ফরেক্স মার্কেট এক বিশাল সম্ভাবনার জগত। এই জগতে পা রেখে মজা পায়নি এমন লোক খুব কমই আছে। আবার এমন লোকের সংখ্যাও কম যারা ফরেক্স মার্কেটে সফল। কিন্তু আশার কথা হচ্ছে। সফলতার হার দিন দিন বাড়ছে।
আমরা জানি অল্প পুজি নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকাই কঠিন। সফলতা তো আরো দুরুহ। অথচ অল্প পুজিওয়ালাদের জন্যও যে বিশাল সুযোগ রয়েছে তা আমরা অনেকেই জানিনা। সেটা হচ্ছে সেন্ট একাউন্ট। মাত্র ৩৯০ থেকে ৪৪০ টাকায় আপনি পাবেন ৫ ডলার। আর ৫ ডলার ডিপোজিট করলেই আপনার একাউন্টে ডিপোজিট হয়ে যাবে ৫০০ USC . এখন ৫০০ ডিপোজিট নিয়ে ঠান্ডা মাথায় ছোট ছোট করে ট্রেড করে প্রফিট করা তুলনামুলকভাবে অনেক সহজ। কোন কোন ব্রকার সেন্ট একাউন্টে আবার বোনাসও দেয়। সেটা তো সোনায় সোহাগা। কোন ব্রোকারে কি সুবিধা পাবেন তা নিচে দেয়া হল-
Exness :
সুবিধা: ১. এই ব্রোকারের সবচেয়ে বড় সুবিধা ইনস্ট্যান্ট উইথড্র।
২. আপনি ইচ্ছে করলে ১ ডলারও ডিপোজিট করতে পারবেন।
৩. ডিপোজিট এবং উইথড্র তে কোন ফি নাই।
অসুবিধা: ১. সেন্ট একাউন্টে এ কোন ডিপোজিট বোনাস পাবেন না।
Roboforex
সুবিধা: ১. ডিপোজিটে ২৫% বোনাস পাবেন। কিন্তু বোনাস ভুয়া। আসল গেলে বোনাস ও চলো যায়।
২. Skrill/MB দিয়ে ডিপোজিট করলে কোন ফি কাটবে না।
৩. যা প্রফিট করবেন তা দিনের বেলায় উইথড্র দিলে ইনস্টান্ট চলে আসবে।
৪. ফিক্সড স্প্রেড। ২ পিপ Eurusd তে।
অসুবিধা:
১. 0.10 এর নিচে কোন লট এ ট্রেড করা যায় না।
২. ১০ ডলারের নিচে ডিপোজিট করা যায় না।