আরো একটা ব্রোকারের পতন। এবার বন্ধ হয়ে যাচ্ছে UMOFX

ইউএমওএফএক্স (UMOFX) ব্রোকারটি ২০১০ সাল থেকে ফরেক্স মার্কেটে ছিল। এটা ইনস্টাফরেক্স এর মতো মিনি লট ব্রোকার। স্প্রেড ও কম ছিলো ইন্সটাফরেক্স থেকে, মাত্র দুই পিপ। কিন্তু পার্টনারদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলতে না পারার কারনে খুব বেশি নাম করতে পারেনি ফরেক্স জগতে।

যেকোন ব্রোকারের জন্য বাংলদেশ একটু বেশি পছন্দের দেশ। এখানে ট্রেডারের সংখ্যা বেশি। কিন্তু UMOFX বাংলাদেশে মোটেও জায়গা করে নিতে না পারলেও মোটামুটি ৮ বছর ধরে টিকে ছিল। কিন্তু সম্প্রতি তারা সব সার্ভিস বন্ধের ঘোষনা দিয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে সকল সকল ট্রেডার  এবং পার্টনাদের তাদের একাউন্ট থেকে ডলার উইথড্র করে নেয়ার নোটিস দিয়েছে।

তাদের নোটিশ থেকে জানা যায়, মেটাকোট কর্পোরেশন UMOFX কে নোটিশ দিয়েছে যে, খুব শিঘ্রই টেকনিক্যাল ইস্যুর কারনে তাদের MT4 সার্ভিস বন্ধ করে দেবে। এতে কোন ট্রেডার আর ট্রেড করতে পারবেন না। Metaquotes Software Corp তাদের একটা সুযোগ দিয়েছে , যদি তারা সার্ভিস চালু রাখতে চায় তাহলে তাদেরকে MT5 লাইসেন্স রিনিউ করতে হবে। কিন্তু বিভিআই (BVI-British Virgin Island) তাদেরকে ছাড়পত্র দিচ্ছেনা। ফলে তাদের সার্ভিস বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকলো না।

২৭ জুলাই ২০১৮ এর মধ্যে ট্রেডারদেরকে সব ট্রেড ক্লোজ করতে বলা হয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে  বিকেল ৪ টার (GMT)  টার মধ্যে সকল ব্যালেন্স উত্তোলন করতে বলা হয়েছে।

আপনার বন্ধু বা পরিচিত কেউ এই ব্রোকারে ট্রেড করে থাকলে তাকে বিষয়টি খুব দ্রুত জানিয়ে দিন।

 

IC Markets

Regulation             : ASIC
Payment Option  :  Wire Transfer,  Credit and Debit Cards, PayPal, Skrill, QIWI, Webmoney, FasaPay,                                                     Neteller, Internal Transfer.
Min Deposit          : $200
Minimum Lot       : 0.01 লট
Leverage                : 1:500
Spread                    : 0 পিপ থেকে শুরু

 

কোম্পানি সম্পর্কে:

IC Markets প্রতিষ্ঠিত হয় 2007 সালে এবং 2008 সাল থেকে এটা অনলাইনে ট্রেডিং সেবা প্রদান করে আসছে। নতুন ট্রেডার থেকে শুরু করে অভিজ্ঞ ট্রেডার সবাইকেই এই ব্রোকার ট্রেডিং সেবা প্রদান করে। এই ব্রোকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন।

 

IC Markets এর সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে 50 টি ব্যাংক ও তারল্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে। এ কারণে এই ব্রোকার অল্প স্প্রেড গ্রহণ করতে পারে। এই ব্রোকারের ট্রেডিং কার্যক্রম পরিচালিত হয় মেটাট্রেডার 4, cTrader, মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজার, এবং FIX API এর মাধ্যমে। এখানে 79 টি কারেন্সি পেয়ার, মেটাল এবং সিএফডি সহজলভ্য। ব্রোকারের অন্যান্য সুবিধাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফ্রি ফরেক্স ট্রেইনিং, ভিপিএস হোস্টিং এবং ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাপক পরিমাণ পেমেন্ট সিস্টেম।

 

অর্থের নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে IC Markets এর গ্রাহকগণ সবসময়ই নিরাপদ, কারণ ট্রেডারদের তহবিল জমা হয় অস্ট্রেলিয়ান ওয়েস্টপ্যাক ব্যাংক এবং ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (NAB) এর সেগরিগেটেড অ্যাকাউন্টে। যেসব ট্রেডারের IC Markets কোম্পানির মাধ্যমে ট্রেডিং করার অভিজ্ঞতা রয়েছে, তারা এই পেইজে মন্তব্য করতে পারেন।

আই সি মার্কেটে একাউন্ট খুলতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন

Open a IC Markets Real Account

FBS দিচ্ছে 5$ No deposit bonus

.

FBS ফরেক্স ব্রোকার দিচ্ছে ৫ ডলার নো ডিপোজিট বোনাস. একটি micro account খুলে verify করলেই আপনার একাউন্টে 5$ চলে আসবে. বোনাস দিয়ে ট্বেড করতে পারবেন এবং যেকোন সময় Profit withdraw করতে পারবেন. withdraw করার সময় 7$ fee কাটবে  একবারের জন্য.  এর পর আর কোন fee কাটবে না. যত profit করবেন সবই withdraw করতে পারবেন. এবং লট পুুরন হলে বোনাসও withdraw করতে পারবেন. একাউন্ট করার জন্য এই লিংক এ ক্লিক করুন...

Open a FBS micro account for 5$ free bonus

$5—542x352_g_eng

Promotion Rules

  • Bonus value is 5 USD.
  • Bonus can be granted to “Cent” accounts only.
  • In case your account had been deposited prior to getting a 5$ bonus, bonus funds are not credited.
  • Mobile phone verification is an obligatory procedure prior to receiving 5 USD Bonus.
  • Personal Area has to be verified. To verify a Personal Area, please submit your personal ID scan and an address proof in your FBS Personal Area.
  • It is obligatory to connect your Facebook profile to your FBS Personal Area in order to receive 5 USD Bonus.
  • By the time of connection to FBS Personal Area your Facebook profile should exist for at least 2 months and have at least 20 friends.
  • Profit from trading on a bonus account can be withdrawn anytime.
  • The cost of the 1st withdrawal from a bonus account is 7 USD. These funds are deducted from the 1st withdrawal only. All the next withdrawals are free.
  • It is necessary to leave a feedback about FBS services on your Facebook timeline when you make your 1st withdrawal request from a bonus account. A feedback form is available in the withdrawal request.
  • Every client may have ONLY ONE bonus account. In case several bonus accounts are found belonging to one person (or if such suspicions arise, including IP address match, contact info match, etc), all the bonuses will be cancelled, your profit will be cancelled, and your account will be blocked
  • It is prohibited to work via proxies or any other software modifying the real IP address.
  • FBS IB does not receive an IB commission from trading on 5 USD Cash Reward.
  • FBS reserves the right to decline client’s bonus application without assigning any reason and prior notification.

FBS ব্রোকার পরিচিতি

FBS – এফ. বি. এস ব্রোকারঃ

  • ব্রোকারঃ FBS (এফ. বি. এস)
  • দেশঃ মরিশাস
  • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, পারফেক্ট মানি, মানিবুকার্স,ওয়েব-মানি, আর. বি. কে মানি, ক্রেডিট কার্ড, এফ. বি. এস ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $5 (৫ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:১, ১:৩৩, ১:১০০, ১:২০০ এবং ১:৫০০
  • স্প্রেডঃ EURUSD – ২ পিপস, GBPUSD- ৩ পিপস
  • রেগুলেশনঃ FSC of Mauritius (লাইসেন্স নং. C108005331).

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • ট্রেডারদের জন্য নিজস্ব এফ. বি. এস ডেবিট মাষ্টারকার্ড
  • বাৎসরিক ইন্টারেস্ট (সোয়াপ অ্যাকাউন্টের ক্ষেত্রে। সোয়াপবিহীন অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই)
  • ডেমো অ্যাকাউন্ট
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • $৫ ফ্রী ওয়েলকাম বোনাস
  • বিভিন্ন ধরনের বোনাস

সমস্যাঃ 

  • অ্যালার্ট-পে ডিপোজিট সাপোর্ট করে না।
  • বোনাস দিয়ে ট্রেড করা যায়না. নামে মাত্র বোনাস..

► ওয়েবসাইট

তাছাড়া , নতুন ট্রেডারদের জন্য আছে বোনাস ৫ $  , কেও যদি একটি মাইক্রো একাউন্ট খুলেন তাহলে তিনি তার একাউন্ট ভেরিফাই করলেই পাবেন বোনাস ৫ $।

Exness Broker

images (6)ইতিমধ্যে  এক্সনেস ব্রোকার বাংলাদেশে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে তার ইন্সট্যান্ট উইথড্র প্রসেসের কারনে। নিচে এক্সনেস ব্রোকার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

  • ব্রোকারঃ Exness (এক্সনেস)
  • দেশঃ Newzeland
  • পেমেন্ট মেথডঃ Wire transfer, Credit card, Skrill or Moneybookers, Payweb, Neteller, Perfect Money, Webmoney, Ukash, CashU and Internal transfer
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $2 ( ২ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:৫০ থেকে ১:২০০০
  • স্প্রেডঃ EURUSD – সর্বনিম্ন ০.৪ (ভ্যারিঅ্যাবল স্প্রেড) এবং ECN একাউন্টে 0 স্প্রেড
  • রেগুলেশনঃ FDR, CySEC

scalping_en_728x90_ver3

Broker: Exness

সুবিধাঃ

 

  • এই ব্রোকারের প্রায় সব কিছুই অটোমেটিক। ডিপোজিট, উইথড্র, বোনাস সব ইনস্ট্যান্ট।
  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • ফরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
  • 60% ডিপোজিট বোনাস
  • আসল চলে গেলেও বোনাস দিয়ে ট্রেড করা যায়। এমনকি একাউন্ট জিরো হয়ে গেলেও পরের ডিপোজিটে আগের ডিপোজিটের বোনাস পাওয়া যায়।
  • Any Strategy allowed
  • মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
  • স্প্রেড কম
  • EA হোস্টিংয়ের জন্য ফ্রি VPS সার্ভার
  • Verify এর ঝামেলা কম। একাউন্ট টু একাউন্ট ট্রান্সফারে কোন ভেরিফাই লাগেনা। এছাড়া শুধু ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করলেই চলে।

 Open an Exness Trading account

এক্সনেস এর মুল সাইট

কিভাবে Exness এ একাউন্ট খুলবো?

এক্সনেস ট্রেডিং একাউন্টের চার্ট সেটিং

ব্রোকার কি? ব্রোকার কয় প্রকার ও কি কি?

যে কোম্পানির সাথে আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়।

আগের দিনে শুধুমাত্র  বিশাল  ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের  পরিবর্তনের  সাথে সাথে  বিভিন্ন  ফরেক্স  ব্রোকারের  আবির্ভাব  হয়।  ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার  সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্স মার্কেটে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
  • ১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
  • ২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker

download

ডিলিং ডেস্ক (Market Maker) ব্রোকারঃ

এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker ও বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে। এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না। তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য করেছেন যে Re-Quote কথাটি আসে। মূলত এরা হল রিটেইল ব্রোকার আর এই সকল ব্রোকার আমাদেরকে কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দিচ্ছে বলে ওরাও বিনিময়ে কিছু নিয়ে যাচ্ছে। তবে এইসব ব্রোকাররা সব সময় চেষ্টা করে ট্রেডারদের রিয়েল কৌওটে অর্ডার মেইক করে দিতে।  এই নিয়মে অর্থাৎ Hedge এর মাধ্যমে ট্রেডার এবং ব্রোকার উভয় সুবিধা লাভ করে থাকে।

নো-ডিলিং ডেস্ক (NDD) ব্রোকারঃ

এটা সাধারণ নিয়ম যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে। তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে যার কারনে আমাদের মত লো-ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না। তবে বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য আপনাকে খুব একটা ভাবাবে না।
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ
  • ১। Electronic Communications Network(ECN)
  • ২। Straight Through Processing (STP)
 ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ECN ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।