কোন টাইমফ্রেমে ট্রেড করবো?

Sponsored

forex best time frame

এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত M15, M30 অথবা H1 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার H1,  H4 অথবা  D1 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত।

 

একটা কথা মনে রাখবেন, আপনি যত বড় টাইম ফ্রেমে যাবেন, আপনার এনালাইসিস ততো বেশি নিখুত হবে। বিশেষ করে ক্যান্ডালস্টিক এনালাইসিস। তাই অভীজ্ঞ ট্রেডাররা বড় টাইমফ্রেমকেই বেশি পছন্দ করেন।