Three white soldiers

Sponsored

Three white soldiers

টাইপঃ রিভার্সেল

অর্ডারঃ লং (বায়)

ক্যান্ডেলঃ ৩টি

পূর্বের ট্রেন্ডঃ বেয়ারিশ

সাকসেস রেইটঃ ৯৫ %

Bullish Three white soldiers প্যাটার্ন টি হল ডাউনট্রেন্ড মার্কেট এর একটি স্ট্রং রিভার্সেল প্যাটার্ন। একটি বড় ডাউনট্রেন্ড মার্কেটের পরে যখন পরপর তিনটি লং বায় ক্যান্ডেল সাদৃশ্য হয়ে নিচ থেকে উপরমুখী একটি সিঁড়ির মত তখন Bearish Three white soldiers Reversal Pattern ফর্ম হয়। এই ক্ষেত্রে ওপেনিং ক্যান্ডেল প্রাইস লেভেল বিগত দিনের ক্যান্ডেল প্রাইস ক্লোজ লেভেল এর একটি নিচ থেকে শুরু হয়। যা পরপর তিনটি ক্যান্ডেলে পৌছালে এই প্যাটার্নে বেয়ারিশ মার্কেট তথা সেলিং ফ্লো দুর্বল হয়ে গেছে বুঝে এবং মার্কেট বায় ট্রেন্ড বুঝতে পারা যায়।bullish_three_white_soldiers

এই প্যাটার্ন এর মুল শর্তগুলো হলঃ

  • মার্কেট ডাউনট্রেন্ড হতে হবে।
  • পরপর তিনটি বায় ক্যান্ডেলস্টিক তৈরি হবে।
  • প্রতিটি ক্যান্ডেলস্টিক একটি নতুন হায়ার লেভেল ক্লোজ হবে ।
  • প্রতিদিনের ওপেনিং ক্যান্ডেলস্টিক পূর্বদিনের ক্যান্ডেলস্টিক বডির মোটামুটি অর্ধাংশ জুড়ে বেড়ে উঠবে।

three-black-crows-three-white-soldiersএই প্যাটার্নে ট্রেড করে ভালো ফলাফল পেতে নিশ্চিত হউন যে মার্কেট যথেষ্ট পরিমাণে সেল ট্রেন্ডে ছিল কি না, বড় কোন সেল ট্রেন্ড এর পরে এই প্যাটার্নে ট্রেড করে ১৫০-২০০ পিপস পর্যন্ত নেওয়া যায়। লং টাইম ট্রেডাররা এই সব প্যাটার্নে ৪০০ পিপস পর্যন্ত ইনকাম করে থাকে। এই প্যাটার্নটি ছোট টাইম ফ্রেমে খুব বেশি ভালো কাজ দেয় না।