ফরেক্স রোবট কি?

Expert Advisor বা EA ফরেক্স রোবট নামেই বেশি পরিচিত।imagesএক্সপার্ট এডভাইসর হল এক ধরনের প্রোগ্রাম যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে। প্রতিটি রোবট বা EA তাদের নিদের্শনা অনুযায়ী নির্দিষ্ট  স্ট্রাটেজিতে ট্রেড করে। ফলে অনেক এক্সপার্ট এডভাইসর বা রোবটই প্রফিট করতে পারে। কিন্তু অধিকাংশ এক্সপার্ট এডভাইসর কিনতে হয় এবং লাইসেন্স লাগে। ফ্রি এক্সপার্ট এডভাইসরগুলো তেমন ভাল কাজ করে না। এক্সপার্ট এডভাইসর আপনাকে ব্যাপক লসের সম্মুখীনও করতে পারে। তাই রিয়াল একাউন্টে রোবট ব্যবহারের আগে অবশ্যই আগে ডেমোতে টেস্ট করে নিবেন।

Metatrader এ Forex Robot ইন্সটল করার পদ্ধতি

যেভাবে মেটাট্রেডারে Robot বা EA বা এক্সপার্ট এডভাইসর ইন্সটল করবেনঃ

1. প্রথমে আপনার এক্সপার্ট এডভাইসরটি কপি করুন। এক্সপার্ট এডভাইসর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
2. তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
3.  তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ

 

প্রথমে  Menu থেকে  File এ click করুন।  তারপর Open Data Folder এ ক্লিক করুন
ind 1

এখন নিচের মতো উইন্ডো আসবে। MQL4  এ ক্লিক করুন

ind 2

এখন নিচের মতো উইন্ডো আসবে। Experts এ ক্লিক করুন

robot 3

এখন নিচের মতো উইন্ডো আসবে। এখানে আপনার EA বা Robot  টি paste  করুন

robot 4

তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
এক্সপার্ট এডভাইসরটি সক্রিয় করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যারে Navigator window থেকে Expert Advisors তে ক্লিক করুন। তারপর আপনার এক্সপার্ট এডভাইসর বা robot টিতে double click করুন।

robot 5

এরপর নিচের মত window আসবে..

robot 6

 

Allow Live Trading এ টিক চিহ্ন দিন। আর উপরের বক্সে আপনি বাই-সেল দুটিই অন অথবা শুধু বাই বা শুধু সেল সিলেক্ট করে নিতে পারবেন।
এর পর ইনপুটে গিয়ে আপনার সেটিংগুলো কাষ্টমাইজ করে নিন।

robot 7

কোন কোন রোবটের সাথে Preset File দেয়া থাকে । সেটা যদি থাকে তাহলে সেট ফাইলটা লোড দিন..

robot 9

একইভাবে আপনি চাইলে আপনার যে ইনপুট সেটিং এ ভাল প্রফিট দেয় সেটাকে সেট করে নিতে পারেন। তাহলে পরবর্তীতে সেম ফাইলটি দিয়েই আপনি চাইলে সেটা দিয়ে আবার কোথাও সেটাপ করতে পারবেন। বারবার ইনপুট সেটিং করতে হবেনা।
সেটিং সেভ করতে Save বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে সেভ করে রাখুন।

robot 10

ব্যাস  OK দিয়ে বের হয়ে আসুন।


এবার AutoTrading  ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। এটা অন থাকলে সবুজ দেখাবে এবং টার্মিনালের ডান পাশে রোবোটের নামসহ একটা স্মাইলি সিম্বল দেখতে পাবেন।
আর অফ করলে একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন।

robot 11

সতর্কতা: মায়ের দুধের যেমন বিকল্প নাই, তেমনি ম্যানুয়াল ট্রেডেরও কোন বিকল্প নাই। তবে ভাল মানের রোবট, ভাল সেটিং এ সাময়িক ভাল প্রফিট করতে পারে, তবে কখনোই নিয়মিত নয়। তাই রোবট লাগিয়ে  নাকে তেল দিয়ে ঘুমাবেন না।  নিয়মিত পর্যবেক্ষবেক্ষনে রাখবেন। রিয়েল একাউন্ট এ রোবোট লাগানোর আগে কমপক্ষে ২ সপ্তাহ ডেমোতে টেস্ট করে নেবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন।

Time trader v2

Time trader expert advisor opens buy, sell or both trades at the time you have specified. This EA is very suitable for hedging strategies, scalping as well as long term strategies. The EA can also be used to detect hidden time based market behavior.

New version includes: Better broker compatibility, support for ecn accounts and exclusion of seconds proximity.

 

Click to Download Time Trader