কিভাবে Exness এ আপনার একাউন্টের IB/Agent চেঞ্জ করবেন?

Exness ব্রোকারে আপনার একাউন্টের আইবি বা এজেন্ট চেঞ্জ করা একদম সহজ। নিচের ধাপ গুলো অনুসরন করে সহজেই আপনার একাউন্টের আইবি চেঞ্জ করে উপভোগ করতে পারেন মাসিক রিবেট, ফ্রী ইডুকেশন, গিফ্ট বা দেশ বিদেশের ট্যুর।

  • প্রথমেই আপনাকে লাইভ সাপোর্টে গিয়ে বলতে হবে, ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”। লাইভ সাপোর্টে যেতে www.exness.com  এখানে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে দেখুন ডান পাশে কোনার দিকে যে গোল লাইভ সাপোর্টের অপশন টা আছে সেটা তে ক্লিক করুন।

  • এর নিচের ছবিতে দেখুন এখানে ক্লিক করলে লাইভ সাপোর্টের অপশন আসবে। আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, কোন ভাষায় চ্যাট করতে চান (বাংলায় করতে পারবেন) সেটা দিয়ে Message  এর ঘরে লিখবেন ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”  অথবা ” I want to change my account IB/agent”

Exness live support

  • তারা আপনার একাউন্ট নাম্বার চাইবে এবং ফোন পাসওয়ার্ড চাইবে। এ দুটো দিবেন। ভয়ের কিছু নাই। কারন ফোন পাসওয়ার্ড শুধুমাত্র লাইভ সাপোর্টের জন্যই। এটা নিয়ে কেউ আপনার একাউন্টের ক্ষতি করতে পারবে না। যদি ফোন পাসওয়ার্ড ভুলে যান তাহলে তাদের বললেই  তারা সাথে সাথে আপনার মোবাইলে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে।
  • সব ঠিক থাকলে তারা আপনাকে নিচের পদ্ধতি গুলো অনুসরন করতে বলবে।

অনুগ্রহ করে নিচের ধাপ গুলো অনুসরন করুন
1) Personal area তে  login করুন :  https://www.exness.com/member
2) এরপর এই লিংক টায় ক্লিক করুন : ……………………………………….. ( এরকম দেখতে www.exness.com/member/task/ebwxrbddfubywrgmd একটা লিংক দেবে। এটা না, আপনার লিংক আলাদা হবে।)
3) আপনার ফর্মে নতুন এজেন্ট এর ইমেইল অথবা পার্টনার একাউন্ট লিখে এরপর ডিটেইলসে কিছু লিখে কনফার্মে ক্লিক করুন। (Agent এর ঘরে লিখবেন https://www.exness.com/a/mhaeki3l   এবং ডিটেইলস এর ঘরে লিখবেন   bdforexschool.com ) – কমেন্টের ঘরে কিছু লিখতে পারেন আবার নাও পারেন কোন সমস্যা নাই।
4) Request confirm করার পরে  ব্রাউজার টি বদলিয়ে নিন মানে আপনি যদি Google Crome  ব্রাউজারে এতক্ষন কাজ করে থাকেন তাহলে এখন Mozilla বা Internet Explorer ব্রাউজারে এ যান অথবা আপনার বর্তমান ব্রাউজারের  cache and cookies মুছে ফেলুন।
5) এরপর আপনার Personal Area তে লগিন করুন এখান থেকে https://www.exness.com/member  এবং একটি নতুন ট্রেডিং একাউন্ট খুলুন। আপনার পুরাতন একাউন্ট গুলো কখনো নতুন আইবিতে আসবেনা। তবে নতুন যতো একাউন্ট খুলবেন সবগুলো নতুন আইবি তে আসবে।

টোটাল কাজটা করবেন লাইভ চ্যাটে অনলাইনে থেকে। তাহলে সাথে সাথে কাজ করে দেবে। কোন প্রয়োজনে আমাদের সাথে স্কাইপে যোগাযোগ করেত পারবেন। Skype: BDForexSchool

Exness মেটাট্রেডারের চার্ট সেটিং

এক্সনেস মেটাট্রেডারের চার্ট সেটিং এ  বিরম্বনায় পরেন নাই এমন লোক খুব কমই আছে। চার্ট লোডিং হতে থাকে, কিন্তু চার্ট আর আসেনা।  এবার চলুন খুব সহজেই এই সমস্যা থেকে সমাধানের সহজ পদ্ধতিটি জেনে নেই।

 

প্রথমে Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। Hide All এ ক্লিক করুন।hide all

তারপর আবার Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক  করে Symbol এ ক্লিক করুন।

Symboll

 

এবার একটা Symbol এর নতুন window আসবে। এখন আপনার একাউন্ট যদি Cent account হয় তাহলে আপনি Forex Cent এ ক্লিক করুন। আর আপনার একাউন্ট যদি Mini Account হয় তাহলে Forex Mini তে ক্লিক করুন। তারপর Show তে ক্লিক করুন। এবার window টি ক্লোজ করে দিন।  ECN একাউন্ট চার্ট এর এই সমস্যা হয়না।

show

 

এবার আপনি Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক করে chart window তে ক্লিক করে নতুন চার্ট নিন।

chart window

আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।

 

এরপরও যদি কারো কোন সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।

Exness Broker

images (6)ইতিমধ্যে  এক্সনেস ব্রোকার বাংলাদেশে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে তার ইন্সট্যান্ট উইথড্র প্রসেসের কারনে। নিচে এক্সনেস ব্রোকার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

  • ব্রোকারঃ Exness (এক্সনেস)
  • দেশঃ Newzeland
  • পেমেন্ট মেথডঃ Wire transfer, Credit card, Skrill or Moneybookers, Payweb, Neteller, Perfect Money, Webmoney, Ukash, CashU and Internal transfer
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $2 ( ২ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:৫০ থেকে ১:২০০০
  • স্প্রেডঃ EURUSD – সর্বনিম্ন ০.৪ (ভ্যারিঅ্যাবল স্প্রেড) এবং ECN একাউন্টে 0 স্প্রেড
  • রেগুলেশনঃ FDR, CySEC

scalping_en_728x90_ver3

Broker: Exness

সুবিধাঃ

 

  • এই ব্রোকারের প্রায় সব কিছুই অটোমেটিক। ডিপোজিট, উইথড্র, বোনাস সব ইনস্ট্যান্ট।
  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • ফরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
  • 60% ডিপোজিট বোনাস
  • আসল চলে গেলেও বোনাস দিয়ে ট্রেড করা যায়। এমনকি একাউন্ট জিরো হয়ে গেলেও পরের ডিপোজিটে আগের ডিপোজিটের বোনাস পাওয়া যায়।
  • Any Strategy allowed
  • মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
  • স্প্রেড কম
  • EA হোস্টিংয়ের জন্য ফ্রি VPS সার্ভার
  • Verify এর ঝামেলা কম। একাউন্ট টু একাউন্ট ট্রান্সফারে কোন ভেরিফাই লাগেনা। এছাড়া শুধু ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করলেই চলে।

 Open an Exness Trading account

এক্সনেস এর মুল সাইট

কিভাবে Exness এ একাউন্ট খুলবো?

এক্সনেস ট্রেডিং একাউন্টের চার্ট সেটিং