কিভাবে Exness এ আপনার একাউন্টের IB/Agent চেঞ্জ করবেন?

Exness ব্রোকারে আপনার একাউন্টের আইবি বা এজেন্ট চেঞ্জ করা একদম সহজ। নিচের ধাপ গুলো অনুসরন করে সহজেই আপনার একাউন্টের আইবি চেঞ্জ করে উপভোগ করতে পারেন মাসিক রিবেট, ফ্রী ইডুকেশন, গিফ্ট বা দেশ বিদেশের ট্যুর।

  • প্রথমেই আপনাকে লাইভ সাপোর্টে গিয়ে বলতে হবে, ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”। লাইভ সাপোর্টে যেতে www.exness.com  এখানে ক্লিক করুন। এরপর নিচের ছবিতে দেখুন ডান পাশে কোনার দিকে যে গোল লাইভ সাপোর্টের অপশন টা আছে সেটা তে ক্লিক করুন।

  • এর নিচের ছবিতে দেখুন এখানে ক্লিক করলে লাইভ সাপোর্টের অপশন আসবে। আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, কোন ভাষায় চ্যাট করতে চান (বাংলায় করতে পারবেন) সেটা দিয়ে Message  এর ঘরে লিখবেন ”আমার একাউন্টের আইবি চেঞ্জ করতে চাই”  অথবা ” I want to change my account IB/agent”

Exness live support

  • তারা আপনার একাউন্ট নাম্বার চাইবে এবং ফোন পাসওয়ার্ড চাইবে। এ দুটো দিবেন। ভয়ের কিছু নাই। কারন ফোন পাসওয়ার্ড শুধুমাত্র লাইভ সাপোর্টের জন্যই। এটা নিয়ে কেউ আপনার একাউন্টের ক্ষতি করতে পারবে না। যদি ফোন পাসওয়ার্ড ভুলে যান তাহলে তাদের বললেই  তারা সাথে সাথে আপনার মোবাইলে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে।
  • সব ঠিক থাকলে তারা আপনাকে নিচের পদ্ধতি গুলো অনুসরন করতে বলবে।

অনুগ্রহ করে নিচের ধাপ গুলো অনুসরন করুন
1) Personal area তে  login করুন :  https://www.exness.com/member
2) এরপর এই লিংক টায় ক্লিক করুন : ……………………………………….. ( এরকম দেখতে www.exness.com/member/task/ebwxrbddfubywrgmd একটা লিংক দেবে। এটা না, আপনার লিংক আলাদা হবে।)
3) আপনার ফর্মে নতুন এজেন্ট এর ইমেইল অথবা পার্টনার একাউন্ট লিখে এরপর ডিটেইলসে কিছু লিখে কনফার্মে ক্লিক করুন। (Agent এর ঘরে লিখবেন https://www.exness.com/a/mhaeki3l   এবং ডিটেইলস এর ঘরে লিখবেন   bdforexschool.com ) – কমেন্টের ঘরে কিছু লিখতে পারেন আবার নাও পারেন কোন সমস্যা নাই।
4) Request confirm করার পরে  ব্রাউজার টি বদলিয়ে নিন মানে আপনি যদি Google Crome  ব্রাউজারে এতক্ষন কাজ করে থাকেন তাহলে এখন Mozilla বা Internet Explorer ব্রাউজারে এ যান অথবা আপনার বর্তমান ব্রাউজারের  cache and cookies মুছে ফেলুন।
5) এরপর আপনার Personal Area তে লগিন করুন এখান থেকে https://www.exness.com/member  এবং একটি নতুন ট্রেডিং একাউন্ট খুলুন। আপনার পুরাতন একাউন্ট গুলো কখনো নতুন আইবিতে আসবেনা। তবে নতুন যতো একাউন্ট খুলবেন সবগুলো নতুন আইবি তে আসবে।

টোটাল কাজটা করবেন লাইভ চ্যাটে অনলাইনে থেকে। তাহলে সাথে সাথে কাজ করে দেবে। কোন প্রয়োজনে আমাদের সাথে স্কাইপে যোগাযোগ করেত পারবেন। Skype: BDForexSchool

ব্রোকার সিলেক্ট এর আগে যেসব বিষয় দেখবেন

ফরেক্স ট্রেডিং এর একটি অপরিহার্য অংশ হচ্ছে ব্রোকার । ব্রোকার এর কারনে আপনার ট্রেডিং কিছুটা হলেও মাঝে মাঝে প্রভাবিত হতে পারে । তাই ব্রোকার  সিলেক্ট করার আগে কতগুলো বিষয় মনে রাখা অত্যন্ত জরুরী। ব্রোকারের প্রধান আয় হচ্ছে স্প্রেডএর মাধ্যমে। কিন্তু বেশিরভাগ ব্রোকার ট্রেডারের বিপক্ষে অবস্থান নিয়েও লাভ করে। কথিত আছে ফরেক্স মার্কেটে ৯০%  ট্রেডার তাদের প্রথম  একাউন্ট হারায়  বা একাউন্ট জিরো করে ফেলে  । তাই ব্রোকাররা প্রথম একাউন্ট রেজিস্টার কারীদের বিপক্ষে অবস্থান নিলে বেশিরভাগ সময় তাদের লাভ হয়।

প্রথমেই কথা বলা যাক, ডিলিং ডেস্ক  এবং  নো ডিলিং ডেস্ক নিয়েঃ 

ব্রোকার স্ট্রাকচার দুরকম । একটা হচ্ছে – ডিলিং ডেস্ক যেখানে প্রতিটা অর্ডার পূর্ণ হবার আগে ডিলিং ডেস্কে গিয়ে যাচাই করে পূর্ণ হয়।

আরেকটা হচ্ছে নো ডিলিং ডেস্ক যেখানে কোন ডিলিং ডেস্ক থাকে না, আপনার অর্ডার প্রাইসের সাথে ম্যাচ থাকলেই অটোমেটিক রিকোয়েস্ট পূর্ণ হয়ে যাবে। মাঝখানে কোন ডিলার থাকবে না।

মাঝখানে ডিলার থাকলে প্রাইস ম্যানিপুলেট করা যায়।

ধরা যাক আপনি জিবিপি  ইউএসডি ১.৩৫৪৪ রেটে বাই চাপ দিলেন। ট্রেড সার্ভারে পৌছাতে পৌছাতে প্রাইস চেঞ্জ হয়ে গেল। প্রাইস চেঞ্জ হওয়া মানে পূর্বের প্রাইসে আর কোন সেলার নেই। এই অবস্থায় ব্রোকার নিজেই সেলার হয়ে আপনার রিকুয়েস্ট পূর্ন করে দিবে।

পরবর্তীতে যখন সেল করে দিতে সেল বাটন চাপ দিবেন, তখন ডিলিং ডেস্কে গিয়ে যদি দেখা যায় ঐ রেটে কোন বায়ার নেই তাহলে ডিলিং ডেস্ক আপনাকে আরেকটা প্রাইস পাঠাবে যে প্রাইসে আপনি সেল করতে ইচ্ছক কিনা জানতে চাইবে। এটাকে বলে Requote। এর ফলে লাভের পরিমাণ কমে যায় বা লসের পরিমান বেড়ে যায়।

কিন্তু নো ডিলিং ডেস্কে আপনি অর্ডার দিলে প্রাইসের ক্ষুদ্রাতিক্ষুদ্র মুভমেন্টেও আপনার অর্ডার কাছাকাছি প্রাইসে পূর্ণ হয়ে যাবে। যেমন আপনি পূর্বের উদাহরন অনুযায়ী ১.৩৫৪৪০ রেটে বাই দিলেন। যদি ঐ রেটেও সেলার না থাকে তবে কাছাকাছি রেটে যেমন ১.৩৫৪৪২ অর্ডার পূর্ণ হয়ে যাবে। এবং একই ভাবে সেল করার সময় কাছাকাছি প্রাইসে সেল হয়ে যাবে ফলে Requote এর কোন চান্স নেই।

নো ডিলিং ডেস্কের আরেকটা সুবিধা হল ক্ষুদ্রাতিক্ষুদ্র মুভমেন্টের সুবিধা। সেজন্য সব নো ডিলিং ডেস্ক ব্রোকারের প্রাইস ফিফথ ডেসিমাল হয় (মানে দশমিকের পর ৫টা সংখ্যা)।

যেমন GBP/USD 1.35442/1.35450

ফিফথ ডেসিমেলে হওয়ায় স্প্রেড কমে যায়। অন্য ব্রোকারে সাধারণত GBP/USD স্প্রেড হয় ২-৩ পিপ সেখানে নো ডিলিং ডেস্ক ব্রোকারে স্প্রেড হয় ০.৮ -১.৮ পিপ।

নো ডিলিং ডেস্কে ফিক্সড স্প্রেড নেই, এখানে স্প্রেড ভ্যারিয়েবল। অর্থাৎ,  অর্ডারের চাপের উপর স্প্রেড নির্ভর করে। অর্ডার বেশি হলে স্প্রেড বাড়িয়ে দেয়া হয়। যেমন নিঊজ পাব্লিশের সময়। আবার অর্ডারের প্রেশার কম থাকলে স্প্রেড কম থাকে।

ডিলিং ডেস্ক ব্রোকারকে Market Maker / Stop Loss Hunter Broker ও বলা হয়।

জনপ্রিয় কয়েকটি ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে -eToro, LiteForex, UWCFX, Avafx

নো ডিলিং ডেস্ক ব্রোকার ECN (Electronic Communication Network) / STP (Straight Through Processing) ব্রোকারও হতে পারে।

জনপ্রিয় কয়েকটি নো ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে – Pepperstone, FxPro, HotForex, Roboforex,

 এবার রেগুলেশনঃ 

ফরেক্স মার্কেট যদিও রেগুলেটেড নয় কিন্তু ব্রোকারের কার্যক্রম রেগুলেশন করা হয়। রেগুলেটেড ব্রোকারের দুই নাম্বারী করার সুযোগ থাকে না। কারন রেগুলেশন অথরিটির কাছে তাদের জবাবদিহিতা থাকে। তাই অবশ্যই রেগুলেটেড ব্রোকারে ট্রেড করবেন।

ডকুমেন্টস

আজকাল ফরেক্স এর নামে অনেক জায়গায় দেখা যায় মানি লন্ডারিং করতে । তাই,  এন্টি মানি লন্ডারিং আইন অনুযায়ী ব্রোকাররা শুধুমাত্র গ্রাহকের নাম থেকেই টাকা নিতে পারে এবং ঐ নামেই টাকা ফেরত দিতে পারে, কোন ৩য় ব্যক্তির মাধ্যমে নয়। তাই গ্রাহকের নাম ঠিকানা ভেরিফাই করার জন্য গ্রাহকের ডকুমেন্টস ব্রোকার কে পাঠাতে হয়। নাম ভেরিফাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানড কপি এবং এড্রেস ভেরিফাইয়ের জন্য আপনার নাম ঠিকানা সম্বলিত ব্যাংক স্ট্যাটমেন্ট / টেলিফোন বিল / বিদ্যুৎ বিল এর স্ক্যানড ফটোকপি পাঠাতে হবে।

যদি কোন ব্রোকা্রে ডকুমেন্টস ভেরিফাই এর দরকার না হয় তাহলে মনে করবেন ঐ ব্রোকার ভুয়া। কারণ সব গ্রাহকের ডকুমেন্টস ভেরিফাই করে রেকর্ড করে রাখা সরকারী আইন। ঐ ব্রোকার নিশ্চিত আইন ভংগ করছেন।

অনলাইন রিভিওঃ 

সবশেষে ফাইনাল ডিসিশন নেয়ার আগে অনলাইনে বিভিন্ন সাইট থেকে ব্রোকার রিভিও পড়ে নিতে পারেন। ব্রোকারের নাম + রিভিও লিখে গুগলে সার্চ করলে প্রচুর সাইট পাবেন।

যেমন – Exness broker Review.

ওখানে বর্তমান গ্রাহকদের রিভিও পড়ে দেখুন। Instant Execution, Faster Withdrawal , No Requotes , Good Customer Service এগুলো থাকলে বুঝবেন ভাল ব্রোকারই সিলেক্ট করেছেন।

forexpeacearmy.com হল সবচেয়ে জনপ্রিয় ব্রোকার রিভিও সাইট। এছাড়া ও বিভিন্ন সাইট আছে যেখানে ব্রোকার সম্পর্কে রিভিও পাবেন, একটু সময় লাগলেও কষ্ট করে দেখবেন, এতে সেই ব্রোকার এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা দুটো ই পেয়ে যাবেন ।

XM

XM Global:

  • ব্রোকারঃ XM Global
  • দেশঃ সাইপ্রাস
  • পেমেন্ট মেথডঃ নেটেলার, স্ক্রিল, ওয়েবমানি, পারফেক্ট মানি, ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার ও অন্যান্য
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $5 (৫ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট (মাইক্রো অ্যাকাউন্টে ১ লট = $০.১০ / পিপস, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ১ লট = $১০/পিপস)
  • লিভারেজঃ ১:১ থেকে ১:৮৮৮
  • স্প্রেডঃ EURUSD – এভারেজ ১.৬-১.৮ পিপস (ভ্যারিঅ্যাবল)
  • প্রাইস ডিজিটঃ ৫
  • স্ক্যাল্পিং: সমর্থন করে
  • EA: সমর্থন করে
  • রিকোটসঃ নেই
  • রেগুলেশনঃ FCA, ASIC, IFSC, CySec

XM

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ এবং ৫ ট্রেডিং প্লাটফর্ম (উইন্ডোজ, ম্যাক, ওয়েবট্রেডার, অ্যান্ড্রয়েড, আইফোন)
  • ফ্রি অ্যানালাইসিস এবং সিগন্যাল
  • ভিডিও টিউটোরিয়াল
  • ফ্রি সাপ্তাহিক ওয়েব সেমিনার (বাংলা, ইংলিশ এবং অন্যান্য ভাষায়)
  • সুবিধাজনক অ্যাকাউন্ট সাইজ
  • আইফোন এবং অ্যান্ডয়েড মোবাইল প্লাটফর্ম
  • সোয়াপ ফ্রি/ইসলামিক অ্যাকাউন্ট
  • প্রথম ডিপোজিটে বোনাস (১৫% ডিপোজিট বোনাস)
  • মাইক্রো অ্যাকাউন্টে খুব কম ক্যাপিটাল দিয়েই গোল্ড, সিলভার, Oil ট্রেডের সুবিধা (মাইক্রো লট সাইজ)
  • বিটকয়েন এবং সিএফডি স্টক ট্রেডিং সুবিধা
  • পারসোনাল অ্যাকাউন্ট ম্যানেজার
  • ফান্ড সিকিউরিটি

রিয়েল একাউন্ট করতে নিচের লিংকে ক্লিক করুন

Join XM Global

স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্টেঃ

  • ১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
  • ০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
  • ০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস
  • ১০ স্ট্যান্ডার্ড লট = $১০০/পিপস

মাইক্রো লট অ্যাকাউন্টেঃ

  • ১ মাইক্রো লট = $০.১০/পিপস
  • ০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
  • ০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস
  • ১০ মাইক্রো লট = $১/পিপস


অ্যাকাউন্ট:   XM এ তিন ধরনের একাউন্ট আছে – মাইক্রো , স্ট্যান্ডার্ড  এবং XM জিরো অ্যাকাউন্ট। মেটাট্রেডার 4 (MT4) এবং মেটাট্রেডার 5 (MT5)  এ  ডেমো প্র্যাকটিস করা যায়  এবং সকল একাউন্টের জন্য সোয়াপ ফ্রী ইসলামিক একাউনন্ট করা যাবে।

IC Markets

Regulation             : ASIC
Payment Option  :  Wire Transfer,  Credit and Debit Cards, PayPal, Skrill, QIWI, Webmoney, FasaPay,                                                     Neteller, Internal Transfer.
Min Deposit          : $200
Minimum Lot       : 0.01 লট
Leverage                : 1:500
Spread                    : 0 পিপ থেকে শুরু

 

কোম্পানি সম্পর্কে:

IC Markets প্রতিষ্ঠিত হয় 2007 সালে এবং 2008 সাল থেকে এটা অনলাইনে ট্রেডিং সেবা প্রদান করে আসছে। নতুন ট্রেডার থেকে শুরু করে অভিজ্ঞ ট্রেডার সবাইকেই এই ব্রোকার ট্রেডিং সেবা প্রদান করে। এই ব্রোকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন।

 

IC Markets এর সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে 50 টি ব্যাংক ও তারল্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে। এ কারণে এই ব্রোকার অল্প স্প্রেড গ্রহণ করতে পারে। এই ব্রোকারের ট্রেডিং কার্যক্রম পরিচালিত হয় মেটাট্রেডার 4, cTrader, মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজার, এবং FIX API এর মাধ্যমে। এখানে 79 টি কারেন্সি পেয়ার, মেটাল এবং সিএফডি সহজলভ্য। ব্রোকারের অন্যান্য সুবিধাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফ্রি ফরেক্স ট্রেইনিং, ভিপিএস হোস্টিং এবং ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাপক পরিমাণ পেমেন্ট সিস্টেম।

 

অর্থের নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে IC Markets এর গ্রাহকগণ সবসময়ই নিরাপদ, কারণ ট্রেডারদের তহবিল জমা হয় অস্ট্রেলিয়ান ওয়েস্টপ্যাক ব্যাংক এবং ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (NAB) এর সেগরিগেটেড অ্যাকাউন্টে। যেসব ট্রেডারের IC Markets কোম্পানির মাধ্যমে ট্রেডিং করার অভিজ্ঞতা রয়েছে, তারা এই পেইজে মন্তব্য করতে পারেন।

আই সি মার্কেটে একাউন্ট খুলতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন

Open a IC Markets Real Account

হটফরেক্স

হটফরেক্স পরিচিতি

হটফরেক্স একটি আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত অনলাইন ফরেক্স ও কমোডিটিস ট্রেডিং ব্রোকার | এটি সাধারন ট্রেডার, ফান্ড ম্যানেজার থেকে শুরু করে কর্পোরেট ক্লায়েন্টদের কে ফরেক্স ও কমোডিটিস ট্রেডিং এর জন্য বিভিন্ন রকম অ্যাকাউন্ট, ট্রেডিং সফটওয়ার এবং টুলস ব্যবহার এর সুবিধা দিয়ে থাকে | এই সকল স্বয়ংক্রিয় ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে হটফরেক্সের রিটেইল, ইন্ট্রোডিউসিং ব্রোকার(আই.বি.) এবং হোয়াইট লেবেল ক্লায়েন্টরা আন্তঃব্যাঙ্ক স্প্রেড এবং তারল্যের সুবিধা পাচ্ছেন।

হটফরেক্স এর প্রগতিশীল এবং বৈচিত্রপূর্ণ ম্যানেজম্যান্ট টিম বিভিন্ন ট্রেডিং প্লাটফর্মে এবং মার্কেটে বহু বছরের ট্রেডিং অভিজ্ঞতায় সমৃদ্ধ | তাঁদের নিজস্ব ও ব্যাবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা উপলদ্ধি করেন যে, গতানুগতিক ওয়েব ভিত্তিক ফরেক্স ব্রোকাররা তাদের ট্রেডিং এ বিলম্ব, ম্যানেজম্যান্ট প্রবলেম এবং সার্বিকভাবে অদক্ষ কাস্টমার সাপোর্ট এর কারণে প্রবলভাবে চাপের মুখে পড়ছে | এই সমস্যাগুলো অতিক্রম করতে হটফরেক্স তাদের উচ্চ প্রযুক্তিনির্ভর প্রোডাক্টস এবং উন্নতমানের কাস্টমার সার্ভিস দিচ্ছে |

হটফরেক্স তাঁর অতুলনীয় ট্রেডিং সুবিধাগুলোর মাধ্যমে ক্লায়েন্টদের পছন্দের ব্রোকার হিসেবে জ়ায়গা করে নিয়েছে এবং স্কাল্পার ও এক্সপার্ট এডভাইসর ব্যবহারকারী ট্রেডারদেরকে বাধাহীনভাবে ট্রেড করতে দিচ্ছে।

হটফরেক্স ৩ রকম একাউন্ট আছে

মাইক্রো অ্যাকাউন্ট

ট্রেডিং প্লাটফর্ম          : MetaTrader 4, Webtrader and Mobile Trading
স্প্রেড                       : ১ পিপ থেকে
ট্রেডিং ইন্সট্রুমেন্টস    : ফরেক্স, ইনডেক্স, কমোডিটি এবং শেয়ার
পঞ্চম দশমিকঃ          : হ্যাঁ
সর্বোচ্চ লেভারেজ      : 1:1000*
এক্সেকিউশন             : মার্কেট এক্সেকিউশন
ন্যুনতম ডিপোজিট     : $5
ন্যুনতম ট্রেড সাইজ   : 0.01 lot
সর্বনিন্ম ট্রেডিং সাইজ : 0.01
সর্বোচ্চ লট সাইজ       : 5 স্ট্যান্ডার্ড লট
Maximum orders : 150
মার্জিন কল/ষ্টপ আউট: 40% / 10% **
টেলিফোন ট্রেডিং        : হ্যাঁ
অ্যাকাউন্ট কারেন্সি : USD, EUR
কমিশন                   : নেই

Open a Micro Account

 

 প্রিমিয়াম অ্যাকাউন্টঃ

 

Open a HotForex Premium Account

Tradable Bonus দেয় এমন কিছু ব্রোকারের তালিকা

 1. IronFX

Ironfx বর্তমানে 100% Tradable Deposit Bonus দিচ্ছে। মিনিমাম ডিপোজিট ৫০০ ডলার। এই বোনাস টা প্রফিট শেয়ারিং বোনাস অর্থাত আপনি লাভ লস যাই করেন ব্রোকার ৫০/৫০ শেয়ার করবে।

উদাহরন: মনে করুন আপনি ৫০০ ডলার ডিপোজিট করলেন। এখন আপনি আরো ৫০০ বোনাস পাবেন। মোট ১০০০ ডলার নিয়ে ট্রেড করে আপনি ২০০০ বানিয়ে ফেললেন। এখন টোটাল ব্যালেন্সের ৫০% বা ১০০০ ডলার আপনার এবং ১০০০ ব্রোকারের। তবে ব্রোকার যে পরিমান লস শেয়ার করবে তার বেশি প্রফিট নিতে পারবে না। ৫০০ ডলার ডিপোজিটে ৫০০ ডলার এর বেশি প্রফিটের ভাগ ব্রোকার কখনো নিতে পারবেনা। তার মানে আপনি যদি ১০০০ ডলার কে প্রফিট করে ৩০০০ বানান তাহলে ২০০০ আপনার ১০০০ ব্রোকারের।

Ironfx এ একাউন্ট করতে নিচের লিংকে যান

Open an Ironfx trading account

 

2. XM (Trading Point)

XM দিচ্ছে ৩০% ট্রেডাবল ডিপোজিট বোনাস। যেকোন পরিমান withdraw করলে বোনাস cancel হয়ে যাবে। XM এ একাউন্ট করতে নিচের লিংকে যান

Open an XM trading accout

3. Instaforex

Instaforex দিচ্ছে ৩০% ডিপোজিট বোনাস। যতবার ডিপোজিট ততবার বোনাস পাবেন। প্রফিট withdraw করলে বোনাস কেটে নেয় না।

Intaforex এর আরেকটা বোনাস আছে ৫৫% ডিপোজিট বোনাস। এই বোনাসের বড় সমস্যা হচ্ছে আপনার Free margin জিরো হয়ে গেলেই ট্রেড stop out বা অটো ক্লজ হয়ে যাবে। leverage সর্বোচ্চ ১:২০০। সুবিধা প্রফিট withdraw করলে বোনাস কেটে নেয় না।

Intaforex এ একাউন্ট করতে নিচের লিংকে যান

Open an InstaForex Trading account

 

কোন কিছু জানার থাকলে বা বুঝতে সসম্যা হলে আমাদের ফেসবুক ইনবক্স এ বা Skype: BDForexSchool এ জি্জ্ঞেস করতে দিধা করবেন না।

Robo Forex ECN

Professional Trader দের কাছে দিন দিন ECN একাউন্ট জনপ্রিয় হচ্ছে। সেই সুযোগে বিভিন্ন নতুন নতুন ব্রোকার ECN এর নাম করে ট্রেডারদের সাথে নানা রকম প্রতারনা করছে। যাই হোক বিভিন্ন ECN ব্রোকারে ট্রেড করে যারা অসন্তুষ্ট তারা রোবোফরেক্সে ECN try করে দেখতে পারেন।

সুবিধা:

  • যেকোন এমাউন্ট ডিপোজিট করা যায়
  • Spread from 0 pips
  • No requotes
  • No Dealing Desk (NDD)
  • Any kinds of EA/Robot Allowed
  • Any kinds of scalping allowed
  • ইনস্টান্ট ডিপোজিট এবং মার্কেট খোলা থাকলে ইনস্ট্যান্ট উইথড্র
  • leverage 1:200
  • পেমেন্ট মেথডঃ Neteller , মানিবুকার্স, লিক-পে, ক্রেডিট/ডেবিট কার্ড, পারফেক্ট মানি, ক্যাশ ইউ

Open a Roboforex ECN account

Main site

USGFX দিচ্ছে 50% Credit Deposit Bonus

.

USGFX দিচ্ছে 50% credit Bonus। বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা এবং বোনাস লসও করা যাবেনা. তবে লট পুরন করলে বোনাস উইথড্র করা যাবে।

Minimum Deposit:   100$ (Mini account)

Spread                    :    from 2.8 pips on major currency pairs

 

Deposit Method:

Neteller                (Deposit fee 3.2% + USD 0.2   withdrawal fee 0)

Skrill                     (Deposit fee 3.9%+€0.3         withdrawal fee 1%)

Perfect Money    (Deposit fee 1.99%             withdrawal fee 1.99% )

OK Pay                 (Deposit fee 0.5%            withdrawal fee 0.5% )

WebMoney         ( Deposit fee 0.80%           withdrawal fee 0.80%)

 

একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন..

Open a USG Live Account

USGFX অস্ট্রেলিয়ান ব্রোকার।

regulated by  ASIC (Australian Securities and Investment Commission).

New Zealand Financial Service Providers (FSP)

আয়রন এফ এক্স

অনলাইন ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে IronFX হল বিশ্বে পুরস্কার-প্রাপ্ত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বাংলাদেশে আয়রন এফএক্স খুব দ্রুত মানুষের মন জয় করে নিয়েছে। আয়রনএফএক্স কে বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য ফরেক্স ব্রোকার হিসেবে গন্য করা হয়।  IronFX Global ফরেক্স , মূল্যবান ধাতু এবং যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্যের স্টক ও পণ্যের CFD ভিত্তিক 15টি প্ল্যাটফর্মে 200টির বেশি ফোরেক্স, স্পট মেটাল, স্টক এবং ফিউচারস ইনস্ট্রুমেন্টে ট্রেড করার ক্ষমতাসহ, IronFX পরিসেবা দেয় ইউরোপ, এশিয়া, মধ্য প্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার 180টিরও বেশি দেশের খুচরা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের।  বিশ্বব্যাপী 60-টির বেশি অফিস ও 1,600 এর বেশি কর্মচারীর 45 বিভিন্ন ভাষায় প্রদত্ত সহায়তায় IronFX-এর গ্রাহকরা সারাক্ষণ সুবিধা পেয়ে থাকে। এই দল বিশ্বের সর্ব-বৃহৎ ও সবচেয়ে মার্জিত গ্রাহক সেবা দলগুলোর একটি। আকর্ষণীয় মূল্য, বাস্তবায়ন ও তারল্যের দিকে লক্ষ্য রেখে গ্রাহক-কেন্দ্রিক মডেলে IronFX, এর প্লাটফর্মের মাধ্যমে ফরমায়েসকৃত ব্যবসা কার্যক্রমের সঙ্গে ব্যাপক ভিত্তিক পণ্যের সমাবেশ ঘটিয়ে থাকে। অবহিতিমূলক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে দৈনন্দিন বাজারের খবর ও চিন্তাপ্রসূত গবেষণা গ্রাহককে সেরা তথ্য ও ডাটা প্রাপ্তির সুযোগ করে দেয়। বৈশ্বিক অনলাইন ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে IronFX Global-এর নেতৃত্বের প্রমাণ রেখে IronFX Global বিশ্বে সবচেয়ে সফল পেশাদার ফুটবল ক্লাবগুলোর একটি FC Barcelona-এর সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারিত্ব চুক্তি ঘোষণা করেছে।

IronFX Global আন্তর্জাতিক নিয়ন্ত্রক মান মেনে চলে, এবং তারা FCA, ASIC, DFSA, FSB, FSP, CRFIN, UCRFIN ও CySEC অনুমোদিত ও নিয়ন্ত্রিত। এই কোম্পানি Eurex Exchange-এর সদস্য এবং প্রতিষ্ঠানটি EU নিয়ন্ত্রিত ও MiFID অনুযায়ী পরিচালিতও বটে।

  • IronFX Global ইউকে লিমিটেড ফিনান্সিয়েল কন্ডাক্ট অথরিটি (FCA নম্বর 585561) দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়।
  • IronFX Global (অস্ট্রেলিয়া) Pty লিমিটেড ASIC (AFSL নম্বর 417482) দ্বারা অনুমোদিত ও নিয়ন্ত্রিত হয়IronFX Global MENA Limited দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত (DFSA no. F002432)
  • IronFX গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) (Pty) Ltd ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (FSP No 45276) দ্বারা অনুমোদিত হয়েছে
  • IronFX Global NZ লিমিটেড FSP (FSP নম্বর 298966) দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়
  • IronFX Global (রাশিয়া) এলএলসি হল CRFIN এর একজন সদস্য (সদস্য নম্বর A-8)
  • IronFX গ্লোবাল (ইউক্রেন) এলএলসি এখন UCRFIN এর একজন সদস্য (সদস্যপদ নম্বর 5)
  • IronFX Global লিমিটেড CySEC (লাইসেন্স নম্বর 125/10) দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত হয়
  • IronFX গ্লোবাল লিমিটেড Eurex Exchange-এর একটি সদস্য

 

একাউন্ট ও ডিপোজিট সংক্রান্ত:

  • Minimum Deposit 50$
  • 40% Deposit Bonus 500$ বা তার বেশি ডিপোজিট এর জন্য। বোনাস দিয়ে ট্রেড করা যাবে, লস করা যাবে।

Open an IronFX Live account

Main Site

FBS ব্রোকার পরিচিতি

FBS – এফ. বি. এস ব্রোকারঃ

  • ব্রোকারঃ FBS (এফ. বি. এস)
  • দেশঃ মরিশাস
  • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, পারফেক্ট মানি, মানিবুকার্স,ওয়েব-মানি, আর. বি. কে মানি, ক্রেডিট কার্ড, এফ. বি. এস ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $5 (৫ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:১, ১:৩৩, ১:১০০, ১:২০০ এবং ১:৫০০
  • স্প্রেডঃ EURUSD – ২ পিপস, GBPUSD- ৩ পিপস
  • রেগুলেশনঃ FSC of Mauritius (লাইসেন্স নং. C108005331).

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • ট্রেডারদের জন্য নিজস্ব এফ. বি. এস ডেবিট মাষ্টারকার্ড
  • বাৎসরিক ইন্টারেস্ট (সোয়াপ অ্যাকাউন্টের ক্ষেত্রে। সোয়াপবিহীন অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই)
  • ডেমো অ্যাকাউন্ট
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • $৫ ফ্রী ওয়েলকাম বোনাস
  • বিভিন্ন ধরনের বোনাস

সমস্যাঃ 

  • অ্যালার্ট-পে ডিপোজিট সাপোর্ট করে না।
  • বোনাস দিয়ে ট্রেড করা যায়না. নামে মাত্র বোনাস..

► ওয়েবসাইট

তাছাড়া , নতুন ট্রেডারদের জন্য আছে বোনাস ৫ $  , কেও যদি একটি মাইক্রো একাউন্ট খুলেন তাহলে তিনি তার একাউন্ট ভেরিফাই করলেই পাবেন বোনাস ৫ $।

MasterForex পরিচিতি

MasterForex – মাস্টার ফরেক্স ব্রোকারঃ

ব্রোকারঃ MasterForex (মাস্টার ফরেক্স)

দেশঃ রাশিয়া
পেমেন্ট মেথডঃ ওয়েবমানি, পে-পাল, লিক-পে, ডিক্সি-পে, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম ইত্যাদি
সর্বনিম্ন ডিপোজিটঃ মাইক্রো অ্যাকাউন্ট – $1 (১ ডলার), স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট – $5 (৫ ডলার), ECN অ্যাকাউন্ট – $২00 (৫০০ ডলার)
সর্বনিম্ন ট্রেড সাইজঃ মাইক্রো অ্যাকাউন্টে ০.১ লট (১ লট = $০.১০/পিপস), স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ০.০১ লট (১ লট = $১০/পিপস), ECN অ্যাকাউন্টে ০.১ লট (১ লট = $১০/পিপস)
লিভারেজঃ ১:১০০ থেকে ১:৫০০
স্প্রেডঃ EURUSD – ২ পিপস (ফিক্সড)
প্রাইস ডিজিটঃ ৪ এবং ৫
স্ক্যাল্পিং: সমর্থন করে
EA: সমর্থন করে
রেগুলেশনঃ International Financial Services Commission, Belize. Legal address Suite 5, Garden City Plaza, Mountain View Boulevard, City of Belmopan, Belize.

সুবিধা
মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
আইফোন, অ্যান্ডয়েড এবং উইন্ডোজ মোবাইল প্লাটফর্ম
ECN অ্যাকাউন্ট
লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
ডিপোজিট বোনাস
১-ক্লিক ট্রেডিং
সোয়াপ ফ্রি/ইসলামিক অ্যাকাউন্ট
৭৫% ডিপোজিট বোনাস
মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
ফোন ট্রেডিং
৮ লেভেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম
কোন রিকোটস নেই
পাম একাউন্ট

অসুবিধাঃ
মাইক্রো অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০০টি ট্রেড একসাথে ওপেন রাখা যাবে
তেমন উল্লেখযোগ্য কোন আসুবিধা নেই।

MasterForex এর মূল সাইট

ফরেক্স বিজনেসের জন্য সবচেয়ে ভাল ব্রকার কোনটি ?

ফরেক্স বিজনেসের জন্য সবচেয়ে ভাল ব্রকার কোনটি ?

এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেয়া সম্ভব নয়। সকল ব্রোকার নিজেকে ভালো বলে। আবার কোন একজন ট্রেডার কোন এক ব্রোকারে ট্রেড করছে, যতদিন পর্যন্ত ঐ ব্রোকার তার সাথে ঝামেলা না করছে ততদিন পর্যন্ত সে ঐ ব্রোকারকে ভালো বলবে। এর চেয়েও ভালো ব্রোকার হয়তো আছে কিন্ত তার জানা নাই।

সঠিক উত্তর সেই দিতে পারবে যার সকল ব্রোকারে ট্রেড করার অভিজ্ঞতা আছে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়।  যে ট্রেডার যত বেশি ব্রোকারে ট্রেড করেছে সে আপনাকে তত বেশি সঠিক উত্তর দিতে পারবে।

মুলত: আপনাকেই খুজে বের করতে হবে কোন  ব্রোকারটি ভাল। ভাল ব্রোকার নির্বাচনে নিচের বৈশিষ্ট্য গুলো খেয়াল রাখতে হবে।

 

অনলাইন রিভিউ

একটা ব্রোকার যখন আপনার সাথে জালিয়াতি করবে এবং যখন কোন ভাবেই আপনি এর সমাধান করতে পারবেন না তখন নিশ্চই আপনি বসে থাকবেন না। অনলাইনে তাদের বিরুদ্ধে লিখবেন এবং অপরকে সতর্ক করবেন। ঠিক এভাবেই বিভিন্ন ব্রোকার দ্বারা যারা প্রতারিত বিভিন্ন সাইটে তাদের রিভিউ বা মতামত পাবেন। যত  সুযোগ সুবিধাই থাকুক আপনি নিশ্চই কোন জালিয়াত স্ক্যাম ব্রোকারে যোগ দিবেন না। গুগল সার্চ করে আপনি ব্রোকারের বিষয়ে মানুষের মতামত জানতে পারবেন। নিচের সাইট গুলো ব্রোকার বিষয়ে অনলাইন রিভিউয়ের জন্য বিখ্যাত-

ফরেক্স পিস আর্মি (FPA)

আর্ন ফরেক্স

রেগুলেশন: 

ব্রোকার নির্বাচনের আগে দেখে নিতে হবে ব্রোকারটি রেগুলেটেড কিনা।  আর রেগুলেটড হলে কাদের আন্ডারে রেগুলেটেড। এবং সেই প্রতিষ্ঠানের অবস্থা কি।

লেনদেন:

একটি ব্রোকারের সবচেয়ে গুরুত্বপূর্ন গুন হচ্ছে তার লেনদেন। যদি লেনদেন ভাল হয় তাহলে অন্য কোন দূর্বলতা থাকলেও ট্রেডাররা ঐ ব্রোকারকে পছন্দ করে। লেনদেন এর ক্ষেত্রে সবচেয়ে প্রশংশিত ব্রোকার হচ্ছে এক্সনেস। আর সবচেয়ে নাজেহালকারী ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স। কেননা ইন্সটাফরেক্স এর একজন ট্রেডারও বলতে পারবেন না যে তারা ব্যালেন্স উইথড্র করতে গিয়ে ভোগান্তির শিকার হননি।

কাস্টমার সার্ভিস:

ট্রেডারদের সাথে ব্রোকারের যোগাযোগটা অনেক বেশি গুরুত্বপূর্ন। তাই যে ব্রোকারের কাস্টমার সার্ভিস টা ভালো হওয়াটা খুব জরুরী। আরো ভালো হয় যদি বাংলাদেশে ঐ ব্রোকারের কোন অফিস বা প্রতিনিধি থাকে। বাংলাদেশে ঐভাবে কোন ব্রোকারের অফিস নেই। শোনা যায়, গুলশানে হট ফরেক্স এর অফিস আছে। আবার মগবাজারে ইন্সটাফরেক্স এর অফিস আছে বললেও তারা কোন ট্রেডারের সমস্যার সমাধান করতে পারেনা।

 

 

অসমাপ্ত (আরো লিখা হবে)

আপনার মতামত কমেন্টের ঘরে লিখুন

Roboforex পরিচিতি

রোবোফরেক্স ব্রোকার

  • ব্রোকারঃ RoboForex (রোবোফরেক্স)
  • দেশঃ নিউজিল্যান্ড
  • পেমেন্ট মেথডঃ Neteller , মানিবুকার্স, লিক-পে, ক্রেডিট/ডেবিট কার্ড, পারফেক্ট মানি, ক্যাশ ইউ
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $10 (১০ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ স্ট্যান্ডার্ড একাউন্টে ০.০১ লট এবং সেন্ট একাউন্টে এ ০.১০ লট
  • লিভারেজঃ ১:১৫ থেকে ১:৫০০
  • স্প্রেডঃ from 0.0 for Pro-accounts (average is 0.8) and 2 pips for Fix-accounts on EUR/USD
  • রেগুলেশনঃ Registered member of FSCL (NewZealand)

 

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ & ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
  • ইনস্টান্ট ডিপোজিট এবং মার্কেট খোলা থাকলে ইনস্ট্যান্ট উইথড্র
  • ফ্রি VPS
  • Android Trader

 

অসুবিধা:

যতক্ষন আসল থাকে ততক্ষন বোনাস থাকে, আসল শেষ হলে বোনাস অটোমেটিক চলে যায়। অর্থাত এ বোনাস নেয়া আর না নেয়া সমান কথা।

রোবোফরেক্স এর মূল সাইট

Exness Broker

images (6)ইতিমধ্যে  এক্সনেস ব্রোকার বাংলাদেশে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে তার ইন্সট্যান্ট উইথড্র প্রসেসের কারনে। নিচে এক্সনেস ব্রোকার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

  • ব্রোকারঃ Exness (এক্সনেস)
  • দেশঃ Newzeland
  • পেমেন্ট মেথডঃ Wire transfer, Credit card, Skrill or Moneybookers, Payweb, Neteller, Perfect Money, Webmoney, Ukash, CashU and Internal transfer
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $2 ( ২ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:৫০ থেকে ১:২০০০
  • স্প্রেডঃ EURUSD – সর্বনিম্ন ০.৪ (ভ্যারিঅ্যাবল স্প্রেড) এবং ECN একাউন্টে 0 স্প্রেড
  • রেগুলেশনঃ FDR, CySEC

scalping_en_728x90_ver3

Broker: Exness

সুবিধাঃ

 

  • এই ব্রোকারের প্রায় সব কিছুই অটোমেটিক। ডিপোজিট, উইথড্র, বোনাস সব ইনস্ট্যান্ট।
  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • ফরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
  • 60% ডিপোজিট বোনাস
  • আসল চলে গেলেও বোনাস দিয়ে ট্রেড করা যায়। এমনকি একাউন্ট জিরো হয়ে গেলেও পরের ডিপোজিটে আগের ডিপোজিটের বোনাস পাওয়া যায়।
  • Any Strategy allowed
  • মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
  • স্প্রেড কম
  • EA হোস্টিংয়ের জন্য ফ্রি VPS সার্ভার
  • Verify এর ঝামেলা কম। একাউন্ট টু একাউন্ট ট্রান্সফারে কোন ভেরিফাই লাগেনা। এছাড়া শুধু ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করলেই চলে।

 Open an Exness Trading account

এক্সনেস এর মুল সাইট

কিভাবে Exness এ একাউন্ট খুলবো?

এক্সনেস ট্রেডিং একাউন্টের চার্ট সেটিং