.
ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার ও প্রাথমিক পর্যায়ে অল্প কিছু পুঁজি এমনকি আপনি ৫ ডলার দিয়েও শুরু করতে পারেন। ৫ ডলার দিয়ে শুরু করলেও লেভারেজের কারণে কেনাবেচা করা যাবে অনেক বেশী পরিমাণের। বেশীরভাগ ব্রকারই ১:২০০ লেভারেজ দেয় অর্থাৎ ৫ ডলার বিনিয়োগ করে ১,০০০ ডলার পর্যন্ত কেনাবেচা করা যাবে।
ফরেক্স করার জন্য দ্বিতীয় যে জিনিসটা আপনার দরকার সেটা হলো ফরেক্স ট্রেডটা ভাল মতো শিখে নেয়া।