ইনস্টাফরেক্স এখন স্কাম হয়ে গেছে। তাই ইনস্টা ফরেক্স এর কোন ফোরামে পোস্ট করে লাভ নেই। প্রথমত ডলার দিবেনা। দিলেও আপনি যদি প্রফিট করেন তো একাউন্ট ব্যান করে দিবে। প্রথম কিছুদিন উইথড্র করলে ডলার দিছে। এখন বাটপারীর চরম সীমায় উঠে গেছে। আপনারা Mayzuz এ পোস্ট করতে পারেন। ওরা এখন পেমেন্ট দিচ্ছে।
ইনস্টাফরেক্স রিলেটেড অনেকগুলো ফোরাম আছে যে ফোরাম গুলোতে উপযুক্ত মন্তব্য পেশ করলে তারা আমাদেরকে ২০ অথবা ৩০ সেন্ট করে প্রদান করে থাকে । তাদের ফোরামে বিভিন্ন টপিকস থাকবে সেই টপিকস এর উপর ভিত্তি করে আপনাকে কমেন্ট করতে হবে । যেমন –
1. Demo Trading is important or not?
2. What do you like scalping or day trading?
3. Do you use indicator?
এই ৩ টা আলাদা আলাদা টপিক এবং টপিক গুলো এই টাইপের থাকবে এবং আপনাকে টপিকের উপর ভিত্তি করে কমেন্ট করতে হবে । প্রত্যেক কমেন্টের জন্য ২০ অথবা ৩০ সেন্ট করে পাবেন এটা একেক ফোরাম এ একেক রকম ।
ফোরাম গুলোর কিছু বিশেষ কিছু রুলস আছে যা আমাদের মেনে চলতে হবে একটু এদিক সেদিক হলেই ব্যান করে দিবে । সেই রুলস গুলো নিম্নরুপ:
১. একটা পিসি থেকে আপনি একটাই একাউন্ট করতে পারবেন ।
২. কোন ধরনের স্পামিং করলে সাথে সাথে ব্যান করবে নিরবে ।
৩. কোন মেম্বারের কমেন্ট কপি পেস্ট করলেই ব্যান খাবেন ।
৪. কোন মিথ্যা , অশ্লিল কিছু পোস্ট করা যাবে না ।
৫. প্রত্যেক কমেন্ট এর ফন্ট সাইজ ২ এবং কমেন্ট দের থেকে দুই লাইন হতে হবে টপিক বুঝে ।
আরো অনেক কিছু আছে যা আপ্নারা সাইট ভিসিট করলে জানতে পারবেন ।
এখন পেমেন্ট এর কথায় –
ধরুন আপনি প্রতিদিন ২০ টি করে সারা মাসে ৬০০ টি পোস্ট করেছেন যার ফলে আপনি ৬০০*৩০ সেন্ট = ১৮০ ডলার পাবেন ।
এই ডলার আপনি সরাসরি withdraw করতে পারবেন না। এটা দিয়ে ট্রেড করতে পারবেন। যদি প্রফিট করতে পারেন তাহলে শুধু প্রফিট টা withdraw করতে পারবেন।
আপনাকে প্রথমে Instaforex এ একটা Account খুলতে হবে . একাউন্ট খোলার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Open a Forum Posting Trading Account
এই Account টা ফোরাম এ লিঙ্ক করতে হবে এবং একটা ফোরাম এ একটাই লিঙ্ক করতে পারবেন এবং ২ মাসের মধ্যে তা চেঞ্জ করতে পারবেন না এবং তা করার পর প্রতি মাসের ১ থেকে ৮ তারিকের মধ্যে আপনার instaforex account এ ডলার জমা হয়ে যাবে যা দিয়ে আপনি দস্তুর মত ট্রেড করতে পারবেন কোন রিস্ক ছাড়া কিন্তু withdraw দিতে পারবেন না যতক্ষন না আপনি প্রফিট করতে পারবেন । আপনি প্রফিট করার সাথে সাথেই তা withdraw দিতে পারবেন । ধরুন আপনি বোনাস পেয়েছেন ৩০ ডলার এখন ৩০ এর উপরে যত ডলার আপনি করতে পারবেন সব আপনার । withdraw করার নিয়মটা এখানে ক্লিক করে জেনে নিন।
ফোরাম পোস্টিং ডলার উঠানোর নিয়ম
সবচেয়ে বড় সুবিধা হচ্চে আপনি প্রথম মাসে যদি ১৮০ ডলার করেন তাহলে ছোট ছোট ট্রেড করুন আর সাথে ফোরাম পোস্ট করুন তাহলে ২য় মাসে আরো বোনাস জমা হবে এতে করে আপনি আপনার ব্যালেন্স অনেকটা বাড়িয়ে নিতে পারবেন
ইন্ডিয়ার ফোরামে ৩০ সেন্ট পাবেন প্রতি কমেন্টের জন্য ।
নাইজেরিয়া ফোরামে 20 সেন্ট করে পাবেন ।
ইনস্টাফরেক্সে একাউন্ট খোলা হলে এবার fourm এ চলে যান।
অনেকেই ইনডিয়ান ফোরামে ব্যান হচ্ছেন, কিন্তু এমটি ফাইভে হচ্ছেন না। তাই নতুনদের শুধু এমটি ফাইভেই একাউন্ট খোলা উচিত।
ফোরামে একাউন্ট খুলুন। একাউন্ট খোলার পর My profile এ ক্লিক করুন, এর পর Bonus for post – এ ক্লিক করুন + এ ক্লিক করে আপনার ইন্সটাফরেস্কের একাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিন। এভাবে প্রতিটি ফোরামে আপনার ইন্সটাফরেস্কের একাউন্ট এড করুন।
আবার কাউকে রেফার করলে আপনিও পাবেন প্রতি পোস্টে ১০ সেন্ট করে। কাজেই অফুরন্ত সুজুগ রয়েছে,ডিপোজিট সংগ্রহ করার। আজই নেমে পরুন।
আমার মতে দিনে ৫ টির বেশী পোস্ট ঠিক না নতুন অবস্থায়। পরবর্তীতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট হলে ৫০ এর উপরে পোস্ট করা যাবে। আজে বাজে পোস্ট করলে বেন হয়ে যাবেন।সাবধান।
কোন সমস্যা হলে যোগাযোগ করতে পারেন- Skype: ABASAYA