মেটাট্রেডারে ইন্ডিকেটর ইন্সটল করার পদ্ধতি

Sponsored

পূর্বে যে ইন্ডিকেটর গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর। এছাড়াও ইন্টারনেটে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়।

যেভাবে মেটাট্রেডারে অতিরিক্ত ইন্ডিকেটর যোগ করবেনঃ

১.প্রথমে যে Indicator  টি  install করতে চান সেটি  কপি করুন। ইন্ডিকেটর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
২.তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ

 

প্রথমে  Menu থেকে  File এ click করুন।  তারপর Open Data Folder এ ক্লিক করুন
ind 1

এখন নিচের মতো উইন্ডো আসবে। MQL4  এ ক্লিক করুন

ind 2

 

এখন নিচের মতো উইন্ডো আসবে। Indicators এ ক্লিক করুন

ind 3

 

এখন নিচের মতো উইন্ডো আসবে। এখানে আপনার Indicator টি paste  করুন

ind 4

 

৪. তারপর সেখান থেকে বের হয়ে আসুন। এবার  আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি close করে আবার চালু করুন।
৬.ইন্ডিকেটরটি আপনার চার্টে যোগ করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যার থেকে Insert > Indicators > Custom. তারপর আপনার ইন্ডিকেটরটি সিলেক্ট করুন।
MjG73

তারপরও কোন সমস্যা হলে Live support এ যোগাযোগ করুন… পোস্ট টি ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না…