ওকে পে পেমেন্ট প্রসেসর
নিটেলার এবং মানিবুকার্স যে হারে ব্লক মারা শুরু করছে তাতে আমরা হতাশ এমন অবস্থায় অনেকেই বিকল্প পেমেন্ট প্রসেসর খুজছেন। অনলাইনে দিন দিন ওকে পে জনপ্রিয় হয়ে উঠছে। নিছে ওকে পে বিষয়ে সংক্ষিপ্ত বর্ননা দেয়া হল।
- প্রতিষ্ঠাকাল – ২০০৭
- দেশ: যুক্তরাজ্য
- ফি: একাউন্ট টু একাউর্ট ০.০৫% সর্ব্বোচ্চ ২.৯৯$
- বাংলাদেশে বা্ংক ট্রান্সফার করা যায়
- মাস্টারকার্ড আছে
- বেশিরভাগ ফরেক্স ব্রোকারই ওকে পে সাপোর্ট করে
- ভেরিফাই ছাড়াও লেনদেন করা যায় । লিমিট মাসিক ৩০০$
ওকে পে একাউন্ট খুলতে নিচের লিংকে এ ক্লিক করুন
Open an OK pay account
একাউন্ট করার সময় পাসওয়ার্ডে হয়তো আপনার সমস্যা হতে পারে.. যদি হয় তাহলে নিচের নিয়মগুলো অনুসরন করুন..
* আপনার পাসওয়ার্ড হবে ৮ ডিজিটের
* মিনিমাম ১টা বড় হাতের লেটার (A-Z) থাকতে হবে।
* মিনিমাম ১টা ছোট হাতের লেটার (a-z) থাকতে হবে।
* মিনিমাম একটা সঙ্খ্যা (0-9)থাকতে হবে অথবা চিহ্ন (% # @ ইত্যাদি) থাকতে হবে।
সব কিছু মিলিয়ে মোত ৮টা ডিজিট হবে।
এর পরেও কিছু জানার থাকলে আমাদের FB Page বা Skype এ যোগাযোগ করুন: Skype: BDForexSchool