Double Bottom Chart Pattern

মনে রাখবেন ডাবল বটম প্যাটার্নটি, ডাবল টপ প্যাটার্নের সম্পূর্ণ বিপরীত। ডাবল টপ বুঝলে, ডাবল বটম আপনি সহজেই বুঝে যাবেন। এটিও একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। এটিও ডাবল টপের মত একটি রিভারসাল চার্ট প্যাটার্ন।  মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে W  এর মতো।doublebottom

কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে লো/বটম তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ আপট্রেন্ড

double_bottom_reversal_pattern

কোন সাপোর্টে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ওপরে ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট আপট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ

“ট্রেডাররা প্রথমে একটি নতুন লো প্রাইস তৈরি করেছে। কিন্তু তা সাপোর্ট হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার সাপোর্টটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী সাপোর্ট হিসেবে ধরে আবার বাই পজিশন নিয়েছে।”

 

তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল বটম দেখা গেলে পরবর্তীতে মার্কেট আপ হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।

Exness মেটাট্রেডারের চার্ট সেটিং

এক্সনেস মেটাট্রেডারের চার্ট সেটিং এ  বিরম্বনায় পরেন নাই এমন লোক খুব কমই আছে। চার্ট লোডিং হতে থাকে, কিন্তু চার্ট আর আসেনা।  এবার চলুন খুব সহজেই এই সমস্যা থেকে সমাধানের সহজ পদ্ধতিটি জেনে নেই।

 

প্রথমে Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। Hide All এ ক্লিক করুন।hide all

তারপর আবার Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক  করে Symbol এ ক্লিক করুন।

Symboll

 

এবার একটা Symbol এর নতুন window আসবে। এখন আপনার একাউন্ট যদি Cent account হয় তাহলে আপনি Forex Cent এ ক্লিক করুন। আর আপনার একাউন্ট যদি Mini Account হয় তাহলে Forex Mini তে ক্লিক করুন। তারপর Show তে ক্লিক করুন। এবার window টি ক্লোজ করে দিন।  ECN একাউন্ট চার্ট এর এই সমস্যা হয়না।

show

 

এবার আপনি Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক করে chart window তে ক্লিক করে নতুন চার্ট নিন।

chart window

আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।

 

এরপরও যদি কারো কোন সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।