এই প্যাটার্ন এর মুল শর্তগুলো হলঃ

  • মার্কেট আপট্রেন্ড হতে হবে।
  • প্রথম দিনের বায় ক্যান্ডেলটি বেশ লম্বা হতে হবে।
  • একটি প্রাইস গ্যাপের সাথে পরবর্তী বায় ক্যান্ডেলটি প্রথম দিনের বায় ক্যান্ডেল এর উপরে থাকতে হবে।
  • তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেল গুলো সাধারণভাবে মুভ করবে পূর্ববর্তী ক্যান্ডেলের হায়ার প্রাইস লেভেলের মাধ্যমে।
  • এবং শেষ পঞ্চম ক্যান্ডেলটি একটি বড় সেল ক্যান্ডেল হবে যা প্রথম ক্যান্ডেল এর প্রাইস গ্যাপকে ফিল করতে পারবে না কিন্তু ২য়-৪থ ক্যান্ডেল প্রাইস লেভেল কাভার করবে।

এই প্যাটার্নটি প্রাইস গ্যাপে পরিলক্ষিত হয়। যেখানে মোট ৫টি ক্যান্ডেলকে মাথায় রেখে উপরের শর্ত মোতাবেক প্যাটার্ন নিশ্চিত হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মোটামুটি এভারেজ মার্কেটে অর্থাৎ খুব বেশি বায় বা সেল না হলে ও এই প্যাটার্ন তৈরিতে সপ্তাহের শুরুতে ট্রেড করতে পারবেন।

Double Bottom Chart Pattern

মনে রাখবেন ডাবল বটম প্যাটার্নটি, ডাবল টপ প্যাটার্নের সম্পূর্ণ বিপরীত। ডাবল টপ বুঝলে, ডাবল বটম আপনি সহজেই বুঝে যাবেন। এটিও একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। এটিও ডাবল টপের মত একটি রিভারসাল চার্ট প্যাটার্ন।  মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে W  এর মতো।doublebottom

কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে লো/বটম তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ আপট্রেন্ড

double_bottom_reversal_pattern

কোন সাপোর্টে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ওপরে ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট আপট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ

“ট্রেডাররা প্রথমে একটি নতুন লো প্রাইস তৈরি করেছে। কিন্তু তা সাপোর্ট হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার সাপোর্টটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী সাপোর্ট হিসেবে ধরে আবার বাই পজিশন নিয়েছে।”

 

তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল বটম দেখা গেলে পরবর্তীতে মার্কেট আপ হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।

Double Top Chart Pattern

এই চার্ট প্যাটার্নটি ডাবল টপ চার্ট প্যাটার্ন বা ডাবল টপ রিভার্সাল চার্ট প্যাটার্ন নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। চার্টে মাঝে মাঝেই এই প্যাটার্নটি দেখা যায়। এটি একটি রিভারসাল চার্ট প্যাটার্ন। মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, আপট্রেন্ড থেকে ডাউনট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে অনেকটা M এর মতো।doubletop

কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে হাই/টপ তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ ডাউনট্রেন্ড

double-top-chart-pattern

কোন রেসিসট্যান্সে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট ডাউনট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ

“ট্রেডাররা প্রথমে একটি নতুন হাই প্রাইস তৈরি করেছে। কিন্তু তা রেসিস্ট্যান্স হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার রেসিসট্যান্সটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী রেসিসট্যান্স ধরে আবার সেল পজিশন নিয়েছে।”
তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল টপ দেখা গেলে পরবর্তীতে মার্কেট ডাউন হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।