সতর্কতা

বিডি ফরেক্স স্কুল কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত বা উতসাহিত করেনা।  যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছে এবং যারা নিজ থেকে ফরেক্স ট্রেডিং এ আগ্রহী হয়ে অনলাইনে ফরেক্স  বিষয়ে স্টাডি করছেন বিডি ফরেক্স স্কুল শুধুমাত্র তাদের জন্যই । ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডি ফরেক্স স্কুল শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে। ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। বিডি ফরেক্স স্কুল কাউকে ১০০% লাভের মিথ্যা স্বপ্ন দেখায়না, বরং ফরেক্স ট্রেডিংয়ের পথে যাবতীয় সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরে আপনাকে যোগ্য ট্রেডার হিসেবে তৈরি হতে সাহায্য করে। প্রতিটি ইনভেস্টমেন্ট ব্যাবসাই ঝুঁকিপূর্ণ। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়।

যতদিন না আপনি ভালভাবে ফরেক্স  শিখছেন এবং দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে নিয়মিত ভাল পারফরম্যান্স করতে না পারছেন.. ততদিন পর্যন্ত কোনভাবেই রিয়েল ট্রেডে যাওয়া উচিত নয়।