Ironfx এর সেমিনারে Debate contest এ প্রথম ১ম স্থান অর্জন করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন

Sponsored

207808_2624901277333_2081494275_n

গত ২২ জুন ২০১৩ ঢাকার গুলশান ২ এর স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত Ironfx এর সেমিনারে Debate contest অনুষ্ঠিত হয়।  এ প্রতিযোগীতায় অংশ নিয়ে  ১ম স্থান অর্জন   করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন মুহাম্মাদ রকিবুল ইসলাম।  ৯ জন  শক্ত প্রতিদন্ধী কে হারিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শুধু হল ভর্তি দর্শকদেরই আকৃষ্ট করেননি, আকৃষ্ট করেছেন বিচারকদেরও। প্রতিযোগীতায় প্রথম  স্থান অর্জন করে তিনি ৫০ ডলার জিতে নেন। এ বিষয়ে তিনি   বলেন, ‘প্রথম হওয়াটা আমার মূল উদ্দেশ্য ছিলনা। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কনটেস্টে অংশ নিয়েছিলাম। হয়তো আমার বক্তব্য বিচারকদের কাছে গুরুত্বপূন্য মনে হয়েছে তাই বিজয়ী হয়েছি।’ উল্লেখ্য, মুহাম্মাদ রকিবুল ইসলাম একজন ফরেক্স ট্রেডার এবং ট্রেইনার। সেখানে তার অনেক ছাত্র, বন্ধু এবং শুভাকাংখী উপস্থিত ছিলেন।