ফরেক্স রোবট কি?

Expert Advisor বা EA ফরেক্স রোবট নামেই বেশি পরিচিত।imagesএক্সপার্ট এডভাইসর হল এক ধরনের প্রোগ্রাম যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে। প্রতিটি রোবট বা EA তাদের নিদের্শনা অনুযায়ী নির্দিষ্ট  স্ট্রাটেজিতে ট্রেড করে। ফলে অনেক এক্সপার্ট এডভাইসর বা রোবটই প্রফিট করতে পারে। কিন্তু অধিকাংশ এক্সপার্ট এডভাইসর কিনতে হয় এবং লাইসেন্স লাগে। ফ্রি এক্সপার্ট এডভাইসরগুলো তেমন ভাল কাজ করে না। এক্সপার্ট এডভাইসর আপনাকে ব্যাপক লসের সম্মুখীনও করতে পারে। তাই রিয়াল একাউন্টে রোবট ব্যবহারের আগে অবশ্যই আগে ডেমোতে টেস্ট করে নিবেন।

Ironfx এর সেমিনারে Debate contest এ প্রথম ১ম স্থান অর্জন করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন

207808_2624901277333_2081494275_n

গত ২২ জুন ২০১৩ ঢাকার গুলশান ২ এর স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত Ironfx এর সেমিনারে Debate contest অনুষ্ঠিত হয়।  এ প্রতিযোগীতায় অংশ নিয়ে  ১ম স্থান অর্জন   করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন মুহাম্মাদ রকিবুল ইসলাম।  ৯ জন  শক্ত প্রতিদন্ধী কে হারিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শুধু হল ভর্তি দর্শকদেরই আকৃষ্ট করেননি, আকৃষ্ট করেছেন বিচারকদেরও। প্রতিযোগীতায় প্রথম  স্থান অর্জন করে তিনি ৫০ ডলার জিতে নেন। এ বিষয়ে তিনি   বলেন, ‘প্রথম হওয়াটা আমার মূল উদ্দেশ্য ছিলনা। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কনটেস্টে অংশ নিয়েছিলাম। হয়তো আমার বক্তব্য বিচারকদের কাছে গুরুত্বপূন্য মনে হয়েছে তাই বিজয়ী হয়েছি।’ উল্লেখ্য, মুহাম্মাদ রকিবুল ইসলাম একজন ফরেক্স ট্রেডার এবং ট্রেইনার। সেখানে তার অনেক ছাত্র, বন্ধু এবং শুভাকাংখী উপস্থিত ছিলেন।

ফরেক্স এ পাগলেও প্রফিট করতে পারে, ছাগলে পারেনা

আমার লেখাটা পড়ে কেউ হয়তো মনে কষ্ট পেতে পারেন, তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। ফরেক্স এর প্রতি দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে। প্রতিদিন অতি উতসাহ আর উদ্দিপনা নিয়ে ফরেক্স যুদ্ধে নামছেন নতুন নতুন ট্রেডার। কিন্তু পরিনাম একি… আগের মতোই ৯৫% ট্রেডার প্রফিট তো দুরের কথা নিজের ব্যালেন্সটাকেই টিকিয়ে রাখতে পারেনা।boz-5haditabasi-(goat5).jpg

তাহলে ফরেক্স কি এতোই দু:সাধ্য? আমার মতে  এর উত্তর, ‘না’. আমি মনে করি,  ফরেক্স এ পাগলেও প্রফিট করতে পারে, ছাগলে পারেনা।

এখানে আমি পাগল বলতে বুঝাতে চাচ্ছি, এমন লোকদের যারা ফরেক্স বোঝেনা, উল্ট পাল্টা ট্রেড করে। যেমন ধরুন মার্কেট  Strong sell কিন্তু কোন এক পাগলে সেই মার্কেটে Buy ট্রেড বসালো। তারপর টানা ২ সপ্তাহ নামতে থাকলো। ২ সপ্তাহ নামার পর মার্কেট আবার উঠতে শুরু করলো। অবশেষে ১ মাস পর পাগলের ট্রেডটি TP হিট করলো। পাগল উল্টা ট্রেড দেয়ার পরও কিন্তু পাগল এখন প্রফিটে।

আমি ছাগল বলতে বুঝাচ্ছি, যে শুধু খাই খাই করে। কথায় আছে, ”পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়।” এই রকম খাই খাই স্বভাবের ছাগলরা যখন ফরেক্স মার্কেটে আসে তখন তারা তাদের ব্যালেন্স নিয়ে এক সপ্তাহও টিকে থাকে না। এই ধরনের ট্রেডারদের হয়তো ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞানও আছে কিন্তু তাদের এই খাই খাই স্বভাবের কারনে তাদের পতন অনিবার্য। ধরুন, মার্কেট স্ট্রং সেল এবং সেই ছাগল ট্রেডার সেটা বুঝতে পেরেছে। সে তখন সে চিন্তা করলো মার্কেট তো নিশ্চিত নামবে, তাই সে ২০০ পিপস হাতে রেখে বড় ভলিউমের একটা ট্রেড বসালো, মার্কেট উপরের উঠতে শুরু করলো , কিছুক্ষন উপরে উঠে আবার নামা নামা ভাব। এবার ছাগল ট্রেডার ওভার শিউর এখন মার্কেট শিউর নামবে। এবার সে সেম ভলিউমের আরেকটা ট্রেড দিল, ভাবলো কিছু প্রফিট হলে ছেড়ে দেবে। এই সুযোগটা ছাড়া ঠিক হবেনা। কিন্তু মার্কেট নামলো না, আবার উঠতে শুরু করলো। এবার ছাগল ট্রেডারের মেজাজ গরম। সে মার্কেটে বসলেই মার্কেট তার সাথে শত্রুতা শুরু করে। ইতিমধ্যে অনেক লস হয়ে গেছে। তাই সে অনেক চিন্তা ভাবনা করে same volume এর দুটো Buy বসালো।আর তখন থেকে মার্কেট আবার নামতে শুরু করলো। এবার তো বাই এর ট্রেড ধরা। ছাগল ট্রেডারের মেজাজ আরো গরম। প্রচন্ড রাগ উঠে গেছে।মেজাজ গরম করে আরো বড় ভলিউমের একটা সেল মারলো। সাথে সাথে প্রফিট। ক্লজ করবে কি করবেনা এমন চিন্তা করতে করতেই মার্কেট আবার উঠে গেল। এবার বাইয়ের ট্রেড প্রফিটে। ক্লজ করে দিল। মার্কেট আরো উঠে গেল। ছাগল ট্রেডারের একাউন্ট জিরো।

ছাগল ট্রেডার ২ সপ্তাহ পরে তার এক ট্রেডার বন্ধুর সাথে, আরে ভাই মার্কেট কি তোর থেকে কম বুঝি? আমি তো বেটা এনালাইসিস করে বুঝছিলামই মার্কেট ২ সপ্তাহ টানা নামবো। sell  এ তো ট্রেড ও বসাইছিলাম। কিন্তু পরের ট্রেড গুলো যদি না দিতাম, তাইলে তো বেডা আমার ইকুইটি ৩ গুন হয়ে যায়। বেশি খাইতে যাইয়াই এই লস টা খাইলাম। ইশ, মাথা নষ্ট হয়ে যায়।

আপনি যদি ছাগল ট্রেডার হতে না চান তাহলে আগে মানি ম্যানেজমেন্ট শিখুন। প্রফিট তো পরের কথা আগে নিজের ব্যালেন্স বাচানো শিখতে হবে।

কাউকে খোচা দেওয়া বা কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব বোঝানো।

NETELLER

Neteller এর কিছু সুবিধা থাকলেও কিছু বড় অসুবিধা আছে। আনভেরিফাইড একাউন্টে লেনদেন করলে আপনার একাউন্ট ব্লক মেরে সব ডলার হজম করে দেবে। সুতরাং আনভেরিফা্ইড একাউন্ট এড়িয়ে চললে আশা করি খুব অসুবিধা হবেনা।

নেটেলার মুলত একটি UK based পেমেন্ট প্রসেসর। নেটেলার একটি FSA রেগুলেটেড(লিঙ্ক) পেমেন্ট প্রসেসর। নেটেলার পেমেন্ট প্রসেসরটি Optimal Payments Limited দ্বারা পরিচালিত। Optimal Payments Limited প্রতিষ্ঠানটি Financial Conduct Authority দ্বারা অনুমোদিত এবং নেটেলার অনলাইনে ই-কারেন্সি ভিত্তিক কার্যক্রমের জন্য অনুমোদিত।

সুবিধাঃ

– প্রিপেইড মাস্টারকার্ড প্রদান করে
– ভার্চুয়াল মাস্টারকার্ড প্রদান করে
– ব্যাংকে উইথড্র করা যায়
– চেক উইথড্রয়াল
– কোন ফি ছাড়াই অন্য কারো নেটেলার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন
– সমর্থিত অ্যাকাউন্ট কারেন্সিঃ USD, EUR, GBP, JPY, INR, HUF AUD, BGN, CAD, DKK, EEK, LTL, LVL, MXN, NOK, PLN, RON, RUB, SEK, SGD
– রিওয়ার্ড পয়েন্ট সুবিধা
– VIP অ্যাকাউন্ট

 

Open a Neteller Account

 

ভেরিফিকেশনঃ

নেটেলারে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তাদের সার্ভিস ব্যবহার করার জন্য। ভেরিফাই না করে $১০০ পর্যন্ত লেনদেন করা যায় কিন্তু তা নিরাপদ নয়। আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব নয়। নেটেলার অ্যাকাউন্টের নাম এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নাম এক হতে হবে। তা নাহলে ব্রোকারে সমস্যা হতে পারে। তাই নিজের আসল নাম ব্যবহার করতে হবে।

ভেরিফাই করতে যা লাগবেঃ ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের পরিষ্কার স্ক্যান কপি

ভেরিফাই করতে সময় লাগেঃ ৩-৭ দিন
ভেরিফাই নিয়ে সমস্যাঃ

অনেকেই ভেরিফাইয়ের জন্য আবেদন করেছেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছেনা বলে অভিযোগ করেছেন। অনেকে ডকুমেন্টস আপলোড করছে ঠিকই কিন্তু সাবমিট করছেন না। ডকুমেন্টস আপলোড করার পরের পেইজে সাবমিটের আলাদা বাটন রয়েছে। সেখান থেকে সাবমিট না করলে ভেরিফাইয়ের জন্য রিকোয়েস্ট ওদের কাছে যায় না, তাই ভেরিফাইও হয় না। তাই ভেরিফাই করার সময় সবাই এই ব্যাপারে খেয়াল রাখবেন। কোনভাবেই যদি ভেরিফাই করতে না পারেন তাহলে membersecurity@neteller.com  এই ইমেইলে আপনার ন্যাশনাল আইডির স্কান কপি এবং একাউন্ট নং পাঠিয়ে দিন ভেরিফাই হয়ে যাবে।

Metatrader এ Forex Robot ইন্সটল করার পদ্ধতি

যেভাবে মেটাট্রেডারে Robot বা EA বা এক্সপার্ট এডভাইসর ইন্সটল করবেনঃ

1. প্রথমে আপনার এক্সপার্ট এডভাইসরটি কপি করুন। এক্সপার্ট এডভাইসর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
2. তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
3.  তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ

 

প্রথমে  Menu থেকে  File এ click করুন।  তারপর Open Data Folder এ ক্লিক করুন
ind 1

এখন নিচের মতো উইন্ডো আসবে। MQL4  এ ক্লিক করুন

ind 2

এখন নিচের মতো উইন্ডো আসবে। Experts এ ক্লিক করুন

robot 3

এখন নিচের মতো উইন্ডো আসবে। এখানে আপনার EA বা Robot  টি paste  করুন

robot 4

তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
এক্সপার্ট এডভাইসরটি সক্রিয় করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যারে Navigator window থেকে Expert Advisors তে ক্লিক করুন। তারপর আপনার এক্সপার্ট এডভাইসর বা robot টিতে double click করুন।

robot 5

এরপর নিচের মত window আসবে..

robot 6

 

Allow Live Trading এ টিক চিহ্ন দিন। আর উপরের বক্সে আপনি বাই-সেল দুটিই অন অথবা শুধু বাই বা শুধু সেল সিলেক্ট করে নিতে পারবেন।
এর পর ইনপুটে গিয়ে আপনার সেটিংগুলো কাষ্টমাইজ করে নিন।

robot 7

কোন কোন রোবটের সাথে Preset File দেয়া থাকে । সেটা যদি থাকে তাহলে সেট ফাইলটা লোড দিন..

robot 9

একইভাবে আপনি চাইলে আপনার যে ইনপুট সেটিং এ ভাল প্রফিট দেয় সেটাকে সেট করে নিতে পারেন। তাহলে পরবর্তীতে সেম ফাইলটি দিয়েই আপনি চাইলে সেটা দিয়ে আবার কোথাও সেটাপ করতে পারবেন। বারবার ইনপুট সেটিং করতে হবেনা।
সেটিং সেভ করতে Save বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে সেভ করে রাখুন।

robot 10

ব্যাস  OK দিয়ে বের হয়ে আসুন।


এবার AutoTrading  ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। এটা অন থাকলে সবুজ দেখাবে এবং টার্মিনালের ডান পাশে রোবোটের নামসহ একটা স্মাইলি সিম্বল দেখতে পাবেন।
আর অফ করলে একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন।

robot 11

সতর্কতা: মায়ের দুধের যেমন বিকল্প নাই, তেমনি ম্যানুয়াল ট্রেডেরও কোন বিকল্প নাই। তবে ভাল মানের রোবট, ভাল সেটিং এ সাময়িক ভাল প্রফিট করতে পারে, তবে কখনোই নিয়মিত নয়। তাই রোবট লাগিয়ে  নাকে তেল দিয়ে ঘুমাবেন না।  নিয়মিত পর্যবেক্ষবেক্ষনে রাখবেন। রিয়েল একাউন্ট এ রোবোট লাগানোর আগে কমপক্ষে ২ সপ্তাহ ডেমোতে টেস্ট করে নেবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন।