রিবেট কি?

Sponsored

আমরা যখন একটি  Trade open করি তখন ট্রেডটি একটু লসে open হয়। এই লসটাকে বলে Spread.  এটা ব্রোকারের প্রফিট। ব্রোকারের সেই প্রফিট থেকে কিছু অংশ ফেরত পাওয়াই হচ্ছে রিবেট (Rebate)।

 

  • রিবেট হচ্ছে ব্রোকার আপনার ট্রেড থেকে যা প্রফিট করেছিল তা ফেরত পাওয়া
  • আপনার করা প্রতিটি ট্রেডের জন্যই রিবেট পাবেন
  • আপনার ট্রেড লসে ক্লোজ করুন আর প্রফিটে ক্লোজ করুন আপনি উভয় ক্ষেত্রেই রিবেট পাবেন।
  • রিবেট কোন বোনাস নয়, রিয়েল মানি, তাই উইথড্র করা যায়।
  • আপনার একাউন্ট জিরো হয়ে গেলেও রিবেট দিয়ে আবার ট্রেড করে লস রিকভার করতে পারবেন।
  • এক্সনেস এর রিবেটেও ডিপোজিট বোনাসও পাবেন। 

Apply For Rebate