প্রতি বছরই অনেক ট্রেডার হতবাক হয়ে লক্ষ করেন শনিবার বা রবিবার নয় তবুও ফরেক্স মার্কেট চলছে না। সত্যি করে বলতে কি এমনটা আমারও হয়েছে। এ বছরও স্কাইপে এবং ফেইসবুকে উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে হয়ে পোস্ট দিলাম।
মনে রাখবেন প্রতি বছরই বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে্ মার্কেট বন্ধ থাকে। এ বছরের সিডিউলটা নিচে দেয়া হল-
এটা হচ্চে Exness ট্রেডারদের জন্য
Date | Trading hours for forex | Trading hours for gold and silver, futures CFDs |
12.24.2013 | No changes | Trading continues until 18:30 |
12.25.2013 | Trading stops at 08:00 and resumes at 22:00 | Trading resumes at 23:00 |
12.26.2013 | No changes | No changes |
12.31.2013 | Trading continues until 22:00 | Trading continues until 22:00 |
01.01.2014 | Trading starts at 22:00 | Тrading starts at 23:00 |
অন্যান্য ব্রোকারেও সামান্য কিছু পার্থক্য হতে পারে।