FAQ

যে ধরনের প্রশ্নে মুখোমুখি সাধারনত আমরা হয়ে থাকি….

 

১. আপনারা কি ফরেক্স ট্রেনিং করান?

উত্তর: হ্যা।

 

২.  কত দিনের কোর্স?

উত্তর:  সিলেবাস শেষ করা আমাদের কাজ নয়।  আপনাকে ফরেক্স থেকে আয় করতে সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং ৩/৫/৭/১০ িদিন যাই লাগুক আমরা আপনার পিছে সময় দিতে প্রস্তুত। তবে  কমপক্ষে ৩ টি ক্লাস দরকার।

 

৩.  ভাইয়া কিছু মনে করবেন না, আপনাদের থেকে ট্রেনিং নেয়ার কত দিনের মধ্যে আমি ফরেক্স থেকে প্রফিট করা শুরু করবো?

উত্তর: যা শিখলেন ঠিকঠাক মতো যদি তার প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রথম দিন থেকেই প্রফিটে থাকবেন।

 

4. আপনাদের থেকে ট্রেড শিখে আমরা প্রফিট করতে পারবো  তাহলে আপনারা নিজেরা কেন ট্রেড করেন না?

উত্তর: কে বলেছে আমরা ট্রেড করিনা? আমরাও ট্রেড করি।

 

5. আপনারা কি প্রতিদিনই প্রফিটে থাকেন?

উত্তর: বাংলাদেশে সাধারন মানুষের মাঝে ফরেক্সের অনুপ্রবেশ নতুন। আমরা এখনো প্রফেশনাল ট্রেডার হতে পারিনি। ফরেক্সের ছাত্র হিসেবে মাঝে মাঝে ভুল ভ্রান্তি হয়ে যায়।  তাই কখনো লাভে থাকি কখনো লসে। মাস শেষে হিসেব নিকেষ করে যা পাই তা দিয়ে চলতে পারি।