Fxprimus ব্রোকার দিচ্ছে ১০০% বোনাস এবং প্রতি লটে ৪$ ক্যাশব্যাক

Fxprimus ব্রোকার তার ট্রেডারদের জন্য  ১০০% ডিপোজিট বোনাস অফার করছে। একজন ট্রেডার সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত বোনাস নিতে পারবেন। এছাড়া প্রতি লট ট্রেডের জন্য ৪ ডলার ক্যাশ ব্যাক পাবেন।  এই অফারটি থাকবে ৩০ সেপ্টেম্বার ২০১৮ পর্যন্ত।

টার্মস এন্ড কন্ডিশন

  • নতুন এবং পুরাতন সকল ট্রেডার এই বোনাস নিতে পারবেন।
  • ECN একাউন্টে ৪ ডলার এবং ফ্লোটিং স্প্রেড একাউন্টে ২ ডলার ক্যাশব্যাক পাবেন।
  • কমপক্ষে ৫০০$ ডিপোজিটের জন্য এই অফার প্রযোজ্য।
  • এই অফারে একাউন্ট লেভারেজ সর্বোচ্চ  ৩০০:১ রাখা যাবে।
  • একজন ট্রেডার কেবলমাত্র একটি একাউন্ট এই বোনাস নিতে পারবে।
  • এই বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা। এটা ক্রেডিট হিসেবে থাকবে।
  • প্রতি লট ট্রেড কমপ্লিট হলে বোনাস ডলার ক্রেডিট ব্যালেন্স থেকে মুল ব্যালেন্সে যোগ হতে থাকবে।
  • ১ মিনিটের কম সময়ের ট্রেডের জন্য ক্যাশব্যাক পাওযা যাবেনা এবং দুই মিনিটের কম সময়ের ট্রেডের জন্য ৫০% ক্যাশ পাওয়া যাবে।
  • একাউন্টের মূল ব্যালেন্স জিরো হলে সাথে সাথে বোনাস কেটে নেওয়া হবে।
  • একাউন্ট থেকে যেকোন পরিমান উইথড্র দিলে সাথে সাথে সকল বোনাস কেটে নেওয়া হবে।

একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন-

Sign Up and get 100% bonus

 

পোস্ট টি ভাল লাগলে শেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন।

কোন ডিপোজিট ছাড়াই $500 স্টার্টআপ বোনাস নিন

$500 স্টার্টআপ

নো ডিপোজিট বোনাস

$500 স্টার্টআপ বোনাস নিন
কোন বিনিয়োগ এবং ঝুঁকি ছাড়া এখনই বিনিয়োগ করুন!
শুধুমাত্র দুইটি পর্যায়। এটি সম্পন্ন করতে ১৫ সেকেন্ডের কম সময় লাগবে।
 ভেরিফিকেশন ছাড়াই নিবন্ধন
 নো ডিপোজিট বোনাস প্রয়োজন
 আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে
শুধুমাত্র নতুন ট্রেডারদের জন্য এই সুযোগ

বোনাস নিতে এখানে ক্লিক করুন



বোনাস প্রোগ্রামের নীতিমালা।

  1. ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস হলো একটি নো ডিপোজিট বোনাস। ইন্সটাফরেক্সের প্রতিটি নতুন গ্রাহকের এই বোনাস গ্রহণের অধিকার আছে।
  2. স্টার্টআপ বোনাস জমার জন্য অ্যাকাউন্ট খোলার সময়, পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্টের তথ্যের সাদৃশ্য থাকতে হবে। একবার বোনাস জমা হলে ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে না।
  3. ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  4. বোনাস তহবিল উত্তোলন করা যাবে না, অধিকন্তু, এই বোনাস ট্রেড করে প্রাপ্ত মুনাফা চুক্তির নীতিমালা অনুযায়ী উত্তোলন করা যাবে।
  5. গ্রাহকগণ সম্মত থাকবে যে, উত্তোলনের ক্ষেত্রে কোম্পানি মুনাফার পরিমাণ নির্ধারণ করে দিতে পারে অথবা এই মুনাফা কমিয়ে ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাসের ১০% নির্ধারণ করে দিতে পারে। এই সীমাবদ্ধতা নির্ধারণের সময় ট্রেডিং বাতিল হয়ে যাবে।
  6. গ্রাহক সম্মত থাকবে যে, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমার জন্য নির্দেশ প্রদান করবে। সেইসাথে, কোম্পানি এই ডিপোজিটের সাথে অতিরিক্ত ৩০% বোনাস জমা করবে।
  7. অতিরিক্ত ৩০% বোনাস ৩০% স্বাগত বোনাস এর চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে।
  8. গ্রাহক সম্মত থাকবে যে ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস রিয়েল ডিপোজিট ফান্ড এবং অ্যাকাউন্টের বোনাস প্রফিটের মধ্যে সমানুপাতিক হারে বণ্টন হবে। সেইসাথে, বোনাস ফান্ড থেকে প্রাপ্ত মুনাফার অংশ কিছু সময় উত্তোলন করা যাবে না, এই চুক্তির ধারা ১১ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত নিদিষ্ট সংখ্যক ট্রেড সম্পন্ন করা না হয় ততক্ষণ পর্যন্ত অর্থ উত্তোলন করা যাবে না।
  9. অ্যাকাউন্ট থেকে যে কোন পরিমাণ অর্থ উত্তোলনের সময়, ইন্সটাফরেক্সের স্টার্টআপ বোনাসের মুনাফা থেকে সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হবে।
  10. ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস এবং ফিক্সড প্রফিট বোনাস প্যাম অ্যাকাউন্টে বিনিয়োগ করা যাবে না, কিন্তু ফরেক্সকপি সিস্টেমে ব্যবহার করা যাবে।
  11. একটি নিদিষ্ট সংখ্যক বাই এবং সেল ট্রেড সম্পন্ন করার পর ফিক্সড বোনাস প্রফিট উত্তোলন করা যাবে। মোট ট্রেডের পরিমাণ X*3 ইন্সটাফরেক্স লটের সমান। যেখানে X হলো ফিক্সড বোনাস প্রফিটের মোট পরিমাণ। শুধুমাত্র মোট বোনাস উত্তোলন করা যাবে, অংশিক বোনাস উত্তোলন করা যাবে না। একটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বোনাস ফান্ড উত্তোলন করতে, একজন ট্রেডারকে bonuses@instaforex.comএ একটি অনুরোধ পাঠাতে হবে। ম্যানেজার আপনার উত্তোলনের অনুরোধ বিবেচনা করলেই আপনি এই বোনাস উত্তোলন করতে পারবেন। কোম্পানি কোন কারণ দর্শানো ব্যতীত আপনার বোনাস বাতিল করতে পারে।
  12. বোনাস অ্যাকাউন্ট নিবন্ধনের সময় প্রদত্ত ঠিকানায় গ্রাহক কোম্পানির সেবা সম্পর্কিত তথ্য গ্রহণ করতে সম্মত থাকবে।
    ঝুঁকি
  13. * কোম্পানি পূর্বের কোন নোটিশ ছাড়াই ইন্সটাফরেক্স স্টার্টআপ বোনাস এবং মুনাফা বাতিল করতে পারে। সুতরাং বোনাস ফান্ডকে আপনার মুনাফার সাথে হিসেব করবেন না। কোম্পানি বোনাস বাতিলের জন্য কোন ধরনের দায়বদ্ধতা স্বীকার করবে না, এর মধ্যে স্টপ আউট ও রয়েছে, কারণ বোনাস হলো কোম্পানির সম্পত্তি।*
  14. গ্রাহকগণ সম্মত থাকবে যে বর্তমান তহবিল (ইকুইটি/ ফান্ড অনুপাত) বর্তমান বোনাস তহবিলের চেয়ে হ্রাস পেলে, উদাহরণ সরূপ যখন বর্তমান লোকসান গ্রাহকের প্রকৃত তহবিলের চেয়ে বেশি হবে, সেক্ষেত্রে, সকল তহবিল বোনাস তহবিল হিসেবে গণনা হবে। ডিপোজিটের সময়, ডিপোজিটের পরিমাণ এবং বোনাস তহবিলের মান অনুপাতে অ্যাকাউন্টের তহবিল গণনা করা হবে এবং গ্রাহকের বোনাস ফান্ড ও রিয়েল ফান্ডের মধ্যে ভাগ করা হবে।
  15. কোম্পানি কোন পূর্ব নোটিশ ছাড়াই প্রচারাভিযানের নিয়মাবলী পরিবর্তন করতে পারে।

 

*এই ধারাটি বোনাস সিস্টেমের সাথে জড়িত প্রতারণামূলক কার্যক্রম রোধে গঠন করা হয়েছে। অধিকন্তু, এর মানে এই নয় যে, পূর্বে প্রাপ্ত যে সকল অ্যাকাউন্টের বোনাস বাতিল হয়েছে তারা সবাই নিয়ম ভঙ্গ করেছে, কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভঙ্গের কারণ নির্ধারণ করা খুবই কঠিন। বোনাস সিস্টেমের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে ভুলবশতঃ বোনাস বাতিল হওয়ার সম্ভাবনা ১০%।

Roboforex দিচ্ছে ৫০% Tradable Bonus

Roboforex দিচ্ছে ৫০% Tradable Bonus

ট্রেডাবল বোনাস কি জানতে এখানে ক্লিক করুন। ট্রেডাবল বোনাস

 

  • ১০-২৯৯ ডলার পর্যন্ত ডিপোজিটের জন্য ২৫% ট্রেডাবল ডিপোজিট বোনাস।
  • ৩০০ বা তার বেশি ডিপোজিটের জন্য ৫০% ট্রেডাবল ডিপোজিট বোনাস।
  • ১ একাউন্টে সর্বোচ্চ ৩০০০ এবং সব একাউন্ট মিলিয়ে সর্বোচ্চ ৬০০০ ডলার পর্যন্ত এ বোনাস নেয়া যেতে পারে।
  • নতুন পুরাতন সকল ট্রেডারই এ বোনাস নিতে পারবে।
  • যেকোন পেমেন্ট প্রসেসর এ ডিপোজিটেই এ বোনাস পাওয়া যাবে।
  • বোনাস সাথে সাথে চলে আসবে। আলাদা কোন রিকোয়েস্ট করতে হবেনা।
  • লট পুরন সাপেক্ষে বোনাস উইথড্র করা যাবে।
  • ECN ছাড়া যেকোন ধরনের একাউন্টেই এই বোনাস পাওয়া যাবে।
  • যে একাউন্টে আগে অন্য ধরনের বোনাস  নেয়া হয়েছে সে একাউন্ট এ বোনাস নেয়া যাবেনা।
  • এই বোনাস টা ব্রোকারের অংশ তাই ব্রোকার প্রফিটের ভাগ নেবে। মনে করুন আপনি ১০০০ ডলার ডিপোজিট দিয়েছেন ৫০০ বোনাস পেলেন। ব্যালেন্স হল ১৫০০ ডলার। এখন একটা ট্রেডে ১৫০ ডলার প্রফিট করলেন। এখন এই প্রফিটের ১০০ আপনি উইথড্র করতে পারবেন আর বাকি ৫০ বোনাস হিসেবে একাউন্ট যোগ হয়ে যাবে। তখন আপনার মোট বোনাস দাড়াবে ৫৫০ ডলার। পরবর্তীতে সব বোনাসই লট পুরন সাপেক্ষে উইথড্র করা যাবে।
  • প্রতি লটে ১ ডলার হিসেবে বোনাস উথড্র করা যাবে।
  • কোন একাউন্ট যদি জিরো হয়ে যায় তাহলে একাউন্ট সব বোনাসের হিসা বাতিল হয়ে যায়। নতুন ডিপোজিটে সব হিসেব নতুন করে শুরু হবে

বোনাস নিতে নিচের লিংকে ক্লিক করুন…
Tradable bonus 25% or 50%

Get 50% Bonus now

কোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন।

Tradable Bonus কি?

Tradable হচ্ছে সেই বোনাস যা দিয়ে ট্রেড করা যায়।

বুঝিয়ে বলি, মনে করুন আপনি কোন ব্রোকারে ১০০০ ডলার ডিপোজিট করলেন। ব্রোকার আপনাকে ৫০০ ডলার বোনাস দিল। এখন আপনি ১০০০ ডলার লস করে ফেলেছেন। আপনার একাউন্টে ৫০০ ডলার আছে। মানে শুধু বোনাস টা আছে। এখন এই বোনাস দিয়ে যদি ট্রেড করা যায় তাহলে এটাকে বলে ট্রেডাবল বোনাস। বেশিরভাগ ব্রোকার কর্তৃক দেয়া বোনাস ই ট্রেডাবল বোনাস না। ডিপোজিট এমান্ট লস হয়ে গেলে সাথে সাথে বোনাসটা ক্যানসেল করে দেয়।

যেমন ধরুন, কোন ব্রোকারে আপনি ১০০০ ডলার ডিপোজিট করলেন আর ব্রোকার আপনাকে আরো ১০০০ ডলার বোনাস দিল। আপনার টোটাল ব্যালেন্স হল ২০০০ ডলার।  আপনি যদি কোন কারনে ১০০০ লস করে ফেলেন সাথে সাথে বাকি ১০০০ বোনাস ক্যানসেল হয়ে যায়। আপনার একাউন্ট জিরো। এ ধরনের বোনাসকে বলা হয় Credit Bonus.

USGFX দিচ্ছে 50% Credit Deposit Bonus

.

USGFX দিচ্ছে 50% credit Bonus। বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা এবং বোনাস লসও করা যাবেনা. তবে লট পুরন করলে বোনাস উইথড্র করা যাবে।

Minimum Deposit:   100$ (Mini account)

Spread                    :    from 2.8 pips on major currency pairs

 

Deposit Method:

Neteller                (Deposit fee 3.2% + USD 0.2   withdrawal fee 0)

Skrill                     (Deposit fee 3.9%+€0.3         withdrawal fee 1%)

Perfect Money    (Deposit fee 1.99%             withdrawal fee 1.99% )

OK Pay                 (Deposit fee 0.5%            withdrawal fee 0.5% )

WebMoney         ( Deposit fee 0.80%           withdrawal fee 0.80%)

 

একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন..

Open a USG Live Account

USGFX অস্ট্রেলিয়ান ব্রোকার।

regulated by  ASIC (Australian Securities and Investment Commission).

New Zealand Financial Service Providers (FSP)

Master Forex দিচ্ছে 200% Knockdown ডিপোজিট বোনাস

১৭ ফেব্রুয়ারী থেকে ৮ মার্চ পর্যন্ত  Master Forex সকল নতুন ট্রেডারদের ১০০% ডিপোজিট বোনাস দিচ্ছে.

শর্তাবলী:

  • এই promotion চলবে 19 September, 2014 থেকে পরবন্তী ঘোষনা না দেয়া পর্যন্ত।
  • promotion চলাকালীন সময়ে যারা নতুন একাউন্ট অপেন করেছেন শুদু তারাই এই বোনাস পাবেন.
  • একজন ট্রেডার শুধুমাত্র একটি একাউন্টে শুধুমাত্র একবার এই বোনাস নিতে পারবেন.
  • কমপক্ষে ১০০ ডলার ডিপোজিট করতে হবে.
  • বোনাস withdraw করার জন্য বোনাসের ১/৫ লট পুরন করতে হবে. অর্থাত আপনি যদি ১০০ ডলার বোনাস পান তাহলে আপনি যদি ২০ লট ট্রেড কমপ্লিট করতে পারেন তাহলে আপনি বোনাস withdraw করতে পারবেন.
  • বোনাস দিয়ে ট্রেড করা যাবেনা বা বোনাস লস করা যাবেনা.
  • শুধুমাত্র  Standard এবং Micro একাউন্টে এই বোনাস পাওয়া যাবে.
  • একাউন্ট করার জন্য এই লিংক এ ক্লিক করুন

FXTM 1000 Cent No Deposit Bonus

FXTM 1000 Cent No Deposit Bonus

১০০০ সেন্ট অর্থাত ১০$ ফ্রী বোনাস পাওয়ার জন্য আপনাকে সেন্ট একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য নিচের লিংক এ ক্লিক করুন…

Get 1000 Cent No deposit Now

 

একাউন্ট খোলা হয়ে গেলে Live chat এ contact করবেন । ওরা আপনাকে একটা কোড দেবে। কোড টা কোথায় বসাবেন তাও বলে দেবে। সাথে সাথে আপনার একাউন্টে ১০০০ সেন্ট জমা হয়ে যাবে।  এই বিষয়ে আরো কোন তথ্য আপনার জানা থাকলে নিচের কমেন্ট ঘরে লিখুন। পরবর্তীতে আমি পোস্ট এ যোগ করে দেবো। এতে সকলের উপকার হবে। কোন সমস্যার সম্মুখিন হলে সেটাও জানাবেন।

PaxForex 7$ No Deposit Bonus

Pax Forex দিচ্ছে 7$ No Deposit Bonus,  শর্তগুলো মোটামুটি সহজ। সুতরাং এখান থেকে Profit করে ডলার তুলতে পারবেন আশা করি। কেউ একাধিক একাউন্ট করার চেষ্টা করবেন না। এমনকি ভিন্ন নামেও না.. তাহলে ব্যান খাবেন ১০০%

 

bonus_nodeposit

Open Bonus Account

 

নিয়মাবলি নিচে দেয়া হল

 

Initial balance: USD 7
Available volume lot size: 0.01 – 0.6
Maximum number of open positions: No limit
Leverage: 1:500
Instruments: Currency pairs
Expert Advisors: Yes
Scalping yes
Forex Bonus Withdrawal requirements
Total Traded volume size must be 1.5 lots (150 trades) per each $5 profit

How to receive Your Free Welcome Forex bonus:

  1. Click button “Get bonus

    – If you are already registered with us then follow instructions “How to open new Forex account and choose “Bonus Welcome $7
    – If you are not register with us, fill the form.

  2. Login in to myPaxForex
  3. Verify your account by submitting your personal Proof of ID (passport, driver’s license) and a proof of address.

To withdraw Profit from the Free welcome forex bonus the client has to have traded a Total trading volume size of 1.5 lots for every $5 profit.

Example:

A Client receives a USD 7 welcome forex bonus. After some trades the client makes USD 5 profit; the balance is now USD 12. To withdraw the profit of USD 5 (profit) the client has to trade a total trading volume siz of 1.5 lots. This means that the client can make 150 trades per 0.01 lot size or 15 trades per 0.1 lot and etc. After more trading, the forex trader earns another $5. The balance becomes $17 ($10 profit) and he has traded 1.5 lots. In this case, the trader could withdraw $5 and the rest of the profit remain in his account. To withdraw another USD 5,the trader has to trade another 1.5 lots.

Total trading Volume size Example Calculation:

A Client made two trades. His first trade has a volume size of 0.01, and his second trade has a volume size of 0.1. Total Trading Volume size is 0.11 = 0.01+0.1

“7$” Free Welcome Forex Bonus Specification is subject to Terms and Conditions.

 

Get Forex Bonus Daily

এটি একটি বিশেষ একাউন্ট। এই একা্ন্টের সুবিধা হল প্রতিদিন আপনার ট্রেডের ভিত্ততে আপনি বোনাস পাবেন। যেমন আপনি আজ ১ ডলার করে ১০ টি ট্রেড করেছেন তাহলে আপনি দিন শেষে ১৫ ডলার বোনাস পা্বেন। আপনি লাভে থাকলেও পাবেন, লসে থাকলেও পাবেন। ধরা যাক, equity ছিল 200 dollar. সারাদিন trade করে loss খেয়ে আপনার equity হয়ে গেল $195 কিন্তু দিন শেষে bonus পেলেন $15 তাহলে আপনার equity হয়ে গেল $210. সতিঃ এটা একটা অসাধারন ব্যপার। একাউন্ট করার জন্য নিচের Form টি পুরন করুন।