কমোডিটি ট্রেডিং – ব্রোকার যেভাবে আমাদের কমোডিটি কেনাবেচা করতে সহায়তা করে

আপনি অনলাইনে কমোডিটি কিনতে চাইলে আপনাকে কোন একটি ব্রোকারের সহায়তা নিতে হবে যেটি কোন একটি কমোডিটি এক্সচেঞ্জের সদস্য। এরকম অসংখ্য ব্রোকার রয়েছে। আজকাল ফরেক্স ব্রোকাররাও কমোডিটি ট্রেড করার সুবিধা দেয়, কেননা ট্রেডাররা স্মার্ট হচ্ছে। তারা এখন আর “All eggs in one basket” নীতিতে বিশ্বাসী না। যেহেতু, হাতের নাগালেই ট্রেড করার মত বিভিন্ন অপশন রয়েছে, তাই কোন ট্রেড ওপেন করার আগে তারা দেখতে চান, এই মুহূর্তে কোনটি ট্রেড করলে লাভের সম্ভাবনা অনেক বেশি। কোন কারেন্সি, নাকি কোন কমোডিটি? প্রশ্ন হচ্ছে, ফরেক্স ব্রোকাররা কিভাবে কমোডিটি কেনাবেচা করতে সহায়তা করে?     যেসব ফরেক্স ব্রোকাররা কমোডিটি ট্রেড করার সুবিধা  দেয়, তারা সাধারণত কোন না কোন কমোডিটি এক্সচেঞ্জের সদস্য। এক্ষেত্রে, ব্রোকারের কাজ হল কমোডিটি বায়ার ও সেলারের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করা।

ব্রোকার চাইলে নিজেও কমোডিটি বাই সেল করতে পারে।   এখন, আপনি যখন কোন কমোডিটি বাই করেন, যেমন ধরুন, স্বর্ণ কিনলেন, তখন আপনি তা ব্রোকার থেকে কিনলেন। এক্ষেত্রে, আপনি হচ্ছেন বায়ার আর ব্রোকার হচ্ছে সেলার। এখন, আপনার আর ব্রোকারের মধ্যে কমোডিটি বেচাকেনা কি শর্তে হচ্ছে, তা ব্রোকারের “Terms and Conditions” পড়লে বুঝতে পারবেন। বিভিন্ন ব্রোকারের নিয়ম বিভিন্ন রকম।   যেমন ধরুন, সাধারণ নিয়ম হচ্ছে, আপনি কোন কমোডিটি কেনার সময়েই ব্রোকারের সাথে আপনার চুক্তি হয়ে গেল যে, একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে একটি নির্দিষ্ট প্রাইসে আপনি কমোডিটি কিনছেন। ধরুন, এই সময়টি তিন মাস।   তাহলে, তিন মাস পরে কি হবে? তিন মাস পরে আপনি ব্রোকারকে পুরো টাকা দিবেন আর ব্রোকার আপনাকে আপনার কমোডিটি দিয়ে দিবে। প্রশ্ন হচ্ছে, ব্রোকার এই কমোডিটি কোথা থেকে দিবে?   সহজ উত্তর হচ্ছে, ব্রোকার আরেকজনের থেকে কিনে আপনাকে দিবে।

ব্রোকারের কাজই হচ্ছে বাই আর সেল করা। আপনার থেকে যা কিনবে, তা আরেকজনের কাছে বিক্রি করবে, আর আরেকজনের কাছ থেকে যা কিনবে, তা আপনার কাছে বিক্রি করবে। যেহেতু, প্রত্যেকটি ব্রোকারেরই অসংখ্য ক্লায়েন্ট থাকে, তাই ব্রোকার সহজেই আপনার কাছে কমোডিটি বিক্রি করার চুক্তি করলে আরেকজনের কাছ থেকে কমোডিটি কেনার চুক্তি করবে।   এখন, তিন মাস পরে আপনি যে ব্রোকারকে পুরো টাকা দিবেন, তার নিশ্চয়তা কি? আর ব্রোকার যার থেকে কমোডিটি কিনবে, সেও যে সময়মত কমোডিটি ডেলিভারী করবে, তারও বা নিশ্চয়তা কি? তাই, ব্রোকার উভয়ের থেকেই একটি সিকিউরিটি ডিপোজিট রাখে। এটা সাধারণত যত টাকার কমোডিটি কিনবেন, তার উপর নির্ভর করে। যেমন, শতকরা ৫%। এটাকেই মার্জিন বলে।   কিন্তু, এই সিকিউরিটি ডিপোজিট বা মার্জিন নেবার পরেও কিন্তু ব্রোকার ঝুঁকিতে আছে।

জানতে চান, কিভাবে?   ধরুন, প্রতি আউন্স গোল্ড ১০০০ ডলার, এই রেটে আপনি ১ আউন্স গোল্ড কিনলেন ব্রোকার থেকে। শর্ত হচ্ছে, ব্রোকার এই গোল্ড ডেলিভারি দিবে ৩ মাস পরে। এখন, ৩ মাস পরে গোল্ডের দাম যাই থাকুক না কেন, ব্রোকার আপনাকে এই ১ আউন্স গোল্ড ডেলিভারি দিতে বাধ্য, আর আপনি বাধ্য ব্রোকারকে ১০০০ ডলার দিতে। ধরুন, ১ মাস পরে গোল্ডের দাম কমে দাঁড়ালো আউন্স প্রতি ৮০০ ডলারে। অর্থাৎ, আউন্সপ্রতি দাম ২০০ ডলার কমে গিয়েছে।   এখন, ১০০০ ডলারের ৫% হিসেবে আপনি মার্জিন বা সিকিউরিটি ডিপোজিট দিয়েছেন মাত্র ৫০ ডলার। চুক্তি করেছেন, বাকিটা গোল্ড ডেলিভারির সময় নিবেন। উন্নত বিশ্বে, এই চুক্তির দাম আছে।

একবার চুক্তি করার পরে আপনি গোল্ড এই দামে নিতে বাধ্য। যদি, তিন মাস পরে গোল্ডের দাম কমে আউন্সপ্রতি ৫০০ ডলারও হয়ে যায়, তারপরেও আপনাকে ৫০০ ডলার বেশি দিয়ে হলেও ১০০০ ডলারেই নিতে হবে। ৫০ ডলার গেলে যাক, ব্রোকার থেকে গোল্ড নিবই না। এমনটা ভেবে যে এড়িয়ে যাবেন, তারও কোন উপায় নেই। ব্রোকার টাকা না পেলে মামলা করে দিবে আপনার নামে। আদালতে গেলে আপনি টাকা দিতেই হবে, তা নাহলে জেলে যেতে হবে।   কিন্তু, যদি অনলাইনে এই গোল্ড কেনার চুক্তি করে থাকেন, অনেক দূরের কোন দেশের ব্রোকারের সাথে, তাহলে? ব্রোকার আপনাকে পাবে কোথায়? আপনি তো চাইলেই উধাও হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ব্রোকারকে তো ঠিকই এই ১ আউন্স গোল্ডের জন্য কাউকে না কাউকে ১০০০ ডলার দিতে হবে। তখন?  

ব্রোকারদের বোকা ভাবার কোন কারন নেই। বরং, আমার আপনার থেকে অনেকগুন চালাক লোক আছে ব্রোকারে। তারাও এমন সিস্টেম বের করে রেখেছে যে, ব্রোকার এরকম কোন ঝুঁকিতে পড়বে না। সেটা কিভাবে?   সহজ। আপনি যখনই ব্রোকারের সাথে গোল্ড কেনার অর্ডার দিচ্ছেন, তখনই তার মালিক আপনি। সিকিউরিটি ফি বা মার্জিন হিসেবে গোল্ডের পুরো দামের একটি অংশ ব্রোকারকে দিয়েছেন, বাকিটা দিবেন ডেলিভারির পরে। এখন,  যদি গোল্ডের দাম  আউন্সপ্রতি ১০০ ডলার বাড়ে, তাহলে আপনি যে এক আউন্স গোল্ডের মালিক, তার দাম এখন আর ১০০০ ডলার না, ১১০০ ডলার। ব্রোকারের কাছে চাইলেই আপনি যেকোন সময় এই কেনা গোল্ড আবার বিক্রি করে দিতে পারবেন ডেলিভারির আগেই।

সেক্ষেত্রে, ব্রোকার তার ফি কেটে রেখে আপনাকে আপনার লাভ বুঝিয়ে দিবে। অর্থাৎ, আপনার অ্যাকাউন্ট এ ৯৮ ডলার যোগ হয়ে যাবে, সাথে মার্জিন হিসেবে যে টাকা কেটে রাখা হয়েছিল, তাও ফেরত দেয়া হবে। (ধরলাম, ব্রোকারের ফি হচ্ছে আউন্সপ্রতি ২ ডলার, ১০০ ডলার-২ ডলার=৯৮ ডলার)। কিন্তু, ব্রোকারে যে আরেকজনের থেকে আপনার জন্য গোল্ড কেনার কথা? চিন্তার কারন নেই, ব্রোকার আরেকজনের সাথে গোল্ড বেচার চুক্তি করে নিবে বর্তমান প্রাইস অনুসারে। সেক্ষেত্রে, এখন যে ব্রোকার থেকে গোল্ড কিনবে, সে কিনবে প্রতি আউন্স ১১০০ ডলার দরে, আর ব্রোকার তো আগেই ১০০০ ডলার দরে গোল্ড কিনার চুক্তি করে রেখেছে।

Commodity trading

আর যদি দাম কমে? ধরুন, প্রতি আউন্স গোল্ডের মূল্য ৫০ ডলার কমে গেলো। আপনি মার্জিন দিয়েছেনও ৫০ ডলার। এখন যদি আরো কমে যায়, তাহলে তো আপনি পরে ওই গোল্ড আর না নিলে ব্রোকার বিপদে পড়বে। তাই, চুক্তিতে শর্ত দেওয়া থাকে যে এরকম ক্ষেত্রে ব্রোকার সাথে সাথেই বা তারও আগে আপনাকে ইনফর্ম করবে আরো ডিপোজিট দেওয়ার জন্য। এজন্যেই অ্যাকাউন্টে মার্জিন এর বাইরেও অতিরিক্ত অর্থ রাখতে হয়।

ব্রোকার সাথে কমোডিটি কেনার সময়েই আপনি চুক্তি করেছেন যে, কোন কারনে যদি দাম কমে যায় তাহলে আপনি আরো ডিপোজিট মানি দিবেন যাতে কোন অবস্থাতেই আপনার টোটাল ডিপোজিট মানি থেকে টোটাল লস বেশি না হয়। এমনটা হলেই, ব্রোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য বেশি দামে কেনা গোল্ড আবার বাজারে বাজারমূল্যে (কম দামে) বিক্রি করে দিবে, মানে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার তখন হিসাব করবে তার লস কত হল আর আপনি ডিপোজিট মানি মোট কত দিয়েছেন। আপনার দেয়া মোট ডিপোজিট মানি থেকে ব্রোকার তার লস আর ফি কেটে রেখে বাকি টাকা আপনাকে ফেরত দিবে।

এখন, ব্রোকারের লস আর ফি মিলিয়ে যদি সর্বমোট ১০০ ডলার হয় আর আপনার দেয়া ডিপোজিট মানিও ১০০ ডলারই হয়, তাহলে আপনি লস+ফি কেটে নেয়ার পরে কিছুই ফেরত পাবেন না। আর যেহেতু ব্রোকার সবসময়েই তার লস আপনার ডিপোজিট মানি থেকে বেশি হবার আগেই ট্রেড ক্লোজ করে দিবে, তাই ব্রোকারেরও লস হবার সম্ভাবনা নেই। (কিছু বিশেষ ক্ষেত্রে ব্রোকারও লসের সম্মুক্ষীন হতে পারে, সেটা আরেকদিন আলোচনা করব)   কিছু কিছু ব্রোকার কমোডিটির ফিউচার কন্ট্রাকের ডেলিভারির তারিখের দিনে পন্য ডেলিভারি করে দেয় অথবা আপনাকে সুযোগ দেয় পন্য ডেলিভারি না নিয়ে লাভ বা লস যেটা হয়েছে, সেই টাকাটা নিয়ে নিতে। আর অনেক ব্রোকার তাদের ক্লায়েন্টদেরকে পন্য ডেলিভারীর বদলে ওই দিন ওই কমোডিটির যে মূল্য সেই অনুসারে লাভ বা লস বুঝিয়ে দেয়। ক্লায়েন্ট তখন ওই টাকা দিয়ে চাইলেই ওই পরিমান কমোডিটি বাজার থেকে কিনে নিতে পারে।

অনলাইন ব্রোকারগুলোর পক্ষে যেহেতু বিভিন্ন দেশের ক্লায়েন্টদেরকে পন্য ডেলিভারী দেওয়া সম্ভন হয় না, তাই তারা দ্বিতীয় পন্থাতেই কাজ করে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই এই ফিউচার কন্ট্রাক্টের মেয়াদ অনেক দীর্ঘ থাকে। ট্রেডাররা তাদের সুবিধামত তার আগেই ট্রেড ক্লোজ করে লাভ বা লস বুঝে নেয়।   তাহলে বুঝতে পারলন, ব্রোকারদের মাধ্যমে কিভাবে আমরা কমোডিটি বেচাকেনা করে থাকি। অনেকে জানেন না, আসলে কিভাবে আমরা ফরেক্স ব্রোকারদের সাথে কারেন্সি বেচাকেনা করে থাকি।

আশা করি, এখন আপনি দুটোই বুঝতে পারেছেন। কমোডিটি ট্রেড করতে হলে আপনাকে আলাদা করে টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে না, এটা ফরেক্স ট্রেডিং এর মতই। তবে, বেশ কিছু বেসিক জিনিস জানা বেশ জরুরী। তা না হলে, আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে সম্যসায় পড়বেন এবং ভুল ট্রেড ওপেন করবেন। এই নিয়েই লিখব পরবর্তীতে। সাথে আরো থাকবে কমোডিটি ট্রেডিং এর বিভিন্ন টিপস।

XM দিচ্ছে Suzuki Gixxes SF সহ $4000 এর পুরস্কার

একটি ব্র্যান্ড নিউ Suzuki Gixxes SF মোটরসাইকেল সহ $4,000 মূল্যের XM লাকি ড্র এর মূল্যবান প্রাইজের একটি আপনার করে নিতে ফরেক্স, গোল্ড এবং সিলভারে ট্রেড করুন।

প্রমো বিস্তারিতঃ আকর্ষণীয় ডিজাইনের Suzuki Gixxer SF প্রিমিয়াম মোটরসাইকেল গ্র্যান্ড প্রাইজ হিসেবে জিতে নিতে আপনি প্রস্তুত তো? 3-29 শে ফেব্রুয়ারি 2020 মধ্যকার XM প্রোমোশনে অংশ নিন এবং হয়ে উঠুন লাকি প্রাইজ ড্রতে বিজয়ীদের একজন। বাংলাদেশে বসবাসরত বর্তমান এবং নতুন ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য। যারা ট্রেড করতে এবং আকর্ষণীয় প্রাইজ জিতে নিতে ভালবাসে, তাদের জন্য আমাদের প্রমোশনে রয়েছে 10টি দুর্দান্ত পুরষ্কার।

এখনই অংশগ্রহন করুন! আর লাকি ড্রতে অংশগ্রহন করতে, আপনাকে আপনার রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে $100 ( অথবা মুদ্রার সমতুল্য) পরিমান ফান্ড ডিপোজিট করে, ফরেক্স, গোল্ড অথবা সিলভারে প্রমোশন চলাকালীন সময়ের মধ্যে 1 স্ট্যান্ডার্ড রাউন্ড টার্ন লট (অথবা 100 মাইক্রো রাউন্ড টার্ন লট) ট্রেড করতে হবে।

Open an XM Account

রেফেল ড্র প্রাইজঃ প্রাইজ 1 Suzuki Gixxer SF মোটরসাইকেল, অথবা XM MT4/MT5 রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে $2,500 (অথবা মুদ্রার সমতুল্য) ব্যালেন্স / 1 জন বিজয়ী

প্রাইজ 2 OnePlus 7 Pro স্মার্টফোন, অথবা XM MT4/MT5 রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে $750 (অথবা মুদ্রার সমতুল্য) ব্যালেন্স / 1 জন বিজয়ী

প্রাইজ 3 XM MT4/MT5 রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে $400 (অথবা মুদ্রার সমতুল্য) ব্যালেন্স / 1 জন বিজয়ী

প্রাইজ 4 লং বিচ হোটেল কক্সবাজারে 2 জনের 3 দিন থাকা অথবা XM MT4/MT5 রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে $150 (অথবা মুদ্রার সমতুল্য) ব্যালেন্স / 1 জন বিজয়ী

প্রাইজ 5 HUAWEI MediaPad T3 7 ট্যাবলেট, অথবা XM MT4/MT5 রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে $100 (অথবা মুদ্রার সমতুল্য) ব্যালেন্স / 1 জন বিজয়ী

প্রাইজ 6-10 XM এক্সক্লুসিভ টিশার্ট এবং XM মাউস প্যাড / বিজয়ী 5 জন

কিভাবে Exness এ আপনার একাউন্টের IB/Agent চেঞ্জ করবেন?

Exness ব্রোকারে আপনার একাউন্টের আইবি বা এজেন্ট চেঞ্জ করা একদম সহজ। নিচের ধাপ গুলো অনুসরন করে সহজেই আপনার একাউন্টের আইবি চেঞ্জ করে উপভোগ করতে পারেন মাসিক রিবেট, ফ্রী ইডুকেশন, গিফ্ট বা দেশ বিদেশের ট্যুর।

  • প্রথমেই আপনাকে লাইভ সাপোর্টে গিয়ে বলতে হবে, ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”। লাইভ সাপোর্টে যেতে www.exness.com  এখানে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে দেখুন ডান পাশে কোনার দিকে যে গোল লাইভ সাপোর্টের অপশন টা আছে সেটা তে ক্লিক করুন।

  • এর নিচের ছবিতে দেখুন এখানে ক্লিক করলে লাইভ সাপোর্টের অপশন আসবে। আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, কোন ভাষায় চ্যাট করতে চান (বাংলায় করতে পারবেন) সেটা দিয়ে Message  এর ঘরে লিখবেন ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”  অথবা ” I want to change my account IB/agent”

Exness live support

  • তারা আপনার একাউন্ট নাম্বার চাইবে এবং ফোন পাসওয়ার্ড চাইবে। এ দুটো দিবেন। ভয়ের কিছু নাই। কারন ফোন পাসওয়ার্ড শুধুমাত্র লাইভ সাপোর্টের জন্যই। এটা নিয়ে কেউ আপনার একাউন্টের ক্ষতি করতে পারবে না। যদি ফোন পাসওয়ার্ড ভুলে যান তাহলে তাদের বললেই  তারা সাথে সাথে আপনার মোবাইলে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে।
  • সব ঠিক থাকলে তারা আপনাকে নিচের পদ্ধতি গুলো অনুসরন করতে বলবে।

অনুগ্রহ করে নিচের ধাপ গুলো অনুসরন করুন
1) Personal area তে  login করুন :  https://www.exness.com/member
2) এরপর এই লিংক টায় ক্লিক করুন : ……………………………………….. ( এরকম দেখতে www.exness.com/member/task/ebwxrbddfubywrgmd একটা লিংক দেবে। এটা না, আপনার লিংক আলাদা হবে।)
3) আপনার ফর্মে নতুন এজেন্ট এর ইমেইল অথবা পার্টনার একাউন্ট লিখে এরপর ডিটেইলসে কিছু লিখে কনফার্মে ক্লিক করুন। (Agent এর ঘরে লিখবেন https://www.exness.com/a/mhaeki3l   এবং ডিটেইলস এর ঘরে লিখবেন   bdforexschool.com ) – কমেন্টের ঘরে কিছু লিখতে পারেন আবার নাও পারেন কোন সমস্যা নাই।
4) Request confirm করার পরে  ব্রাউজার টি বদলিয়ে নিন মানে আপনি যদি Google Crome  ব্রাউজারে এতক্ষন কাজ করে থাকেন তাহলে এখন Mozilla বা Internet Explorer ব্রাউজারে এ যান অথবা আপনার বর্তমান ব্রাউজারের  cache and cookies মুছে ফেলুন।
5) এরপর আপনার Personal Area তে লগিন করুন এখান থেকে https://www.exness.com/member  এবং একটি নতুন ট্রেডিং একাউন্ট খুলুন। আপনার পুরাতন একাউন্ট গুলো কখনো নতুন আইবিতে আসবেনা। তবে নতুন যতো একাউন্ট খুলবেন সবগুলো নতুন আইবি তে আসবে।

টোটাল কাজটা করবেন লাইভ চ্যাটে অনলাইনে থেকে। তাহলে সাথে সাথে কাজ করে দেবে। কোন প্রয়োজনে আমাদের সাথে স্কাইপে যোগাযোগ করেত পারবেন। Skype: BDForexSchool

XM

XM Global:

  • ব্রোকারঃ XM Global
  • দেশঃ সাইপ্রাস
  • পেমেন্ট মেথডঃ নেটেলার, স্ক্রিল, ওয়েবমানি, পারফেক্ট মানি, ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার ও অন্যান্য
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $5 (৫ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট (মাইক্রো অ্যাকাউন্টে ১ লট = $০.১০ / পিপস, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ১ লট = $১০/পিপস)
  • লিভারেজঃ ১:১ থেকে ১:৮৮৮
  • স্প্রেডঃ EURUSD – এভারেজ ১.৬-১.৮ পিপস (ভ্যারিঅ্যাবল)
  • প্রাইস ডিজিটঃ ৫
  • স্ক্যাল্পিং: সমর্থন করে
  • EA: সমর্থন করে
  • রিকোটসঃ নেই
  • রেগুলেশনঃ FCA, ASIC, IFSC, CySec

XM

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ এবং ৫ ট্রেডিং প্লাটফর্ম (উইন্ডোজ, ম্যাক, ওয়েবট্রেডার, অ্যান্ড্রয়েড, আইফোন)
  • ফ্রি অ্যানালাইসিস এবং সিগন্যাল
  • ভিডিও টিউটোরিয়াল
  • ফ্রি সাপ্তাহিক ওয়েব সেমিনার (বাংলা, ইংলিশ এবং অন্যান্য ভাষায়)
  • সুবিধাজনক অ্যাকাউন্ট সাইজ
  • আইফোন এবং অ্যান্ডয়েড মোবাইল প্লাটফর্ম
  • সোয়াপ ফ্রি/ইসলামিক অ্যাকাউন্ট
  • প্রথম ডিপোজিটে বোনাস (১৫% ডিপোজিট বোনাস)
  • মাইক্রো অ্যাকাউন্টে খুব কম ক্যাপিটাল দিয়েই গোল্ড, সিলভার, Oil ট্রেডের সুবিধা (মাইক্রো লট সাইজ)
  • বিটকয়েন এবং সিএফডি স্টক ট্রেডিং সুবিধা
  • পারসোনাল অ্যাকাউন্ট ম্যানেজার
  • ফান্ড সিকিউরিটি

রিয়েল একাউন্ট করতে নিচের লিংকে ক্লিক করুন

Join XM Global

স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্টেঃ

  • ১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
  • ০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
  • ০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস
  • ১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপস

মাইক্রো লট অ্যাকাউন্টেঃ

  • ১ মাইক্রো লট = $০.১০/পিপস
  • ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
  • ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
  • ১০ মাইক্রো লট = $১/পিপস


অ্যাকাউন্ট:   XM এ তিন ধরনের একাউন্ট আছে – মাইক্রো , স্ট্যান্ডার্ড  এবং XM জিরো অ্যাকাউন্ট। মেটাট্রেডার 4 (MT4) এবং মেটাট্রেডার 5 (MT5)  এ  ডেমো প্র্যাকটিস করা যায়  এবং সকল একাউন্টের জন্য সোয়াপ ফ্রী ইসলামিক একাউনন্ট করা যাবে।

ইচিমকু কিনকো হিয়ো Ichimoku Kinko Hyo

ইচিমকু কিনকো হিয়ো (আইকেএইচ অথবা IKH)

নাম দেখে ভয় পাবেন না। যদিও নামটা ভয় পাওয়ারই মতো কিন্তু ইন্ডিকেটরটি সম্পর্কে পুরোটা জানলে আপনি বেশ উপকৃত হবেন আশা করি।

ইচিমোকু কিনকো হিয়ো একটি শক্তিশালী ইন্ডিকেটরই শুধু নয় বরং  এটা একটি স্বয়ংসম্পূর্ন ট্রেডিং সিস্টেম।

IKH এর অর্থ হল:

  • ইচিমোকু – এক নজর (a glance)
  • কিনকো – ভারসম্য (equilibrium)
  • হিয়ো – চার্ট (chart)

সব একসাথে করলে হয় – ইচিমোকু কিনকো হিয়ো = এক নজরে চার্টের ভারসাম্য।

আপনি হয়ত মনে মনে বলতে পারেন যে এত কাজের ইন্ডিকেটর, না জানি দেখতে কত সুন্দর হয়। চলুন তাহলে আমরা IKH চার্টে লাগিয়ে দেখি:

যদি নিরাশ হয়ে থাকেন তাহলে মনে রাখবেন যে চকচক করলেই সোনা হয় না। চার্টে আপনার পরবর্তী মুভমেন্টের তথ্য দরকার আর সেটা আপনি যেভাবে পেতে সাচ্ছন্দ্যবোধ করেন সেটাই ভালো।

IKH এর উপাদানসমূহ আর যেভাবে IKH গননা করা হয়:

কিজুন সেন (নীল লাইন) – এটাকে স্ট্যান্ডার্ড লাইন অথবা বেস লাইন ও বলা হয়ে থাকে।

সূএ: HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 26 periods

তেকান সেন (লাল লাইন) – এটাকে টার্নিং লাইন ও বলা হয়ে থাকে।

সূএ: (HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 9 periods

চিকউ স্পান (লাইম) – এটাকে ল্যাগিং লাইনও বলা হয়ে থাকে। এটা আজকের ক্লোজিং প্রাইস ২৬ পিরিয়োড আগে ড্র করে।

সেনকউ স্পান এ – ১ম লিডিং লাইন

সূএ: (TENKAN SEN + KIJUN SEN)/2 time-shifted forwards (into the future) 26 periods

সেনকউ স্পান বি – ২য় লিডিং লাইন

সূএ: (HIGHEST HIGH + LOWEST LOW)/2 for the past 52 periods time-shifted forwards (into the future) 26 periods

সেনকউ স্পান “এ” এবং “বি” মিলে “কুমো ক্লাউড” ফর্ম করে। নিম্নের চার্টটি দেখুন:

প্রতিটা লাইনকে যখন ব্যাখ্যা করা হয়, তখন প্রতিটা ভিন্ন ভিন্ন ধারনা দেয়। চলুন দেখি:

সেনকউ স্পান  

প্রাইস যখন ক্লাউডের উপরে থাকে তখন ১ম লাইনটা ১ম সাপোর্ট হিসেবে কাজ করে আর ২য় লাইনটা ২য় সাপোর্ট হিসেবে কাজ করে।

প্রাইস যখন ক্লাউডের নিচে থাকে তখন ১ম লাইনটা ১ম রেজিস্টেন্স হিসেবে কাজ করে আর ২য় লাইনটা ২য় রেজিস্টেন্স হিসেবে কাজ করে।

কিজুন সেন

ভবিষ্যতের প্রাইম বার্তা হিসেবে কাজ করে। যখন প্রাইস লাইনের উপরে যায়, প্রাইস আরো উপরে যেতে পারে। যখন প্রাইস লাইনের নিচে যায়, তখন প্রাইস নিচে যেতে পারে।

তেকান সেন

মার্কেট ট্রেন্ড ইন্ডিকেটর। লাইন উপরে গেলে আপট্রেন্ডের সংকেত দেয়। লাইন নিচে গেলে ডাউনট্রেন্ডের সংকেত দেয়। সমান্তরাল লাইন মানে ফ্ল্যাট মার্কেট।

চিকউ স্পান

সেল সিগন্যাল – যদি বর্তমান প্রাইস বিগত ২৬ পেরিয়োডের নিচে থাকে।
বাই সিগন্যাল – যদি বর্তমান প্রাইস বিগত ২৬ পেরিয়োডের উপরে থাকে।

IKH দিয়ে ট্রেডের স্ট্রাটেজি সমূহ

  • তেকান সেন/কিজুন সেন ক্রস
  • কিজুন সেন/প্রইস ক্রস
  • কুমো ব্রেকআউট
  • সেনকউ স্পান ক্রস
  • চিকউ স্পান ক্রস

ব্যাস এতটুকুই থাক। অনেক বলে ফেলেছি। আপনি হয়ত এতক্ষনে পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছেন। শেষমেশ একটা চার্ট দিয়ে শেষ করি।

ইলিয়ট ওয়েভ দিয়ে কিভাবে ট্রেড করবেন?

ইলিয়ট ওয়েভ নিয়ে আমরা আগেই বেশ কিছু পোস্ট করেছি সেগুলোর লিংক নিচে দেয়া হলো পড়ে নিতে পারেন। এর দ্বারা আপনি এই আর্টিকেলটি আরো ভালভাবে বুঝতে পারবেন।

 

এবার চলুন আমরা জেনে নেই কিভাবে ইলিয়ট ওয়েভ দিয়ে ট্রেড করবো।  এই আর্টিকেলে, ইলিয়ট ওয়েভ ট্রেডের তিনটি উপায় নিয়ে আমরা আলোচনা করবো।  তার আগে  আপনাকে এন্ট্রি, স্টপ লস, এবং এক্সিট পয়েন্ট সম্পর্কে জানতে হবে। ধরে নিন আপনি নির্দিষ্ট কোন প্রাইস সুইং থেকে নিজের ওয়েভ গননা করা শুরু করেছেন। সেটার পরে ছোট একটি রিট্রেসমেন্ট আসবে যা সাধারনত প্রথম ওয়েভের ৫০% এর বেশী ছাড়িয়ে যাবে না। এটা আসলে ইলিয়ট ওয়েভ ট্রেডের মৌলিক নিয়ম – দ্বিতীয় ওয়েভ প্রথম ওয়েভকে কখনো ছাড়িয়ে যাবে না। প্রাইস যদি ১০০% এরবেশী রিট্রেস করে তাহলে আপনার ওয়েভ গণনায় ভুল হয়েছে। তৃতীয় ওয়েভের শুরু অনেক শক্তিশালী বাই সিগন্যাল হবে। সাধারনত, সম্পূর্ণ চক্রে সবচেয়ে বড় ওয়েভ এটি হয়। দ্বিতীয় মৌলিক নিয়ম হচ্ছে চতুর্থ ওয়েভ কখনো প্রথম ওয়েভের প্রাইসের সীমানার মধ্যে যাবে না।

 

ইলিয়ট ওয়েভের তৃতীয় ওয়েভ ট্রেড করা

ইলিয়ট ওয়েভসের তৃতীয় ওয়েভটি হচ্ছে প্রাইস অ্যাকশন সাইকেলের মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে শক্তিশালী।  মনে রাখতে হবে এটার অন্য ছোট ওয়েভগুলোর চেয়ে অবশ্যই  ১৬১.৮% এর চেয়ে বেশী হতে হবে। দ্বিতীয় ওয়েভ প্রথম ওয়েভের চুড়া থেকে ৫০-৬১.৮% রিট্রেস হবে।  এসব ক্ষেত্রে আপনি সরাসরি ট্রেড ওপেন না করে পেন্ডিং বাই লিমিট ওর্ডার দিতে পারেন প্রথম ওয়েভের (এবং দ্বিতীয় ওয়েভের দৈর্ঘ্যের ভেতরে) ৫০ – এবং ৬১.৮% এর মধ্যে। টেক প্রফিট দ্বিতীয় ওয়েভের শেষ থেকে ১৬১.৮% এ প্রদান করা উচিত । ওয়েভ শুরুর কাছাকাছি স্টপ লস পাওয়া যেতে পারে বা কাছাকাছি কোন শক্তিশালী সাপোর্টের নিচে।

 

পঞ্চম ওয়েভ ট্রেড করা

পঞ্চম ওয়েভ ট্রেড করার আগে আপনাকে মনে রাখতে হবে যে এটা প্রথম ওয়েভের সমান হবে না। মনে রাখতে হবে, প্রথম ওয়েভ পরিমাপ করে পঞ্চম ওয়েভ পরিমাপের ধারনা পাবেন।  চতুর্থ ওয়েব যখন শেষ হবে তখন পঞ্চম ওয়েব পরিমাপ করতে পারেন। প্রথম ওয়েভের ৬১.৮% দেখা এবং তা চতুর্থ ওয়েভ থেকে প্রজেকশন করা। তারপর বুলিশ ৫-ওয়েভের গঠনের পঞ্চম ওয়েভের শেষে শর্ট পজিশন নেয়া এবং সম্পূর্ণ সুইঙ্গের ৩৮.২% রিট্রেসমেন্টকে লক্ষ্যকেন্দ্র করা। ওয়েভ যদি কারেকটিভ (ইমপালসিভ নয়) হয়ে থাকে, তাহলে সেখানে ৬১.৮% রিট্রেসমেন্টের সম্ভাবনা থাকে। কোন প্রশ্ন থাকলে কমেন্টে  করতে পারেন। পোস্ট টি ভাল লাগলে শেয়ার করে রাখতে পারেন।

ডে ট্রেডিং কি?

ডে ট্রেডিং একটি শর্ট-টার্ম ট্রেডিং স্টাইল। ডে ট্রেডার সাধারনত দিনে একটি ট্রেড দেয় এবং দিন শেষ হওয়ার আগে তা আবার ক্লোজ করে দেয়।

ডে ট্রেডার সাধারনত পজিশন সারারাত ওপেন রাখতে পছন্দ করে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দিনের মধ্যে লাভ নিয়ে নেয়া। 

একজন ডে ট্রেডারের অ্যানালাইটিক্যাল স্কিল খুব ভালো হতে হয়। তারা  বিভিন্ন ইনডিকেটর এবং অন্যান্য টেকনিক্যাল ট্যুল ব্যাবহার করে থাকে। এছাড়াও, অর্থনীতি সম্পর্কে তার ভালো ধারনা থাকতে হয় যাতে সে ফান্ডামেন্টাল ট্রেডিং সিগন্যাল চিহ্নিত করতে পারে। এছাড়াও, তারকাছে শক্তিশালী এক্সিট স্ট্রাটেজি থাকতে হবে যাতে সে দিনের শেষে তার ওপেনকৃত পজিশনগুলো সবচেয়ে বেশী লাভে ক্লোজ করতে পারে।

যেহেতু ডে ট্রেডাররা প্রায়ই তাদের পজিশন ক্লজ করে বা ওপেন করে, তাই তারা সাধারনত লিকুইড কারেন্সিগুলোতে ট্রেড করে যাতে তাদের স্প্রেডের খরচ কম হয়।

Martin S. Schwartz হচ্ছে ডে ট্রেডারের একটি ভালো নিদর্শন, এই লোকের সাহস এবং বুদ্ধিমত্তা তারজন্য প্রচুর অর্থ নিয়ে এসেছে এবং উপযুক্ত নাম পিট বুল উপাধি পেয়েছে। সে জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে যখন সে ১৯৮৪ সালে ইউএস ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। তার ডে ট্রেডিং স্টাইল সেসময়ে অপরাজেয় ছিলো। সে কখনো নিজের পজিশন খুব বেশি সময় ধরে রাখতো না। ট্রেডে এন্ট্রি নিতে সে টেকনিক্যাল ইনডিকেটর ব্যাবহার করতো এবং অর্থনৈতিক রিপোর্ট এবং অন্যান্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সিগন্যাল দেখতো।

যখন নিউজ এবং ফান্ডামেন্টাল ডাটার সময় আসে, তখন বেশিরভাগ ট্রেডার প্রকাশিত সংখ্যার দিকে নজর দেয় আর চিন্তা করে যে মার্কেট নিউজ রিলিজের অনুযায়ী মুভ করছে না কেন। Marty Schwartz এর এই বিশ্বাস ছিলো যে ট্রেড ইকনোমিক রিলিজের প্রকাশিত সংখ্যার ভিত্তিতে হবে না, বড়ং মার্কেটে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়ার ওপর যা ডাটা প্রকাশনার পরে দেখা যায়। Marty ট্রেডারদের তাদের নিজেদের ধারনা, চিন্তাভাবনার কথা ভুলে যেতে বলেছে, এবং মার্কেট কি বলছে তা শুনতে বলেছে, কারন ট্রেডের উদ্দেশ্য আপনার ধরনা নিশ্চিত করা নয়, বড়ং অর্থ উপার্জন করা।

আমাদের ডে ট্রেডার প্রাইসের দিক নির্ধারণ করতে প্রায়ই টেকনিক্যাল ইনডিকেটর ব্যাবহার করতো। তার সর্বকালের পছন্দের ট্যুল ছিলো ১০-পিরিয়োডের এক্সপনেন্সিয়াল মুভিং এভারেজ (ইএমএ) এই টেকনিক্যাল ইন্সট্রুমেন্টটি Marty কে শর্ট-টার্ম ট্রেডে বুলিশ এবং বিয়ারিশ দৃশ্যকল্পের পার্থক্য করতে সহায়তা করতো।

আরো একটা ব্রোকারের পতন। এবার বন্ধ হয়ে যাচ্ছে UMOFX

ইউএমওএফএক্স (UMOFX) ব্রোকারটি ২০১০ সাল থেকে ফরেক্স মার্কেটে ছিল। এটা ইনস্টাফরেক্স এর মতো মিনি লট ব্রোকার। স্প্রেড ও কম ছিলো ইন্সটাফরেক্স থেকে, মাত্র দুই পিপ। কিন্তু পার্টনারদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলতে না পারার কারনে খুব বেশি নাম করতে পারেনি ফরেক্স জগতে।

যেকোন ব্রোকারের জন্য বাংলদেশ একটু বেশি পছন্দের দেশ। এখানে ট্রেডারের সংখ্যা বেশি। কিন্তু UMOFX বাংলাদেশে মোটেও জায়গা করে নিতে না পারলেও মোটামুটি ৮ বছর ধরে টিকে ছিল। কিন্তু সম্প্রতি তারা সব সার্ভিস বন্ধের ঘোষনা দিয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে সকল সকল ট্রেডার  এবং পার্টনাদের তাদের একাউন্ট থেকে ডলার উইথড্র করে নেয়ার নোটিস দিয়েছে।

তাদের নোটিশ থেকে জানা যায়, মেটাকোট কর্পোরেশন UMOFX কে নোটিশ দিয়েছে যে, খুব শিঘ্রই টেকনিক্যাল ইস্যুর কারনে তাদের MT4 সার্ভিস বন্ধ করে দেবে। এতে কোন ট্রেডার আর ট্রেড করতে পারবেন না। Metaquotes Software Corp তাদের একটা সুযোগ দিয়েছে , যদি তারা সার্ভিস চালু রাখতে চায় তাহলে তাদেরকে MT5 লাইসেন্স রিনিউ করতে হবে। কিন্তু বিভিআই (BVI-British Virgin Island) তাদেরকে ছাড়পত্র দিচ্ছেনা। ফলে তাদের সার্ভিস বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকলো না।

২৭ জুলাই ২০১৮ এর মধ্যে ট্রেডারদেরকে সব ট্রেড ক্লোজ করতে বলা হয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে  বিকেল ৪ টার (GMT)  টার মধ্যে সকল ব্যালেন্স উত্তোলন করতে বলা হয়েছে।

আপনার বন্ধু বা পরিচিত কেউ এই ব্রোকারে ট্রেড করে থাকলে তাকে বিষয়টি খুব দ্রুত জানিয়ে দিন।

 

Fxprimus ব্রোকার দিচ্ছে ১০০% বোনাস এবং প্রতি লটে ৪$ ক্যাশব্যাক

Fxprimus ব্রোকার তার ট্রেডারদের জন্য  ১০০% ডিপোজিট বোনাস অফার করছে। একজন ট্রেডার সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত বোনাস নিতে পারবেন। এছাড়া প্রতি লট ট্রেডের জন্য ৪ ডলার ক্যাশ ব্যাক পাবেন।  এই অফারটি থাকবে ৩০ সেপ্টেম্বার ২০১৮ পর্যন্ত।

টার্মস এন্ড কন্ডিশন

  • নতুন এবং পুরাতন সকল ট্রেডার এই বোনাস নিতে পারবেন।
  • ECN একাউন্টে ৪ ডলার এবং ফ্লোটিং স্প্রেড একাউন্টে ২ ডলার ক্যাশব্যাক পাবেন।
  • কমপক্ষে ৫০০$ ডিপোজিটের জন্য এই অফার প্রযোজ্য।
  • এই অফারে একাউন্ট লেভারেজ সর্বোচ্চ  ৩০০:১ রাখা যাবে।
  • একজন ট্রেডার কেবলমাত্র একটি একাউন্ট এই বোনাস নিতে পারবে।
  • এই বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা। এটা ক্রেডিট হিসেবে থাকবে।
  • প্রতি লট ট্রেড কমপ্লিট হলে বোনাস ডলার ক্রেডিট ব্যালেন্স থেকে মুল ব্যালেন্সে যোগ হতে থাকবে।
  • ১ মিনিটের কম সময়ের ট্রেডের জন্য ক্যাশব্যাক পাওযা যাবেনা এবং দুই মিনিটের কম সময়ের ট্রেডের জন্য ৫০% ক্যাশ পাওয়া যাবে।
  • একাউন্টের মূল ব্যালেন্স জিরো হলে সাথে সাথে বোনাস কেটে নেওয়া হবে।
  • একাউন্ট থেকে যেকোন পরিমান উইথড্র দিলে সাথে সাথে সকল বোনাস কেটে নেওয়া হবে।

একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন-

Sign Up and get 100% bonus

 

পোস্ট টি ভাল লাগলে শেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন।

স্টপ লস এবং টেক প্রফিট কি?

ফরেক্স ট্রেডিং এ স্টপ লস এবং টেক প্রফিট অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয়। সফল ট্রেডারদের অন্যতম বৈশিষ্ট হচ্ছে তারা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে।

স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, আপনি 1.2100 তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন 50 পিপস লাভ করবেন এবং 50 পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি 50 পিপস স্টপ লস এবং 50 পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

সেক্ষেত্রে , আপনার স্টপ লসটি হবে 1.2050 এ এবং টেক প্রফিট টি হবে 1.2150 এ।

এ বিষয়ে সামনে আরো বিস্তারিত লেখা হবে। ভাল লাগলে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকল কমেন্ট করতে ভুলবেন না।

আরো পড়ুন

স্ক্যাল্পিং কি?

ট্রেইলিং স্টপ কি?

IC Markets

Regulation             : ASIC
Payment Option  :  Wire Transfer,  Credit and Debit Cards, PayPal, Skrill, QIWI, Webmoney, FasaPay,                                                     Neteller, Internal Transfer.
Min Deposit          : $200
Minimum Lot       : 0.01 লট
Leverage                : 1:500
Spread                    : 0 পিপ থেকে শুরু

 

কোম্পানি সম্পর্কে:

IC Markets প্রতিষ্ঠিত হয় 2007 সালে এবং 2008 সাল থেকে এটা অনলাইনে ট্রেডিং সেবা প্রদান করে আসছে। নতুন ট্রেডার থেকে শুরু করে অভিজ্ঞ ট্রেডার সবাইকেই এই ব্রোকার ট্রেডিং সেবা প্রদান করে। এই ব্রোকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন।

 

IC Markets এর সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে 50 টি ব্যাংক ও তারল্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে। এ কারণে এই ব্রোকার অল্প স্প্রেড গ্রহণ করতে পারে। এই ব্রোকারের ট্রেডিং কার্যক্রম পরিচালিত হয় মেটাট্রেডার 4, cTrader, মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজার, এবং FIX API এর মাধ্যমে। এখানে 79 টি কারেন্সি পেয়ার, মেটাল এবং সিএফডি সহজলভ্য। ব্রোকারের অন্যান্য সুবিধাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফ্রি ফরেক্স ট্রেইনিং, ভিপিএস হোস্টিং এবং ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাপক পরিমাণ পেমেন্ট সিস্টেম।

 

অর্থের নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে IC Markets এর গ্রাহকগণ সবসময়ই নিরাপদ, কারণ ট্রেডারদের তহবিল জমা হয় অস্ট্রেলিয়ান ওয়েস্টপ্যাক ব্যাংক এবং ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (NAB) এর সেগরিগেটেড অ্যাকাউন্টে। যেসব ট্রেডারের IC Markets কোম্পানির মাধ্যমে ট্রেডিং করার অভিজ্ঞতা রয়েছে, তারা এই পেইজে মন্তব্য করতে পারেন।

আই সি মার্কেটে একাউন্ট খুলতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন

Open a IC Markets Real Account

কোন ডিপোজিট ছাড়াই $500 স্টার্টআপ বোনাস নিন

$500 স্টার্টআপ

নো ডিপোজিট বোনাস

$500 স্টার্টআপ বোনাস নিন
কোন বিনিয়োগ এবং ঝুঁকি ছাড়া এখনই বিনিয়োগ করুন!
শুধুমাত্র দুইটি পর্যায়। এটি সম্পন্ন করতে ১৫ সেকেন্ডের কম সময় লাগবে।
 ভেরিফিকেশন ছাড়াই নিবন্ধন
 নো ডিপোজিট বোনাস প্রয়োজন
 আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে
শুধুমাত্র নতুন ট্রেডারদের জন্য এই সুযোগ

বোনাস নিতে এখানে ক্লিক করুন



বোনাস প্রোগ্রামের নীতিমালা।

  1. ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস হলো একটি নো ডিপোজিট বোনাস। ইন্সটাফরেক্সের প্রতিটি নতুন গ্রাহকের এই বোনাস গ্রহণের অধিকার আছে।
  2. স্টার্টআপ বোনাস জমার জন্য অ্যাকাউন্ট খোলার সময়, পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্টের তথ্যের সাদৃশ্য থাকতে হবে। একবার বোনাস জমা হলে ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে না।
  3. ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  4. বোনাস তহবিল উত্তোলন করা যাবে না, অধিকন্তু, এই বোনাস ট্রেড করে প্রাপ্ত মুনাফা চুক্তির নীতিমালা অনুযায়ী উত্তোলন করা যাবে।
  5. গ্রাহকগণ সম্মত থাকবে যে, উত্তোলনের ক্ষেত্রে কোম্পানি মুনাফার পরিমাণ নির্ধারণ করে দিতে পারে অথবা এই মুনাফা কমিয়ে ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাসের ১০% নির্ধারণ করে দিতে পারে। এই সীমাবদ্ধতা নির্ধারণের সময় ট্রেডিং বাতিল হয়ে যাবে।
  6. গ্রাহক সম্মত থাকবে যে, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমার জন্য নির্দেশ প্রদান করবে। সেইসাথে, কোম্পানি এই ডিপোজিটের সাথে অতিরিক্ত ৩০% বোনাস জমা করবে।
  7. অতিরিক্ত ৩০% বোনাস ৩০% স্বাগত বোনাস এর চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে।
  8. গ্রাহক সম্মত থাকবে যে ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস রিয়েল ডিপোজিট ফান্ড এবং অ্যাকাউন্টের বোনাস প্রফিটের মধ্যে সমানুপাতিক হারে বণ্টন হবে। সেইসাথে, বোনাস ফান্ড থেকে প্রাপ্ত মুনাফার অংশ কিছু সময় উত্তোলন করা যাবে না, এই চুক্তির ধারা ১১ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত নিদিষ্ট সংখ্যক ট্রেড সম্পন্ন করা না হয় ততক্ষণ পর্যন্ত অর্থ উত্তোলন করা যাবে না।
  9. অ্যাকাউন্ট থেকে যে কোন পরিমাণ অর্থ উত্তোলনের সময়, ইন্সটাফরেক্সের স্টার্টআপ বোনাসের মুনাফা থেকে সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হবে।
  10. ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস এবং ফিক্সড প্রফিট বোনাস প্যাম অ্যাকাউন্টে বিনিয়োগ করা যাবে না, কিন্তু ফরেক্সকপি সিস্টেমে ব্যবহার করা যাবে।
  11. একটি নিদিষ্ট সংখ্যক বাই এবং সেল ট্রেড সম্পন্ন করার পর ফিক্সড বোনাস প্রফিট উত্তোলন করা যাবে। মোট ট্রেডের পরিমাণ X*3 ইন্সটাফরেক্স লটের সমান। যেখানে X হলো ফিক্সড বোনাস প্রফিটের মোট পরিমাণ। শুধুমাত্র মোট বোনাস উত্তোলন করা যাবে, অংশিক বোনাস উত্তোলন করা যাবে না। একটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বোনাস ফান্ড উত্তোলন করতে, একজন ট্রেডারকে bonuses@instaforex.comএ একটি অনুরোধ পাঠাতে হবে। ম্যানেজার আপনার উত্তোলনের অনুরোধ বিবেচনা করলেই আপনি এই বোনাস উত্তোলন করতে পারবেন। কোম্পানি কোন কারণ দর্শানো ব্যতীত আপনার বোনাস বাতিল করতে পারে।
  12. বোনাস অ্যাকাউন্ট নিবন্ধনের সময় প্রদত্ত ঠিকানায় গ্রাহক কোম্পানির সেবা সম্পর্কিত তথ্য গ্রহণ করতে সম্মত থাকবে।
    ঝুঁকি
  13. * কোম্পানি পূর্বের কোন নোটিশ ছাড়াই ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস এবং মুনাফা বাতিল করতে পারে। সুতরাং বোনাস ফান্ডকে আপনার মুনাফার সাথে হিসেব করবেন না। কোম্পানি বোনাস বাতিলের জন্য কোন ধরনের দায়বদ্ধতা স্বীকার করবে না, এর মধ্যে স্টপ আউট ও রয়েছে, কারণ বোনাস হলো কোম্পানির সম্পত্তি।*
  14. গ্রাহকগণ সম্মত থাকবে যে বর্তমান তহবিল (ইকুইটি/ ফান্ড অনুপাত) বর্তমান বোনাস তহবিলের চেয়ে হ্রাস পেলে, উদাহরণ সরূপ যখন বর্তমান লোকসান গ্রাহকের প্রকৃত তহবিলের চেয়ে বেশি হবে, সেক্ষেত্রে, সকল তহবিল বোনাস তহবিল হিসেবে গণনা হবে। ডিপোজিটের সময়, ডিপোজিটের পরিমাণ এবং বোনাস তহবিলের মান অনুপাতে অ্যাকাউন্টের তহবিল গণনা করা হবে এবং গ্রাহকের বোনাস ফান্ড ও রিয়েল ফান্ডের মধ্যে ভাগ করা হবে।
  15. কোম্পানি কোন পূর্ব নোটিশ ছাড়াই প্রচারাভিযানের নিয়মাবলী পরিবর্তন করতে পারে।

 

*এই ধারাটি বোনাস সিস্টেমের সাথে জড়িত প্রতারণামূলক কার্যক্রম রোধে গঠন করা হয়েছে। অধিকন্তু, এর মানে এই নয় যে, পূর্বে প্রাপ্ত যে সকল অ্যাকাউন্টের বোনাস বাতিল হয়েছে তারা সবাই নিয়ম ভঙ্গ করেছে, কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভঙ্গের কারণ নির্ধারণ করা খুবই কঠিন। বোনাস সিস্টেমের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে ভুলবশতঃ বোনাস বাতিল হওয়ার সম্ভাবনা ১০%।

Roboforex দিচ্ছে ৫০% Tradable Bonus

Roboforex দিচ্ছে ৫০% Tradable Bonus

ট্রেডাবল বোনাস কি জানতে এখানে ক্লিক করুন। ট্রেডাবল বোনাস

 

  • ১০-২৯৯ ডলার পর্যন্ত ডিপোজিটের জন্য ২৫% ট্রেডাবল ডিপোজিট বোনাস।
  • ৩০০ বা তার বেশি ডিপোজিটের জন্য ৫০% ট্রেডাবল ডিপোজিট বোনাস।
  • ১ একাউন্টে সর্বোচ্চ ৩০০০ এবং সব একাউন্ট মিলিয়ে সর্বোচ্চ ৬০০০ ডলার পর্যন্ত এ বোনাস নেয়া যেতে পারে।
  • নতুন পুরাতন সকল ট্রেডারই এ বোনাস নিতে পারবে।
  • যেকোন পেমেন্ট প্রসেসর এ ডিপোজিটেই এ বোনাস পাওয়া যাবে।
  • বোনাস সাথে সাথে চলে আসবে। আলাদা কোন রিকোয়েস্ট করতে হবেনা।
  • লট পুরন সাপেক্ষে বোনাস উইথড্র করা যাবে।
  • ECN ছাড়া যেকোন ধরনের একাউন্টেই এই বোনাস পাওয়া যাবে।
  • যে একাউন্টে আগে অন্য ধরনের বোনাস  নেয়া হয়েছে সে একাউন্ট এ বোনাস নেয়া যাবেনা।
  • এই বোনাস টা ব্রোকারের অংশ তাই ব্রোকার প্রফিটের ভাগ নেবে। মনে করুন আপনি ১০০০ ডলার ডিপোজিট দিয়েছেন ৫০০ বোনাস পেলেন। ব্যালেন্স হল ১৫০০ ডলার। এখন একটা ট্রেডে ১৫০ ডলার প্রফিট করলেন। এখন এই প্রফিটের ১০০ আপনি উইথড্র করতে পারবেন আর বাকি ৫০ বোনাস হিসেবে একাউন্ট যোগ হয়ে যাবে। তখন আপনার মোট বোনাস দাড়াবে ৫৫০ ডলার। পরবর্তীতে সব বোনাসই লট পুরন সাপেক্ষে উইথড্র করা যাবে।
  • প্রতি লটে ১ ডলার হিসেবে বোনাস উথড্র করা যাবে।
  • কোন একাউন্ট যদি জিরো হয়ে যায় তাহলে একাউন্ট সব বোনাসের হিসা বাতিল হয়ে যায়। নতুন ডিপোজিটে সব হিসেব নতুন করে শুরু হবে

বোনাস নিতে নিচের লিংকে ক্লিক করুন…
Tradable bonus 25% or 50%

Get 50% Bonus now

কোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন।

Tradable Bonus কি?

Tradable হচ্ছে সেই বোনাস যা দিয়ে ট্রেড করা যায়।

বুঝিয়ে বলি, মনে করুন আপনি কোন ব্রোকারে ১০০০ ডলার ডিপোজিট করলেন। ব্রোকার আপনাকে ৫০০ ডলার বোনাস দিল। এখন আপনি ১০০০ ডলার লস করে ফেলেছেন। আপনার একাউন্টে ৫০০ ডলার আছে। মানে শুধু বোনাস টা আছে। এখন এই বোনাস দিয়ে যদি ট্রেড করা যায় তাহলে এটাকে বলে ট্রেডাবল বোনাস। বেশিরভাগ ব্রোকার কর্তৃক দেয়া বোনাস ই ট্রেডাবল বোনাস না। ডিপোজিট এমান্ট লস হয়ে গেলে সাথে সাথে বোনাসটা ক্যানসেল করে দেয়।

যেমন ধরুন, কোন ব্রোকারে আপনি ১০০০ ডলার ডিপোজিট করলেন আর ব্রোকার আপনাকে আরো ১০০০ ডলার বোনাস দিল। আপনার টোটাল ব্যালেন্স হল ২০০০ ডলার।  আপনি যদি কোন কারনে ১০০০ লস করে ফেলেন সাথে সাথে বাকি ১০০০ বোনাস ক্যানসেল হয়ে যায়। আপনার একাউন্ট জিরো। এ ধরনের বোনাসকে বলা হয় Credit Bonus.

Roboforex দিচ্ছে 30$ welcome Bonus

ফরেক্স ট্রেডারদের জন্য রোবোফরেক্স নিয়ে এলো দুর্দান্ত অফার। প্রত্যেক নতুন পুরাতন ট্রেডার তাদের একাউন্ট ফেরিফাই করলেই পেয়ে যাবেন 30$ Welcome Bonus. এই বোনাস পাওয়ার জন্য আপনাকে ১০ ডলার ডিপোজিট করতে হবে। যেকোন সময় আপনি আপনার ডিপোজিট করা ডলার এবং প্রফিট উইথড্র করতে পারবেন। তো আর দেরি না করে ঝটপট একাউন্ট খুলে ফেলুন এবং নিয়ে নিন ৩০ ডলার ওয়েলকাম বোনাস।

নিয়মাবলী:

১.  Cent বা Standard যেকোন একাউন্টেই এই বোনাস নিতে পারবেন।

২. পুরাতন  যারা আগে ১৫ ডলার বোনাস নেন নি তারাও এ বোনাস নিতে পারবেন।

৩. বোনাস পাওয়ার জন্য আপনাকে ১০ ডলার ডিপোজিট করতে হবে।

৪. অবশ্যই  একাউন্ট ভেরিফাই করতে হবে।

৫. একজন মাত্র একবার বোনাস পাবেন।

৬. পাকিস্তান এবং ইন্দোনেশিয়া ছাড়া পৃথিবীর সকল দেশের ট্রেডাররা এই বোনাস পাবেন।

৭.  এই একাউন্টের লেভারেজ সর্বোচ্চ ১:৫০০ থাকবে।

৮. বোনাস পেতে হলে রোবোফরেক্সের মেম্বার এরিয়াতে একটি স্পেশাল কোড একটিভেট করতে হবে। এই কোড টা একাউন্ট খোলার সময় আপনার ইমেইলে পাঠানো হবে।

৯.  বোনাস আপনার একাউন্টে জমা হতে ৫ দিন পর্যন্ত লাগতে পারে।

১০. বোনাস কোড পাওয়ার ৩০ দিনের মধ্যে বোনাস না নিলে কোড টি বাতিল হয়ে হয়ে যাবে।

১১.  বোনাসের মেয়াদ ১ বছর

১২. বোনাস নেয়ার জন্য নিচের লিংকে ক্লিক করে একাউন্ট খুলুন:

Get 30$ welcome bonus


 

আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন

Rules of the program and examples of calculation

কোন প্রশ্ন থাকলে বা কোন হেল্পের দরকার হলে কমেন্ট করুন

বা স্কাইপে যোগাযোগ করুন। Skype: BDForexSchool