Commodity Channel Index (CCI)

Sponsored

CCI ইনডিকেটর ফরেক্স ট্রেডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি ইনডিকেটর। বিভিন্ন ধরনের CCI ইনডিকেটর আছে. CCI নিয়ে অনেক ট্রেডিং সিস্টেম আছে এবং সেগুলো অনেক সহজ।

CCI লেভেলের ভিত্তিতে আমরা এই ইনডিকেটর কে তিন ভাগে ভাগ করে ট্রেড করতে পারি।

  1.  CCI জিরো উপরে Bullish এবং জিরোর নিচে Bearish.
  2.  CCI লেভেল +১০০ উপরে থাকলে ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে ওভারসেল এলাকা।
  3. CCI লেভেল +২০০ উপরে থাকলে অতিরিক্ত ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে অতিরিক্ত ওভারসেল এলাকা।

ccizones

CCI দিয়ে কিভাবে ট্রেড করবেনঃ

CCI  দিয়ে বিভিন্নভাবে ট্রেড করা যায়।  CCI যখন +/-১০০ লেভেল পৌছবে তখন বাই বা সেল এন্ট্রি নিতে হবে। যখন CCI+১০০ উপরে উঠতে থাকবে তখন শক্তিশালী uptrend নিশ্চিত হওয়া যাবে। এরপর ট্রেডাররা বাই পসিশন খুলতে পারেন। CCI লেভেল যতক্ষণ ১০০ লেভেলের উপর থাকবে ততক্ষণ ট্রেড ওপেন রাখতে হবে। CCI লেভেল যখন ১০০ লেভেলের নিচে নামতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে। আবার CCI লেভেল যদি +২০০ লেভেল ক্রস করে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে ।সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

একইভাবে CCI লেভেল যখন -১০০ লেভেলের নিচে থাকবে তখন সেল দিতে হবে । CCI লেভেল যখন -১০০ লেভেল ক্রস করে উপরে উঠতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে।

এবং  CCI লেভেল যদি -২০০ লেভেল ক্রস করে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে . সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

ccizero

CCI and its Zero line

CCI  দিয়ে ট্রেড করার আরেকটি পদ্ধতি হল জিরো লাইন । এটা খুবই Risky ট্রেডিং পদ্ধতি।

যখন CCI লেভেল ০ ক্রস করবে তখন ধরে নিতে হবে এখন বাই দেয়া যাবে কারন মার্কেট আপট্রেনড হউয়ার সম্ভাবনা আছে।

যখন CCI  লেভেল ০ ক্রস করে নিচে নামবে তখন সেল নিতে হবে কারন তখন মার্কেট downtrend হওয়ার সম্ভাবনা বেশী।

সংক্ষেপে

জিরো উপরে- বাই অঞ্চল

জিরো নিচে – সেল অঞ্চল

সকল প্রকার  Trade open করার পর নিকটতম support/Resistance  দেখে stop loss দিতে হবে..