Tradable হচ্ছে সেই বোনাস যা দিয়ে ট্রেড করা যায়।
বুঝিয়ে বলি, মনে করুন আপনি কোন ব্রোকারে ১০০০ ডলার ডিপোজিট করলেন। ব্রোকার আপনাকে ৫০০ ডলার বোনাস দিল। এখন আপনি ১০০০ ডলার লস করে ফেলেছেন। আপনার একাউন্টে ৫০০ ডলার আছে। মানে শুধু বোনাস টা আছে। এখন এই বোনাস দিয়ে যদি ট্রেড করা যায় তাহলে এটাকে বলে ট্রেডাবল বোনাস। বেশিরভাগ ব্রোকার কর্তৃক দেয়া বোনাস ই ট্রেডাবল বোনাস না। ডিপোজিট এমান্ট লস হয়ে গেলে সাথে সাথে বোনাসটা ক্যানসেল করে দেয়।
যেমন ধরুন, কোন ব্রোকারে আপনি ১০০০ ডলার ডিপোজিট করলেন আর ব্রোকার আপনাকে আরো ১০০০ ডলার বোনাস দিল। আপনার টোটাল ব্যালেন্স হল ২০০০ ডলার। আপনি যদি কোন কারনে ১০০০ লস করে ফেলেন সাথে সাথে বাকি ১০০০ বোনাস ক্যানসেল হয়ে যায়। আপনার একাউন্ট জিরো। এ ধরনের বোনাসকে বলা হয় Credit Bonus.