একজন সফল ট্রেডারের গুনাবলী

একজন সফল ট্রেডার এর গুণাবলী তিনটিঃ
  • Make Pips (পিপস বানানো)
  • Keep Pips (সেটাকে ধরে রাখা)
  • Repeat (বার বার পুনরাবৃত্তি করা)
পিপস কি তা আমরা পরে আপনাকে বিডি ফরেক্স স্কুলে জানাবো। যদি আপনি এই তিনটি কাজ বার বার করতে পারেন, একজন ফরেক্স সুপারস্টার হওয়ার পথে আপনি ঠিক রাস্তাতেই আছেন। কিন্তু মনে রাখবেন, কাজটা মোটেই সহজ নয়!
ফরেক্স ট্রেডিং সহজ নয়, কিন্তু প্রচুর পড়াশোনা ও কঠোর পরিশ্রম এর মাধ্যমে আপনিও একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারবেন। মনে রাখবেন ফরেক্সে যে সফল, তার কাছে আর যাই হোক, অর্থ কোনোদিন সমস্যা নয়।
মিথ্যা আশা দেখাচ্ছি? নিঃসন্দেহে এটা সত্যি। তবে, সেই যে আগেই বলেছি, ফরেক্স ট্রেডিং সহজ নয়। এটা যতই সহজ মনে হোক না কেন … কখনও মনে করবেন না যে ফরেক্স ট্রেডিং জুয়ার মত, বাই বা সেল করবো, কিছু একটা তো হবেই। যদি এরকম ভাবেন, তবে আপনার উচিত এখনই ফরেক্সকে বিদায় জানানো।