কিভাবে এক্সনেস ব্রোকারে একাউন্ট খুলবেন? Exness Broker এ Account করা একদম সহজ। নিচের ধাপ গুলো অনুসরন করুন। মাত্র দুই মিনিটে একাউন্ট করা হয়ে যাবে।
প্রথমে এখান থেকে এক্সনেস এর মূল সাইটটি তে যান। এবার উপরে ডান পাশে দেখুন Registration link আছে, ওটাতে ক্লিক করুন।অথবা সরাসরি নিচের লিংক থেকে রেজিস্টার পেজে চলে যান…
Open a Exness Live account
আপনি যদি এক্সনেসে একদম নতুন হয়ে থাকেন তাহলে নিচের ছবি টা দেখুন।
উপরের লাল তীর চিহ্নিত ঘর গুলো পূরন করে আগে এক্সনেসে একাউন্ট করে নিন। এটাকে PA বা Personal Area বলে। তারপর PA তে লগিন করে যত খুশি ট্রেডিং একাউন্ট করতে পারবেন।
PA তে একাউন্ট করা হলে ইমেইলে এবং মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফাই করে নিন। আইডি এবং এড্রেস ভেরিফাই চাইলে সাথে সাথে করতে পারবেন অথবা পরেও করতে পারবেন। ভেরিফাই করার জন্য এক্সনেস আপনাকে ১ মাসের সময় দেবে। এই এক মাস ভেরিফাই ছাড়াই ট্রেড করতে পারবেন।
এবার ট্রেডিং একাউন্ট করতে হবে। Open New Account এ ক্লিক করুন। দেখেন ৬ রকম একাউন্ট আছে সেখান থেকে আপনার পছন্দ মত একাউন্ট সিলেক্ট করুন। মনে রাখবেন ৫০ ডলারের কম ডিপোজিট করতে চাইলে আপনার জন্য Cent একাউন্ট খোলা ভাল।
তবে আপনার ডিপোজিট যদি ৫০০ ডলার বা তার বেশি হয় তাহলে আপনার জন্য Raw Spread Account খোলা ভালো। এটার স্প্রেড প্রায় জিরো। কমিশন কাটবে প্রতি লটে ৭ ডলার।
এবার যে ধরনের একাউন্ট খুলতে চান সেটার উপরে ক্লিক করুন। নিচের ছবির মতো আসবে…
যদি আপনি একেবারে নতুন হোন তাহলে Demo Account এ ক্লিক করুন। ৩/৪ মাস ডেমো প্র্যাকটিস করুন এবং প্রফিট না করা পর্যন্ত শিখতে থাকুন। নিয়মিত প্রফিটে না আসা পর্যন্ত রিয়েল একাউন্ট খুলবেন না এবং কোন ডিপোজিট করবেন না।
এরপর দেখুন MT4 এবং MT5 এই দুইটার মধ্যে আপনি যেকোন টা সিলেক্ট করতে পারেন। MT5 টা নতুন এসেছে। এটাকেই সাজেস্ট করবো। তবে বেশিরভাগ ট্রেডারই এখনো পুরাতন সফটওয়ার মানে MT4 ই ব্যবহার করেন। ধীরে ধীরে সবাই এমটিফাইভে কনভার্ট হচ্ছে।
তারপর নিচে হচ্ছে Leverage. এই লেভারেজই হচ্ছে ট্রেডারদের ধংশের মুল কারন। সেটা অন্য আলোচনা, শুধু এতোটুকু মনে রাখবেন লেভারেজ যত কম নিবেন তত ভালো। তবে বেশি কম নিলে আপনি ট্রেড করতে পারবেন না। তাই ১:২০ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সবশেষে পাসওয়ার্ড লিখে Create an Account এ ক্লিক করুন। পাসওয়ার্ড হতে হবে ছোট হাতের+বড় হাতের+ সংখ্যার। যেমন: Bdforex2020 এখানে কোন চিহ্ন ব্যবহার করা যাবেনা। Bdforex@2020 এখানে @ থাকার কারনে পাসওয়ার্ড টি নিবেনা। প্রথম উদাহরনের মতো পাওয়ার্ড দিতে হবে। Create account ক্লিক করলে ট্রেডিং একাউন্ট তৈরি হয়ে যাবে এবং ইমেইলে বিস্তারিত চলে যাবে।
যেকোন সহযোগিতার জন্য আমাদের Live Support বা Skype এ সহযোগিতা নিতে পারেন।
Skype: BDForexSchool