এই চার্ট প্যাটার্নটি খুব ভাল মতো বুঝতে হবে। আপট্রেন্ড মার্কেটে একটি লম্বা বায় ক্যান্ডেল এর পরে যখন ক্রমাগত ছোট হয়ে আরো তিনটি বায় ক্যান্ডেল তৈরি হয় তখন Bearish Breakaway প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্নটি নিশ্চিত হওয়ার জন্য পঞ্চম ক্যান্ডেলটি সেল ক্যান্ডেল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ৫ম Candle টি শেষ হবে ১ম ও ২য় Candle এর মাঝামাঝি। প্রথম লং ক্যান্ডেলটির পরে ছোট ছোট আরো তিনটি বায় ক্যান্ডেল এর অবস্থা নির্দেশ করে যে বুলিশ মার্কেট কলাপ্স করছে অর্থাৎ বায়ার ফ্লো কমে যাচ্ছে। তখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে মার্কেট ডাউন হতে থাকবে।
টাইপঃ রিভার্সেল
অর্ডারঃ শর্ট (সেল)
ক্যান্ডেলঃ ৫টি
পূর্বের ট্রেন্ডঃ বুলিশ
সাকসেস রেইটঃ ৭০ %
এই প্যাটার্ন এর মুল শর্তগুলো হলঃ
- মার্কেট আপট্রেন্ড হতে হবে।
- প্রথম দিনের বায় ক্যান্ডেলটি বেশ লম্বা হতে হবে।
- একটি প্রাইস গ্যাপের সাথে পরবর্তী বায় ক্যান্ডেলটি প্রথম দিনের বায় ক্যান্ডেল এর উপরে থাকতে হবে।
- তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেল গুলো সাধারণভাবে মুভ করবে পূর্ববর্তী ক্যান্ডেলের হায়ার প্রাইস লেভেলের মাধ্যমে।
- এবং শেষ পঞ্চম ক্যান্ডেলটি একটি বড় সেল ক্যান্ডেল হবে যা প্রথম ক্যান্ডেল এর প্রাইস গ্যাপকে ফিল করতে পারবে না কিন্তু ২য়-৪থ ক্যান্ডেল প্রাইস লেভেল কাভার করবে।
এই প্যাটার্নটি প্রাইস গ্যাপে পরিলক্ষিত হয়। যেখানে মোট ৫টি ক্যান্ডেলকে মাথায় রেখে উপরের শর্ত মোতাবেক প্যাটার্ন নিশ্চিত হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মোটামুটি এভারেজ মার্কেটে অর্থাৎ খুব বেশি বায় বা সেল না হলে ও এই প্যাটার্ন তৈরিতে সপ্তাহের শুরুতে ট্রেড করতে পারবেন।