ফরেক্স রোবট কি?

Sponsored

Expert Advisor বা EA ফরেক্স রোবট নামেই বেশি পরিচিত।imagesএক্সপার্ট এডভাইসর হল এক ধরনের প্রোগ্রাম যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে। প্রতিটি রোবট বা EA তাদের নিদের্শনা অনুযায়ী নির্দিষ্ট  স্ট্রাটেজিতে ট্রেড করে। ফলে অনেক এক্সপার্ট এডভাইসর বা রোবটই প্রফিট করতে পারে। কিন্তু অধিকাংশ এক্সপার্ট এডভাইসর কিনতে হয় এবং লাইসেন্স লাগে। ফ্রি এক্সপার্ট এডভাইসরগুলো তেমন ভাল কাজ করে না। এক্সপার্ট এডভাইসর আপনাকে ব্যাপক লসের সম্মুখীনও করতে পারে। তাই রিয়াল একাউন্টে রোবট ব্যবহারের আগে অবশ্যই আগে ডেমোতে টেস্ট করে নিবেন।