মনে রাখবেন ডাবল বটম প্যাটার্নটি, ডাবল টপ প্যাটার্নের সম্পূর্ণ বিপরীত। ডাবল টপ বুঝলে, ডাবল বটম আপনি সহজেই বুঝে যাবেন। এটিও একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। এটিও ডাবল টপের মত একটি রিভারসাল চার্ট প্যাটার্ন। মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে W এর মতো।
কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে লো/বটম তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ আপট্রেন্ড
কোন সাপোর্টে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ওপরে ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট আপট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ
“ট্রেডাররা প্রথমে একটি নতুন লো প্রাইস তৈরি করেছে। কিন্তু তা সাপোর্ট হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার সাপোর্টটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী সাপোর্ট হিসেবে ধরে আবার বাই পজিশন নিয়েছে।”
তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল বটম দেখা গেলে পরবর্তীতে মার্কেট আপ হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।