Roboforex দিচ্ছে ৫০% Tradable Bonus

Roboforex দিচ্ছে ৫০% Tradable Bonus

ট্রেডাবল বোনাস কি জানতে এখানে ক্লিক করুন। ট্রেডাবল বোনাস

 

  • ১০-২৯৯ ডলার পর্যন্ত ডিপোজিটের জন্য ২৫% ট্রেডাবল ডিপোজিট বোনাস।
  • ৩০০ বা তার বেশি ডিপোজিটের জন্য ৫০% ট্রেডাবল ডিপোজিট বোনাস।
  • ১ একাউন্টে সর্বোচ্চ ৩০০০ এবং সব একাউন্ট মিলিয়ে সর্বোচ্চ ৬০০০ ডলার পর্যন্ত এ বোনাস নেয়া যেতে পারে।
  • নতুন পুরাতন সকল ট্রেডারই এ বোনাস নিতে পারবে।
  • যেকোন পেমেন্ট প্রসেসর এ ডিপোজিটেই এ বোনাস পাওয়া যাবে।
  • বোনাস সাথে সাথে চলে আসবে। আলাদা কোন রিকোয়েস্ট করতে হবেনা।
  • লট পুরন সাপেক্ষে বোনাস উইথড্র করা যাবে।
  • ECN ছাড়া যেকোন ধরনের একাউন্টেই এই বোনাস পাওয়া যাবে।
  • যে একাউন্টে আগে অন্য ধরনের বোনাস  নেয়া হয়েছে সে একাউন্ট এ বোনাস নেয়া যাবেনা।
  • এই বোনাস টা ব্রোকারের অংশ তাই ব্রোকার প্রফিটের ভাগ নেবে। মনে করুন আপনি ১০০০ ডলার ডিপোজিট দিয়েছেন ৫০০ বোনাস পেলেন। ব্যালেন্স হল ১৫০০ ডলার। এখন একটা ট্রেডে ১৫০ ডলার প্রফিট করলেন। এখন এই প্রফিটের ১০০ আপনি উইথড্র করতে পারবেন আর বাকি ৫০ বোনাস হিসেবে একাউন্ট যোগ হয়ে যাবে। তখন আপনার মোট বোনাস দাড়াবে ৫৫০ ডলার। পরবর্তীতে সব বোনাসই লট পুরন সাপেক্ষে উইথড্র করা যাবে।
  • প্রতি লটে ১ ডলার হিসেবে বোনাস উথড্র করা যাবে।
  • কোন একাউন্ট যদি জিরো হয়ে যায় তাহলে একাউন্ট সব বোনাসের হিসা বাতিল হয়ে যায়। নতুন ডিপোজিটে সব হিসেব নতুন করে শুরু হবে

বোনাস নিতে নিচের লিংকে ক্লিক করুন…
Tradable bonus 25% or 50%

Get 50% Bonus now

কোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন।

Tradable Bonus কি?

Tradable হচ্ছে সেই বোনাস যা দিয়ে ট্রেড করা যায়।

বুঝিয়ে বলি, মনে করুন আপনি কোন ব্রোকারে ১০০০ ডলার ডিপোজিট করলেন। ব্রোকার আপনাকে ৫০০ ডলার বোনাস দিল। এখন আপনি ১০০০ ডলার লস করে ফেলেছেন। আপনার একাউন্টে ৫০০ ডলার আছে। মানে শুধু বোনাস টা আছে। এখন এই বোনাস দিয়ে যদি ট্রেড করা যায় তাহলে এটাকে বলে ট্রেডাবল বোনাস। বেশিরভাগ ব্রোকার কর্তৃক দেয়া বোনাস ই ট্রেডাবল বোনাস না। ডিপোজিট এমান্ট লস হয়ে গেলে সাথে সাথে বোনাসটা ক্যানসেল করে দেয়।

যেমন ধরুন, কোন ব্রোকারে আপনি ১০০০ ডলার ডিপোজিট করলেন আর ব্রোকার আপনাকে আরো ১০০০ ডলার বোনাস দিল। আপনার টোটাল ব্যালেন্স হল ২০০০ ডলার।  আপনি যদি কোন কারনে ১০০০ লস করে ফেলেন সাথে সাথে বাকি ১০০০ বোনাস ক্যানসেল হয়ে যায়। আপনার একাউন্ট জিরো। এ ধরনের বোনাসকে বলা হয় Credit Bonus.

USGFX দিচ্ছে 50% Credit Deposit Bonus

.

USGFX দিচ্ছে 50% credit Bonus। বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা এবং বোনাস লসও করা যাবেনা. তবে লট পুরন করলে বোনাস উইথড্র করা যাবে।

Minimum Deposit:   100$ (Mini account)

Spread                    :    from 2.8 pips on major currency pairs

 

Deposit Method:

Neteller                (Deposit fee 3.2% + USD 0.2   withdrawal fee 0)

Skrill                     (Deposit fee 3.9%+€0.3         withdrawal fee 1%)

Perfect Money    (Deposit fee 1.99%             withdrawal fee 1.99% )

OK Pay                 (Deposit fee 0.5%            withdrawal fee 0.5% )

WebMoney         ( Deposit fee 0.80%           withdrawal fee 0.80%)

 

একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন..

Open a USG Live Account

USGFX অস্ট্রেলিয়ান ব্রোকার।

regulated by  ASIC (Australian Securities and Investment Commission).

New Zealand Financial Service Providers (FSP)