ব্রোকার সিলেক্ট এর আগে যেসব বিষয় দেখবেন

ফরেক্স ট্রেডিং এর একটি অপরিহার্য অংশ হচ্ছে ব্রোকার । ব্রোকার এর কারনে আপনার ট্রেডিং কিছুটা হলেও মাঝে মাঝে প্রভাবিত হতে পারে । তাই ব্রোকার  সিলেক্ট করার আগে কতগুলো বিষয় মনে রাখা অত্যন্ত জরুরী। ব্রোকারের প্রধান আয় হচ্ছে স্প্রেডএর মাধ্যমে। কিন্তু বেশিরভাগ ব্রোকার ট্রেডারের বিপক্ষে অবস্থান নিয়েও লাভ করে। কথিত আছে ফরেক্স মার্কেটে ৯০%  ট্রেডার তাদের প্রথম  একাউন্ট হারায়  বা একাউন্ট জিরো করে ফেলে  । তাই ব্রোকাররা প্রথম একাউন্ট রেজিস্টার কারীদের বিপক্ষে অবস্থান নিলে বেশিরভাগ সময় তাদের লাভ হয়।

প্রথমেই কথা বলা যাক, ডিলিং ডেস্ক  এবং  নো ডিলিং ডেস্ক নিয়েঃ 

ব্রোকার স্ট্রাকচার দুরকম । একটা হচ্ছে – ডিলিং ডেস্ক যেখানে প্রতিটা অর্ডার পূর্ণ হবার আগে ডিলিং ডেস্কে গিয়ে যাচাই করে পূর্ণ হয়।

আরেকটা হচ্ছে নো ডিলিং ডেস্ক যেখানে কোন ডিলিং ডেস্ক থাকে না, আপনার অর্ডার প্রাইসের সাথে ম্যাচ থাকলেই অটোমেটিক রিকোয়েস্ট পূর্ণ হয়ে যাবে। মাঝখানে কোন ডিলার থাকবে না।

মাঝখানে ডিলার থাকলে প্রাইস ম্যানিপুলেট করা যায়।

ধরা যাক আপনি জিবিপি  ইউএসডি ১.৩৫৪৪ রেটে বাই চাপ দিলেন। ট্রেড সার্ভারে পৌছাতে পৌছাতে প্রাইস চেঞ্জ হয়ে গেল। প্রাইস চেঞ্জ হওয়া মানে পূর্বের প্রাইসে আর কোন সেলার নেই। এই অবস্থায় ব্রোকার নিজেই সেলার হয়ে আপনার রিকুয়েস্ট পূর্ন করে দিবে।

পরবর্তীতে যখন সেল করে দিতে সেল বাটন চাপ দিবেন, তখন ডিলিং ডেস্কে গিয়ে যদি দেখা যায় ঐ রেটে কোন বায়ার নেই তাহলে ডিলিং ডেস্ক আপনাকে আরেকটা প্রাইস পাঠাবে যে প্রাইসে আপনি সেল করতে ইচ্ছক কিনা জানতে চাইবে। এটাকে বলে Requote। এর ফলে লাভের পরিমাণ কমে যায় বা লসের পরিমান বেড়ে যায়।

কিন্তু নো ডিলিং ডেস্কে আপনি অর্ডার দিলে প্রাইসের ক্ষুদ্রাতিক্ষুদ্র মুভমেন্টেও আপনার অর্ডার কাছাকাছি প্রাইসে পূর্ণ হয়ে যাবে। যেমন আপনি পূর্বের উদাহরন অনুযায়ী ১.৩৫৪৪০ রেটে বাই দিলেন। যদি ঐ রেটেও সেলার না থাকে তবে কাছাকাছি রেটে যেমন ১.৩৫৪৪২ অর্ডার পূর্ণ হয়ে যাবে। এবং একই ভাবে সেল করার সময় কাছাকাছি প্রাইসে সেল হয়ে যাবে ফলে Requote এর কোন চান্স নেই।

নো ডিলিং ডেস্কের আরেকটা সুবিধা হল ক্ষুদ্রাতিক্ষুদ্র মুভমেন্টের সুবিধা। সেজন্য সব নো ডিলিং ডেস্ক ব্রোকারের প্রাইস ফিফথ ডেসিমাল হয় (মানে দশমিকের পর ৫টা সংখ্যা)।

যেমন GBP/USD 1.35442/1.35450

ফিফথ ডেসিমেলে হওয়ায় স্প্রেড কমে যায়। অন্য ব্রোকারে সাধারণত GBP/USD স্প্রেড হয় ২-৩ পিপ সেখানে নো ডিলিং ডেস্ক ব্রোকারে স্প্রেড হয় ০.৮ -১.৮ পিপ।

নো ডিলিং ডেস্কে ফিক্সড স্প্রেড নেই, এখানে স্প্রেড ভ্যারিয়েবল। অর্থাৎ,  অর্ডারের চাপের উপর স্প্রেড নির্ভর করে। অর্ডার বেশি হলে স্প্রেড বাড়িয়ে দেয়া হয়। যেমন নিঊজ পাব্লিশের সময়। আবার অর্ডারের প্রেশার কম থাকলে স্প্রেড কম থাকে।

ডিলিং ডেস্ক ব্রোকারকে Market Maker / Stop Loss Hunter Broker ও বলা হয়।

জনপ্রিয় কয়েকটি ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে -eToro, LiteForex, UWCFX, Avafx

নো ডিলিং ডেস্ক ব্রোকার ECN (Electronic Communication Network) / STP (Straight Through Processing) ব্রোকারও হতে পারে।

জনপ্রিয় কয়েকটি নো ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে – Pepperstone, FxPro, HotForex, Roboforex,

 এবার রেগুলেশনঃ 

ফরেক্স মার্কেট যদিও রেগুলেটেড নয় কিন্তু ব্রোকারের কার্যক্রম রেগুলেশন করা হয়। রেগুলেটেড ব্রোকারের দুই নাম্বারী করার সুযোগ থাকে না। কারন রেগুলেশন অথরিটির কাছে তাদের জবাবদিহিতা থাকে। তাই অবশ্যই রেগুলেটেড ব্রোকারে ট্রেড করবেন।

ডকুমেন্টস

আজকাল ফরেক্স এর নামে অনেক জায়গায় দেখা যায় মানি লন্ডারিং করতে । তাই,  এন্টি মানি লন্ডারিং আইন অনুযায়ী ব্রোকাররা শুধুমাত্র গ্রাহকের নাম থেকেই টাকা নিতে পারে এবং ঐ নামেই টাকা ফেরত দিতে পারে, কোন ৩য় ব্যক্তির মাধ্যমে নয়। তাই গ্রাহকের নাম ঠিকানা ভেরিফাই করার জন্য গ্রাহকের ডকুমেন্টস ব্রোকার কে পাঠাতে হয়। নাম ভেরিফাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানড কপি এবং এড্রেস ভেরিফাইয়ের জন্য আপনার নাম ঠিকানা সম্বলিত ব্যাংক স্ট্যাটমেন্ট / টেলিফোন বিল / বিদ্যুৎ বিল এর স্ক্যানড ফটোকপি পাঠাতে হবে।

যদি কোন ব্রোকা্রে ডকুমেন্টস ভেরিফাই এর দরকার না হয় তাহলে মনে করবেন ঐ ব্রোকার ভুয়া। কারণ সব গ্রাহকের ডকুমেন্টস ভেরিফাই করে রেকর্ড করে রাখা সরকারী আইন। ঐ ব্রোকার নিশ্চিত আইন ভংগ করছেন।

অনলাইন রিভিওঃ 

সবশেষে ফাইনাল ডিসিশন নেয়ার আগে অনলাইনে বিভিন্ন সাইট থেকে ব্রোকার রিভিও পড়ে নিতে পারেন। ব্রোকারের নাম + রিভিও লিখে গুগলে সার্চ করলে প্রচুর সাইট পাবেন।

যেমন – Exness broker Review.

ওখানে বর্তমান গ্রাহকদের রিভিও পড়ে দেখুন। Instant Execution, Faster Withdrawal , No Requotes , Good Customer Service এগুলো থাকলে বুঝবেন ভাল ব্রোকারই সিলেক্ট করেছেন।

forexpeacearmy.com হল সবচেয়ে জনপ্রিয় ব্রোকার রিভিও সাইট। এছাড়া ও বিভিন্ন সাইট আছে যেখানে ব্রোকার সম্পর্কে রিভিও পাবেন, একটু সময় লাগলেও কষ্ট করে দেখবেন, এতে সেই ব্রোকার এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা দুটো ই পেয়ে যাবেন ।

আরো একটা ব্রোকারের পতন। এবার বন্ধ হয়ে যাচ্ছে UMOFX

ইউএমওএফএক্স (UMOFX) ব্রোকারটি ২০১০ সাল থেকে ফরেক্স মার্কেটে ছিল। এটা ইনস্টাফরেক্স এর মতো মিনি লট ব্রোকার। স্প্রেড ও কম ছিলো ইন্সটাফরেক্স থেকে, মাত্র দুই পিপ। কিন্তু পার্টনারদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলতে না পারার কারনে খুব বেশি নাম করতে পারেনি ফরেক্স জগতে।

যেকোন ব্রোকারের জন্য বাংলদেশ একটু বেশি পছন্দের দেশ। এখানে ট্রেডারের সংখ্যা বেশি। কিন্তু UMOFX বাংলাদেশে মোটেও জায়গা করে নিতে না পারলেও মোটামুটি ৮ বছর ধরে টিকে ছিল। কিন্তু সম্প্রতি তারা সব সার্ভিস বন্ধের ঘোষনা দিয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে সকল সকল ট্রেডার  এবং পার্টনাদের তাদের একাউন্ট থেকে ডলার উইথড্র করে নেয়ার নোটিস দিয়েছে।

তাদের নোটিশ থেকে জানা যায়, মেটাকোট কর্পোরেশন UMOFX কে নোটিশ দিয়েছে যে, খুব শিঘ্রই টেকনিক্যাল ইস্যুর কারনে তাদের MT4 সার্ভিস বন্ধ করে দেবে। এতে কোন ট্রেডার আর ট্রেড করতে পারবেন না। Metaquotes Software Corp তাদের একটা সুযোগ দিয়েছে , যদি তারা সার্ভিস চালু রাখতে চায় তাহলে তাদেরকে MT5 লাইসেন্স রিনিউ করতে হবে। কিন্তু বিভিআই (BVI-British Virgin Island) তাদেরকে ছাড়পত্র দিচ্ছেনা। ফলে তাদের সার্ভিস বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকলো না।

২৭ জুলাই ২০১৮ এর মধ্যে ট্রেডারদেরকে সব ট্রেড ক্লোজ করতে বলা হয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে  বিকেল ৪ টার (GMT)  টার মধ্যে সকল ব্যালেন্স উত্তোলন করতে বলা হয়েছে।

আপনার বন্ধু বা পরিচিত কেউ এই ব্রোকারে ট্রেড করে থাকলে তাকে বিষয়টি খুব দ্রুত জানিয়ে দিন।

 

FBS ব্রোকার পরিচিতি

FBS – এফ. বি. এস ব্রোকারঃ

  • ব্রোকারঃ FBS (এফ. বি. এস)
  • দেশঃ মরিশাস
  • পেমেন্ট মেথডঃ লিবার্টি-রিজার্ভ, পারফেক্ট মানি, মানিবুকার্স,ওয়েব-মানি, আর. বি. কে মানি, ক্রেডিট কার্ড, এফ. বি. এস ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $5 (৫ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:১, ১:৩৩, ১:১০০, ১:২০০ এবং ১:৫০০
  • স্প্রেডঃ EURUSD – ২ পিপস, GBPUSD- ৩ পিপস
  • রেগুলেশনঃ FSC of Mauritius (লাইসেন্স নং. C108005331).

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • ট্রেডারদের জন্য নিজস্ব এফ. বি. এস ডেবিট মাষ্টারকার্ড
  • বাৎসরিক ইন্টারেস্ট (সোয়াপ অ্যাকাউন্টের ক্ষেত্রে। সোয়াপবিহীন অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট নেই)
  • ডেমো অ্যাকাউন্ট
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • $৫ ফ্রী ওয়েলকাম বোনাস
  • বিভিন্ন ধরনের বোনাস

সমস্যাঃ 

  • অ্যালার্ট-পে ডিপোজিট সাপোর্ট করে না।
  • বোনাস দিয়ে ট্রেড করা যায়না. নামে মাত্র বোনাস..

► ওয়েবসাইট

তাছাড়া , নতুন ট্রেডারদের জন্য আছে বোনাস ৫ $  , কেও যদি একটি মাইক্রো একাউন্ট খুলেন তাহলে তিনি তার একাউন্ট ভেরিফাই করলেই পাবেন বোনাস ৫ $।

Exness Broker

images (6)ইতিমধ্যে  এক্সনেস ব্রোকার বাংলাদেশে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে তার ইন্সট্যান্ট উইথড্র প্রসেসের কারনে। নিচে এক্সনেস ব্রোকার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

  • ব্রোকারঃ Exness (এক্সনেস)
  • দেশঃ Newzeland
  • পেমেন্ট মেথডঃ Wire transfer, Credit card, Skrill or Moneybookers, Payweb, Neteller, Perfect Money, Webmoney, Ukash, CashU and Internal transfer
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $2 ( ২ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:৫০ থেকে ১:২০০০
  • স্প্রেডঃ EURUSD – সর্বনিম্ন ০.৪ (ভ্যারিঅ্যাবল স্প্রেড) এবং ECN একাউন্টে 0 স্প্রেড
  • রেগুলেশনঃ FDR, CySEC

scalping_en_728x90_ver3

Broker: Exness

সুবিধাঃ

 

  • এই ব্রোকারের প্রায় সব কিছুই অটোমেটিক। ডিপোজিট, উইথড্র, বোনাস সব ইনস্ট্যান্ট।
  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • ফরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
  • 60% ডিপোজিট বোনাস
  • আসল চলে গেলেও বোনাস দিয়ে ট্রেড করা যায়। এমনকি একাউন্ট জিরো হয়ে গেলেও পরের ডিপোজিটে আগের ডিপোজিটের বোনাস পাওয়া যায়।
  • Any Strategy allowed
  • মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
  • স্প্রেড কম
  • EA হোস্টিংয়ের জন্য ফ্রি VPS সার্ভার
  • Verify এর ঝামেলা কম। একাউন্ট টু একাউন্ট ট্রান্সফারে কোন ভেরিফাই লাগেনা। এছাড়া শুধু ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করলেই চলে।

 Open an Exness Trading account

এক্সনেস এর মুল সাইট

কিভাবে Exness এ একাউন্ট খুলবো?

এক্সনেস ট্রেডিং একাউন্টের চার্ট সেটিং

ব্রোকার কি? ব্রোকার কয় প্রকার ও কি কি?

যে কোম্পানির সাথে আপনি একাউণ্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মার্কেটে লেনদেন করবেন তাকে ব্রকার বলে। অনেক ব্রকার আছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে। তবে ভাল ব্রকার বাছাই করা সহজ নয়।

আগের দিনে শুধুমাত্র  বিশাল  ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের  পরিবর্তনের  সাথে সাথে  বিভিন্ন  ফরেক্স  ব্রোকারের  আবির্ভাব  হয়।  ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার  সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্স মার্কেটে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
  • ১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
  • ২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker

download

ডিলিং ডেস্ক (Market Maker) ব্রোকারঃ

এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker ও বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে। এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না। তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য করেছেন যে Re-Quote কথাটি আসে। মূলত এরা হল রিটেইল ব্রোকার আর এই সকল ব্রোকার আমাদেরকে কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দিচ্ছে বলে ওরাও বিনিময়ে কিছু নিয়ে যাচ্ছে। তবে এইসব ব্রোকাররা সব সময় চেষ্টা করে ট্রেডারদের রিয়েল কৌওটে অর্ডার মেইক করে দিতে।  এই নিয়মে অর্থাৎ Hedge এর মাধ্যমে ট্রেডার এবং ব্রোকার উভয় সুবিধা লাভ করে থাকে।

নো-ডিলিং ডেস্ক (NDD) ব্রোকারঃ

এটা সাধারণ নিয়ম যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে। তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে যার কারনে আমাদের মত লো-ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না। তবে বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য আপনাকে খুব একটা ভাবাবে না।
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ
  • ১। Electronic Communications Network(ECN)
  • ২। Straight Through Processing (STP)
 ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ECN ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।