এই চার্ট প্যাটার্নটি ডাবল টপ চার্ট প্যাটার্ন বা ডাবল টপ রিভার্সাল চার্ট প্যাটার্ন নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। চার্টে মাঝে মাঝেই এই প্যাটার্নটি দেখা যায়। এটি একটি রিভারসাল চার্ট প্যাটার্ন। মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, আপট্রেন্ড থেকে ডাউনট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে অনেকটা M এর মতো।
কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে হাই/টপ তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ ডাউনট্রেন্ড
কোন রেসিসট্যান্সে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট ডাউনট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ
“ট্রেডাররা প্রথমে একটি নতুন হাই প্রাইস তৈরি করেছে। কিন্তু তা রেসিস্ট্যান্স হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার রেসিসট্যান্সটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী রেসিসট্যান্স ধরে আবার সেল পজিশন নিয়েছে।”
তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল টপ দেখা গেলে পরবর্তীতে মার্কেট ডাউন হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।