ফরেক্স আকাউন্ট ওপেনিং এর জন্য যা যা দরকারঃ
অধিকাংশ ফরেক্স ব্রোকার এর ক্ষেত্রে আকাউন্ট ওপেনিং এর সময় আপনাকে নিম্নোক্ত তথ্যাবলী প্রদান করতে হবেঃ
- First Name (আপনার নামের প্রথম অংশ)
- Last Name (আপনার নামের শেষাংশ)
- Address (ঠিকানা)
- Email Address (আপনার ইমেইল আইডি)
এগুলো বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশান করার সময় আপনি আগেও পূরণ করেছেন, সুতরাং আপনি এগুলোর সাথে পরিচিত। তবে নিম্নোক্ত বিষয়াবলীর সাথে আপনি পরিচিত নাও থাকতে পারেন যেগুলো অ্যাকাউন্ট ওপেনিং এর সময় আপনাকে সিলেক্ট করতে হবে।
- Swap (সোয়াপ) হছে সুদ। আপনি সোয়াপ অপশন সিলেক্ট করলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এর উপর ভিত্তি করে আপনি যে ট্রেড ওপেন করবেন, তার উপর সুদ অর্জন করবেন অথবা আপনাকে সুদ দিতে হবে। মুসলমানদের জন্য সুদ হারাম, আর তাই সোয়াপ না নেয়াই ভাল। আপনি সুদ না নিতে চাইলে Swap কে No সিলেক্ট করুন।
- Leverage (লোন) বাংলাদেশে শেয়ার মার্কেট এ ব্যাংকগুলো যেখানে সরব্বচ্চ ১:২ অনুপাতে ব্যাংকগুলো লোণ দেয়, ফরেক্স এ সেখানে আপনি ফরেক্স ব্রোকারদের কাছ থেকে ১:৫০০ পর্যন্ত লোণ পেতে পারেন। কিছু কিছু ফরেক্স ব্রোকার এমনকি ১:১০০০ লোন ও দেয়, মানে ক্যাপিটাল এর উপর ১০০০ গুন পর্যন্ত লোন। লিভারেজ যত বেশি হবে, আপনি তত বড় ট্রেড ওপেন করতে পারবেন। আর তাই, ফরেক্স এ আপনি ১:১০০০ লিভারেজ ব্যাবহার করে ৫ মিনিতেই টাকা দ্বিগুণ করতে পারেন।তবে ভুলেও এই লোভটি করতে যাবেন না, সর্বদাই ট্রেড এ অল্প লিভারেজ ব্যাবহার করুন। মনে রাখবেন, যে পরিমান মার্কেট মুভমেন্ট আপনার অনুকুলে হলে আপনার ব্যালেন্স দিগুন হবে, ঠিক একই পরিমান মার্কেট মুভমেন্ট আপন হলে আপনার ব্যালেন্স শূন্য হবে। ১;৫০ লিভারেজ ফরেক্স ট্রেডিং এর জন্য যথেষ্ট।
- Account Currency (অ্যাকাউন্ট কারেন্সি) – USD বা ডলার সিলেক্ট করাই শ্রেয় ।
- Account Type আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে ফরেক্স ব্রোকাররা বিভিন্ন রকম অ্যাকাউন্ট অফার করে। প্রতিটি ফরেক্স ব্রোকারের অফার স্বতন্ত্র। আপনার ডিপোজিট ১০০০ ডলার এর কম হলে Micro, ১০০০ – ১০,০০০ ডলার হলে Mini এবং ১০,০০০ ডলার বা তার উপরে হলে Standard সিলেক্ট করতে পারেন।
অনেক ফরেক্স ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট সত্যায়িত করা ছাড়া ডলার জমা/উত্তোলন (deposit/withdrawal)করতে দেয় না অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপ করে। এটা করতে তারা বাধ্য হয় তাদের রেগুলেটরদের মানি লন্ডারিং নীতিমালা মেনে চলার জন্য। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত দুই ধরনের ডকুমেন্টের স্ক্যান আপনাকে আপলোড করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে –
- আপনার পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান আপনার ছবি ভেরিফিকেশন এর জন্য।
- বিদ্যুৎ / গ্যাস / পানির বিল অথবা ইন্টারনেট/মোবাইল বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান আপনার ঠিকানা ভেরিফিকেশন এর জন্য।
এটা আন্তর্জাতিক নিয়ম। তবে বিভিন্ন দেশের রেগুলেশন আলাদা আলাদা। আর তাই কিছু ফরেক্স ব্রোকার ভেরিফিকেশন করতে বলে না।
যেসব ব্রোকার অ্যাকাউন্ট ভেরিফিকেশন চায়, সেসব ফরেক্স ব্রোকার এর সাথে আগে অ্যাকাউন্ট ভেরিফ্যাই করে তারপর ডিপোজিট করা ভালো।