Forex Cent 500 USC no deposit bonus

নতুনদের জন্য  এটা একটা ভালো উপহার..   . এই লিংক থেকে একাউন্ট করে নিন

একাউন্ট করার পর 5$ বা 500 USC আপনার একাউন্টে চলে যাবে।

প্রফিট যেকোন সময় withdraw করতে পারবেন…

 


 

একাউন্টের ল্যাভারেজ ১:৫

১$ ডিপোজিট করলে ল্যাভারেজ ১:১০ হয়ে যাবে। এভাবে ডিপোজিট বাড়িয়ে ল্যাভারেজ বাড়িয়ে নেয়া যায়…

মনে রাখবেন প্রফিট উঠালেই বোনাস চলে যাবে.. 100 USC এর নিচে withdraw করতে পারবেন না..

 

.

 

 

Roboforex দিচ্ছে 15$ No Deposit Bonus

রোবোফরেক্স দিচ্ছে সকল নতুন-পুরাতন আনভেরিফাই মেম্বারদের জন্য ১৫ ডলার নো ডিপোজিট বোনাস। তো পুরাতন যারা এখনো একাউন্ট ভেরিফাই করেননি তারা জলদি আপনার একাউন্ট ভেরিফাই করে ফেলুন ও নতুন যারা এ্ই বোনাস উপভোগ করতে চাচ্ছেন তারা নিচের পদ্ধতি গুলো অনুসরন করে একটি নতুন একাউন্ট খুলুন ও ১৫ ডলার নো-ডিপোজিট বোনাস উপভোগ করুন।

মনে রাখবেন…  Roboforex এ দুইটি  Bonus offer চলছে…

১. 15$ no deposit bonus:  এটা শুধু নতুন একাউন্টের জন্য। এটা সব সময়ের জন্য.. এটার সময় শেষ হবেনা..

২. 15$ Verification bonus: এটা নতুন পুরাতন সবাই  নিতে পারবেন..  তবে আগে কোন No deposit bonus নিয়ে থাকলে এখন আর নিতে পারবেন না.. এটার last date February 28, 2014.

যাদের RoboForex এ live account নাই তারা নিচের পদ্ধতি অনুসরন করুন…

  • নতুন একাউন্ট খুলার জন্য এই লিঙ্কে ক্লিক করে রোবোফরেক্স এর একটি রিয়েল একাউন্ট খুলে ফেলুন..
  • account খোলার সময় Trading platform দিবেন Metatrader 4
  • Account type দিবেন MT4 Fix cent অথবা MT4 Pro-cent
  • Bonus code এবং Affiliate code এই দুই ঘরে কিছু লিখতে হবেনা…
  • রেজিষ্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হলে ইমেইলের মাধ্যমে একাউন্ট নাম্বার পাসওয়ার্ড,ইনভেস্টর পাসওয়ার্ড ইত্যাদী গুরুত্বপূর্ন তথ্য পাবেন যেগুলো য্ত্ন সহকারে সংরক্ষন করতে হবে।
  • এবার এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেইল ও পাসওয়ার্ড ব্যাবহার করে আপনার একাউন্টে প্রবেশ করুন।
  • মেনু হতে Profile >> Verification পেজে প্রবেশ করুন।
  • আপনার পাসপোর্ট/ভোটার আইডি কার্ড ও বিদ্যুৎ/ফোন বিলের স্ক্যান করা কপি নির্ধারিত স্থানে প্রবশ করিয়ে একাউন্ট ভেরিফাই করে ফেলুন।
  • একাউন্টটি  ভেরিফাই হতে ৪৮ ঘন্টা সময় লাগবে।
  • সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে নিচের মত একটি মেইল পাবেন যেখানে আপনার বোনাস কোড টি জানিয়ে দেয়া হবে।
  • মেইলটি পেলে প্রথমে বোনাস কোডটি কপি করুন (কোডের শেষে এটি ডট “.” আছে সেটা যেন কপি নাহয় সেদিকে লক্ষ রাখুন)।
  • একাউন্টে লগইন অবস্থায়  এই লিঙ্কে ক্লিক করুন।
  • Bonus coupon code: এর ঘরে বোনাস কোড টি পেষ্ট করুন।
  • আপনার যদি একাধিক একাউন্ট থেকে থকে সেক্ষে্ত্রে যেই একাউন্টে বোনাস রিসিভ করতে চাচ্ছেন সেটি নির্বচন করে Enroll  বাটনে ক্লিক করুন।
  • কোড সঠিক হলে প্রসেসিং লেখা দেখতে পাবেন
  • এর কিছুক্ষন পরেই ১৫ ডলার বোনস আপনার কাঙ্খিত একাউন্টে উপভোগ করতে পরবেন।
  • কোন সমস্যা  কমেন্টর কমন্টে প্রশ্ন করতে পারেন… বা আমাদের Skype: BDForexSchool বা Facebook.com/BDForexSchool  এ প্রশ্ন করতে পারনে…

শর্ত:

  • ১৫ ডলারের উপরে যা প্রফিট করবেন তা যেকোন সময় withdraw করতে পারবেন।
  • বোনাস উত্তলনের জন্য ৫ স্টা্ন্ডার্ড লটের ট্রেড করতে হবে। নিম্নরুপ….
    • 500 microlots (5 standard lots) for Fix-Cent accounts;
    • 5 standard lots for Fix-Standard accounts;
    • 750 microlots (7.5 standard lots) for Pro-Cent accounts;
    • 7.5 standard lots for Pro-Standard accounts.
  • শুধুমাত্র নিম্নোক্ত পেয়ার গুলো থেকে লট কাউন্ট করা হবে…
EURUSD
GBPUSD
USDCHF
USDJPY
USDCAD
AUDUSD
NZDUSD
EURJPY
EURGBP
EURCHF
GBPJPY
GBPCHF

Commodity Channel Index (CCI)

CCI ইনডিকেটর ফরেক্স ট্রেডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি ইনডিকেটর। বিভিন্ন ধরনের CCI ইনডিকেটর আছে. CCI নিয়ে অনেক ট্রেডিং সিস্টেম আছে এবং সেগুলো অনেক সহজ।

CCI লেভেলের ভিত্তিতে আমরা এই ইনডিকেটর কে তিন ভাগে ভাগ করে ট্রেড করতে পারি।

  1.  CCI জিরো উপরে Bullish এবং জিরোর নিচে Bearish.
  2.  CCI লেভেল +১০০ উপরে থাকলে ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে ওভারসেল এলাকা।
  3. CCI লেভেল +২০০ উপরে থাকলে অতিরিক্ত ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে অতিরিক্ত ওভারসেল এলাকা।

ccizones

CCI দিয়ে কিভাবে ট্রেড করবেনঃ

CCI  দিয়ে বিভিন্নভাবে ট্রেড করা যায়।  CCI যখন +/-১০০ লেভেল পৌছবে তখন বাই বা সেল এন্ট্রি নিতে হবে। যখন CCI+১০০ উপরে উঠতে থাকবে তখন শক্তিশালী uptrend নিশ্চিত হওয়া যাবে। এরপর ট্রেডাররা বাই পসিশন খুলতে পারেন। CCI লেভেল যতক্ষণ ১০০ লেভেলের উপর থাকবে ততক্ষণ ট্রেড ওপেন রাখতে হবে। CCI লেভেল যখন ১০০ লেভেলের নিচে নামতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে। আবার CCI লেভেল যদি +২০০ লেভেল ক্রস করে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে ।সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

একইভাবে CCI লেভেল যখন -১০০ লেভেলের নিচে থাকবে তখন সেল দিতে হবে । CCI লেভেল যখন -১০০ লেভেল ক্রস করে উপরে উঠতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে।

এবং  CCI লেভেল যদি -২০০ লেভেল ক্রস করে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে . সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

ccizero

CCI and its Zero line

CCI  দিয়ে ট্রেড করার আরেকটি পদ্ধতি হল জিরো লাইন । এটা খুবই Risky ট্রেডিং পদ্ধতি।

যখন CCI লেভেল ০ ক্রস করবে তখন ধরে নিতে হবে এখন বাই দেয়া যাবে কারন মার্কেট আপট্রেনড হউয়ার সম্ভাবনা আছে।

যখন CCI  লেভেল ০ ক্রস করে নিচে নামবে তখন সেল নিতে হবে কারন তখন মার্কেট downtrend হওয়ার সম্ভাবনা বেশী।

সংক্ষেপে

জিরো উপরে- বাই অঞ্চল

জিরো নিচে – সেল অঞ্চল

সকল প্রকার  Trade open করার পর নিকটতম support/Resistance  দেখে stop loss দিতে হবে..

Heiken ashi

হেইকেন আসি কেনডেল সাধারণ জাপানি কেনডেল থেকে ভিন্ন । জাপানি কেনডেলের মত হেইকেন আসি বারের শুরু ,শেষ,হাই ,লো দেখায় না।এখানে প্রতিটি কেনডেল হিসাব করা হয় মার্কেটের Trend এর  প্রভাবের উপর । উদাহরনঃ যদি সেলের  (Bearish)    প্রভাব বেশি থাকে তাহলে কেনডেল লাল দেখাবে এবং যদি বাই  (Bulish  ) প্রভাব বেশি থাকে তাহলে কেনডেল সবুজ দেখাবে। যারা ট্রেন্ড পুরোটা ধরতে চান তাদের জন্য হেইকেন আসি একটি কার্যকরী ইন্ডিকেটর..

heik

হেইকেন আসি ব্যবহারের নিয়মঃ

মার্কেট যদি downtrend এ থাকে তাহলে ক্যান্ডলগুলো নিন্নরুপ হবে. তখন Sell করা যেতে পারে.

heikin2মার্কেট যদি uptrend এ থাকে তাহলে Candle গুলো দেখতে নিম্নরুপ হবে. তখন Buy করা যেতে পারে…

heikin5Market এ যদি কোন trend না থাকে বা দুর্বল trend থাকে তাহলে  Candle গুলো দেখতে নিম্নরুপ হবে.. এসময় Candle এর রং পরিবর্তনের সাথে সাথে ট্রেন্ড ও পরিবর্তন হয়ে যাবে.  এক্ষেত্রে পরবর্তী Trend এর জন্য অপেক্ষা করতে হবে..

heikin4

 

100$ No deposit bonus on FormaxMarket

Formax Market  নতুন ট্রেডারদের ১০০ ডলার No Deposit bonus দিচ্ছে এবং শর্ত সাপেক্ষে এই ডলার উইথড্র করার সুযোগও দিচ্ছে। তবে শর্ত খুবই কঠিন, নতুনদের জন্য প্রায় অসম্ভব.. তবু যেহেতু free তাই  ট্রাই করে দেখতে পারেন।

logo

নিয়েম গুলো নিম্নে দেয়া হল:

  • প্রথমে একাউন্ট করে 100$  Bonus িরিসিভ করতে হবে।
  • ২ মাসের মধ্যে ১০ লটের ট্রেড করতে হবে
  • উপরের শর্ত পুরন করতে পারলে আপনার একাউন্টে যেকোন এমাউন্ট ডিপোজিট করতে হবে। তখন আপনি আপনার ডিপোজিট, বোনাস এবং প্রফিট সবকিছুই উইথড্র করতে পারবেন।
  • Leverage 1:100 এর বেশি ব্যবহার করা যাবেনা।
  • একজন  ট্রেডার মাত্র একবার এই সুযোগ নিতে পারবেন।
  • Hedging করা যাবেনা
  • ১০ মিনিটের আগে কোন ট্রেড ক্লোজ করা যাবেনা।

এত শর্ত পূরন করে শেষ পর্যন্ত উইথড্র হয়তো সবাই করতে পারবেনা কিন্তু ডেমো করার চেয়ে এটা ভাল নয়কি? ব্যপক অভিজ্ঞতা অর্জন করা গেল আর যদি কপালে থাকে তো..  তাই দেরি না করে ঝটপট নিচের লিংকে ক্লিক করে একাউন্ট খুলে ফেলুন…

Get 100$ Bonus Now

 

 

বি.দ্র.  কোন Friend কে invite করলে পাবেন আরো ২০ ডলার.. Bonus withdraw করতে হলে ৬০ দিনের মধ্যে ২ লটের ট্রেড করতে হবে।

 

Download  Formax Market MT$

Bearish Breakaway

এই চার্ট প্যাটার্নটি খুব ভাল মতো বুঝতে হবে। আপট্রেন্ড মার্কেটে একটি লম্বা বায় ক্যান্ডেল এর পরে যখন ক্রমাগত ছোট হয়ে আরো তিনটি বায় ক্যান্ডেল তৈরি হয় তখন Bearish Breakaway প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্নটি নিশ্চিত হওয়ার জন্য পঞ্চম ক্যান্ডেলটি সেল ক্যান্ডেল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ৫ম Candle টি শেষ হবে ১ম ও ২য় Candle এর মাঝামাঝি।  প্রথম লং ক্যান্ডেলটির পরে ছোট ছোট আরো তিনটি বায় ক্যান্ডেল এর অবস্থা নির্দেশ করে যে বুলিশ মার্কেট কলাপ্স করছে অর্থাৎ বায়ার ফ্লো কমে যাচ্ছে। তখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে মার্কেট ডাউন হতে থাকবে।bearish_breakaway

টাইপঃ রিভার্সেল

অর্ডারঃ শর্ট (সেল)

ক্যান্ডেলঃ ৫টি

পূর্বের ট্রেন্ডঃ বুলিশ

সাকসেস রেইটঃ ৭০ %

 

এই প্যাটার্ন এর মুল শর্তগুলো হলঃ

  • মার্কেট আপট্রেন্ড হতে হবে।
  • প্রথম দিনের বায় ক্যান্ডেলটি বেশ লম্বা হতে হবে।
  • একটি প্রাইস গ্যাপের সাথে পরবর্তী বায় ক্যান্ডেলটি প্রথম দিনের বায় ক্যান্ডেল এর উপরে থাকতে হবে।
  • তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেল গুলো সাধারণভাবে মুভ করবে পূর্ববর্তী ক্যান্ডেলের হায়ার প্রাইস লেভেলের মাধ্যমে।
  • এবং শেষ পঞ্চম ক্যান্ডেলটি একটি বড় সেল ক্যান্ডেল হবে যা প্রথম ক্যান্ডেল এর প্রাইস গ্যাপকে ফিল করতে পারবে না কিন্তু ২য়-৪থ ক্যান্ডেল প্রাইস লেভেল কাভার করবে।

এই প্যাটার্নটি প্রাইস গ্যাপে পরিলক্ষিত হয়। যেখানে মোট ৫টি ক্যান্ডেলকে মাথায় রেখে উপরের শর্ত মোতাবেক প্যাটার্ন নিশ্চিত হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মোটামুটি এভারেজ মার্কেটে অর্থাৎ খুব বেশি বায় বা সেল না হলে ও এই প্যাটার্ন তৈরিতে সপ্তাহের শুরুতে ট্রেড করতে পারবেন।

Double Bottom Chart Pattern

মনে রাখবেন ডাবল বটম প্যাটার্নটি, ডাবল টপ প্যাটার্নের সম্পূর্ণ বিপরীত। ডাবল টপ বুঝলে, ডাবল বটম আপনি সহজেই বুঝে যাবেন। এটিও একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। এটিও ডাবল টপের মত একটি রিভারসাল চার্ট প্যাটার্ন।  মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে W  এর মতো।doublebottom

কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে লো/বটম তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ আপট্রেন্ড

double_bottom_reversal_pattern

কোন সাপোর্টে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ওপরে ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট আপট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ

“ট্রেডাররা প্রথমে একটি নতুন লো প্রাইস তৈরি করেছে। কিন্তু তা সাপোর্ট হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার সাপোর্টটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী সাপোর্ট হিসেবে ধরে আবার বাই পজিশন নিয়েছে।”

 

তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল বটম দেখা গেলে পরবর্তীতে মার্কেট আপ হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।

Double Top Chart Pattern

এই চার্ট প্যাটার্নটি ডাবল টপ চার্ট প্যাটার্ন বা ডাবল টপ রিভার্সাল চার্ট প্যাটার্ন নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় চার্ট প্যাটার্ন। চার্টে মাঝে মাঝেই এই প্যাটার্নটি দেখা যায়। এটি একটি রিভারসাল চার্ট প্যাটার্ন। মানে এটা নির্দেশ করে ট্রেন্ড এখন ঘুরে যাবে, আপট্রেন্ড থেকে ডাউনট্রেন্ডে চলে যাবে। এটি দেখতে অনেকটা M এর মতো।doubletop

কিভাবে চিনবেনঃ একটি নির্দিষ্ট লেভেলে প্রাইস ২ বার যেয়ে হাই/টপ তৈরি করে আবার ফিরে এসেছে।
কি নির্দেশ করেঃ ডাউনট্রেন্ড

double-top-chart-pattern

কোন রেসিসট্যান্সে যখন প্রাইস এভাবে ২ বার বাধা পেয়ে আবার ফিরে আসে, তখন বেশিরভাগ সময় মার্কেট ডাউনট্রেন্ডে চলে যায়। এখানে যে সেন্টিমেন্টটি কাজ করে তা হলঃ

“ট্রেডাররা প্রথমে একটি নতুন হাই প্রাইস তৈরি করেছে। কিন্তু তা রেসিস্ট্যান্স হয়ে যাওয়ার কারনে তা ব্রেক করতে পারেনি। ২য় বার ট্রেডাররা আবার রেসিসট্যান্সটি রি-টেস্ট করেছে। ২য় বারও ব্রেক করতে না পারায় এটা শক্তিশালী রেসিসট্যান্স ধরে আবার সেল পজিশন নিয়েছে।”
তাই অধিকাংশ ক্ষেত্রে চার্টে ডাবল টপ দেখা গেলে পরবর্তীতে মার্কেট ডাউন হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।

বড় দিন ও নববর্ষের জন্য ফরেক্স মার্কেট বন্ধ থাকবে

প্রতি বছরই অনেক ট্রেডার হতবাক হয়ে লক্ষ করেন শনিবার বা রবিবার নয় তবুও ফরেক্স মার্কেট চলছে না। সত্যি করে বলতে কি এমনটা আমারও হয়েছে। এ বছরও স্কাইপে এবং ফেইসবুকে উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে হয়ে পোস্ট দিলাম।

মনে রাখবেন প্রতি বছরই বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে্ মার্কেট বন্ধ থাকে।  এ বছরের সিডিউলটা নিচে দেয়া হল-

 

এটা হচ্চে Exness ট্রেডারদের জন্য

Date Trading hours for forex Trading hours for gold and silver, futures CFDs
12.24.2013 No changes Trading continues until 18:30
12.25.2013 Trading stops at 08:00 and resumes at 22:00 Trading resumes at 23:00
12.26.2013 No changes No changes
12.31.2013 Trading continues until 22:00 Trading continues until 22:00
01.01.2014 Trading starts at 22:00 Тrading starts at 23:00

অন্যান্য  ব্রোকারেও সামান্য কিছু পার্থক্য হতে পারে।

MasterForex পরিচিতি

MasterForex – মাস্টার ফরেক্স ব্রোকারঃ

ব্রোকারঃ MasterForex (মাস্টার ফরেক্স)

দেশঃ রাশিয়া
পেমেন্ট মেথডঃ ওয়েবমানি, পে-পাল, লিক-পে, ডিক্সি-পে, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম ইত্যাদি
সর্বনিম্ন ডিপোজিটঃ মাইক্রো অ্যাকাউন্ট – $1 (১ ডলার), স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট – $5 (৫ ডলার), ECN অ্যাকাউন্ট – $২00 (৫০০ ডলার)
সর্বনিম্ন ট্রেড সাইজঃ মাইক্রো অ্যাকাউন্টে ০.১ লট (১ লট = $০.১০/পিপস), স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ০.০১ লট (১ লট = $১০/পিপস), ECN অ্যাকাউন্টে ০.১ লট (১ লট = $১০/পিপস)
লিভারেজঃ ১:১০০ থেকে ১:৫০০
স্প্রেডঃ EURUSD – ২ পিপস (ফিক্সড)
প্রাইস ডিজিটঃ ৪ এবং ৫
স্ক্যাল্পিং: সমর্থন করে
EA: সমর্থন করে
রেগুলেশনঃ International Financial Services Commission, Belize. Legal address Suite 5, Garden City Plaza, Mountain View Boulevard, City of Belmopan, Belize.

সুবিধা
মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
আইফোন, অ্যান্ডয়েড এবং উইন্ডোজ মোবাইল প্লাটফর্ম
ECN অ্যাকাউন্ট
লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
ডিপোজিট বোনাস
১-ক্লিক ট্রেডিং
সোয়াপ ফ্রি/ইসলামিক অ্যাকাউন্ট
৭৫% ডিপোজিট বোনাস
মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
ফোন ট্রেডিং
৮ লেভেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম
কোন রিকোটস নেই
পাম একাউন্ট

অসুবিধাঃ
মাইক্রো অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০০টি ট্রেড একসাথে ওপেন রাখা যাবে
তেমন উল্লেখযোগ্য কোন আসুবিধা নেই।

MasterForex এর মূল সাইট

Federal Reserve System কি? এবং কেন?

আমেরিকান কেন্দ্রিয় ব্যাংকের নাম হচ্ছে Federal Reserve System. তবে সংক্ষেপে ফেড নামে ডাকতেই সবাই একে বেশি পছন্দ করেন। ফরেক্স ট্রেড করছেন দীর্ঘদিন ধরে অথচ ফেডের নাম শুনেন নি, এরকম মানুষ কমই পাওয়া যাবে।

মূলত তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সরকার ফেড প্রতিষ্ঠা করে :
সর্বোচ্চ কর্মসংস্থান
মূল্য স্থিতিশীল রাখা ও
দীর্ঘমেয়াদী সুদের হারকে সহনীয় পর্যায়ে রাখা।
বিশ্বের আর সব দেশের কেন্দ্রিয় ব্যাংক এর সাথে ফেডের একটা মজার পার্থক্য হল, অন্য কেন্দ্রিয় ব্যাংকগুলো সরকারী মালিকানাধীন হলেও ফেডে সরকারি ও বেসরকারি, উভয় খাতেরই অংশীদারিত্ত আছে। আর তাই, শুধু সাধারণ জনগণ নয়, প্রাইভেট ব্যাংকগুলোর স্বার্থও ফেড দেখে থাকে। সেই যে বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষমতা এখন আর জনগনের হাতে নেই, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে চলে গেছে, তা বোধকরি মিথ্যা নয়। কারন, বেসরকারি ব্যাংকগুলোর ও অংশীদারিত্ব আছে, এমন কেন্দ্রিয় ব্যাংক বিশ্বে একটাই আছে, তা হচ্ছে ফেড।

তবে ফেড প্রতিষ্ঠার পেছনের ইতিহাস কিন্তু তেমন সুখকর নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ঘটে যাওয়া বেশ কিছু গভীর সংকটজনক অর্থনৈতিক অবস্থার পরিপেক্ষিতেই ফেডের উৎপত্তি। এ নিয়ে না হয় আরেকদিন লিখব। তার আগে দেখে নেয়া যাক কারা আছেন যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রিয় ব্যাংকের পরিচালনা পরিষদেঃ

কারা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রিয় ব্যাংকে?

ফেড গঠন প্রণালীতে রয়েছে বিভিন্ন কমিটি (বোর্ড অফ গভর্নর’স, এফওএমসি), যুক্তরাষ্ট্রের ১২ টি আঞ্চলিক ফেডারেল রিজার্ভ ব্যাংক, অসংখ্য বেসরকারি ব্যাঙ্ক ও বিভিন্ন উপদেষ্টা কাউন্সিল।

বোর্ড অফ গভর্নর’স

ফেডের মূল পরিচালনা পর্ষদ হচ্ছে ফেডারের রিজার্ভ বোর্ড অফ গভর্নর’স। সাত সদস্য বিশিষ্ট এই বোর্ডের সবাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কতৃক নিয়োগপ্রাপ্ত। ফেডের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কে হবেন তাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক করে দেন, যদিও এর জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হয়। প্রতিবার ২ বছর করে একজন সদস্য সর্বোচ্চ ১৪ বছর বোর্ড অফ গভর্নর’স এ থাকতে পারেন।

তবে প্রেসিডেন্ট কত্রিক নিয়োগপ্রাপ্ত হলেও ফেডের প্রেসিডেন্ট তার নেয়া সিদ্ধান্তের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।

বোর্ড অফ গভর্নর’স এর কাজ কি?

আগেই বলা হয়েছে যে, বোর্ড অফ গভর্নর’স হচ্ছে ফেডের মূল পরিচালনা পর্ষদ। তাই বিশাল দায়িত্ব তাদের উপর। সাধারণভাবে ফেডের সকল কার্যক্রম ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম তদারকি ও নিয়ন্ত্রন করা এই বোর্ডের দায়িত্ব। এছারাও এই বোর্ডের সকল সদস্য এফওএমসি কমিটিতে রয়েছেন এবং দেশের আর্থিক নীতি কি হবে, তা তারাই নির্ধারণ করে থাকেন।

বোর্ড অফ গভর্নর’স সম্পর্কে তো জানলেন। এর বাইরেও ফেডের একটি শক্তিশালী কমিটি হচ্ছে এফওএমসি (FOMC)।

এফওএমসি (FOMC)

এফওএমসি (FOMC) বা ফেডারেল ওপেন মার্কেট কমিটি হচ্ছে ফেডের আরেকটি শক্তিশালী কমিটি। মোট বার জন সদস্য নিয়ে এই কমিটি গথিত। ফেডের বোর্ড অফ গভর্নর’স এর সাতজন সদস্যই রয়েছেন এই কমিটিতে। বাকি পাঁচজন সদস্য নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের ১২ টি ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্টদের মধ্যে থেকে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট সবসময়ই থাকেন এই কমিটিতে, বাকি ১১ টি ব্যাংকের প্রেসিডেন্টদের মধ্যে থেকে ৪ জন পর্যায়ক্রমে প্রতি বছর কমিটিতে দায়িত্ব পালন করেন।

কমিটির কাজ

এফওএমসি কমিটি প্রতি বছর সাধারণত ৮ বার বৈঠকে বসে প্রতি ৫ থেকে ৮ সপ্তাহ অন্তর অন্তর। নানা বিধ কারনেই ফরেক্স ট্রেডারদের কাছে এফওএমসি মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতি উত্তেজনা ও অধৈর্য সফল ট্রেডার হওয়ার অন্তরায়

সেদিন হায়দার ভাই (ছদ্মনাম) দৌড়ায়ে আসলো…
-ভাই, আমার একাউন্টে কিছু ডিপোজিট করে দেন.
-কত?
-5000 টাকায় যা হয়…
-বলেন কি, আপনাকে না বললাম আগে এই 500 সেন্ট এর একাউন্ট টা 1000 করেন।
-ভাই আপনি জানেন না। 500 কে 800 করে ফেলছিলাম। আবার লস হয়ে 450 হয়ে গেছে। অল্প ব্যালেন্সে এ হবেনা। তাই এই 5000 টাকা লন করে নিয়ে আসছি।
-বলেন কি?

আমি আকাশ থেকে পড়লাম। উনাকে বোঝানোর চেষ্টা করলাম, কথা শুনতে চায় না। অবশেষে রাগ ই হলাম। বললাম- আগে ট্রেডার হন। লোন করা টাকা দিয়ে কখনো ফরেক্স মার্কেটে সফল হওয়া যায়না। ফরেক্স মার্কেটে সফল হতে আগে ভাল ট্রেডার হতে হবে। যদি ভাল ট্রেডার হতে পারেন তাহলে 500 কে 1000, 1000 কে 2000 বানাতে পারবেন। নতুন ডিপোজিট করতে হবেনা। নানান কথা বলে হায়দার ভাইকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম।

আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, হায়দার ভাইয়ের এই উত্তেজনা, লোন করে টাকা আনা এই ঘটনাগুলো কোথায় দেখতাম আমরা? 6 মাসে দ্বিগুন কোম্পানীগুলোতে। আর এই কোম্পানী গুলো কত লোক কে যে পথে বসিয়েছে তার কোন হিসেব নেই। আপনি যত ভালো ট্রেডারই হন, কমপক্ষে 6 মাস ডেমো বা সেন্ট একাউন্টে (ক্ষুদ্র ডিপোজিটের রিয়েল একাউন্ট) ট্রেড না করে বড় এমাউন্ট ডিপোজিট করা আর টাকা টা পানিতে ফেলে দেয়া সমান কথা। এমন ভুল করা থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকে নিরুতসাহিত করুন।

ইনডিকেটরের শ্রেনীবিভাগ

ইন্ডিকেটর কি?

ইন্ডিকেটর অর্থ হল সোজা বাংলায় নির্দেশক। ফরেক্সের ভাষায় যা মার্কেটের অবস্থা নির্দেশ করে। এটা আপনাকে নির্দেশ করে মার্কেটের বর্তমান অবস্থা। একটি ইন্ডিকেটর তার হিসাব অনুসারে আপনাকে কি কি তথ্য দিতে পারে তা নিচে দেয়া হলঃ

  • মার্কেটের বর্তমান ট্রেন্ড
  • ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল
  • ট্রেন্ডটি শেষের দিকে কিনা
  • মার্কেটের ভোলাটিলিটি
  • মার্কেটের ট্রেডের ভলিউম (কেমন ট্রেডার মার্কেটে অংশগ্রহণ করছে)
  • মার্কেটে বিভিন্ন ট্রেন্ড প্যাটার্নের পুনরাবৃত্তি

সুতরাং দেখুন, ইন্ডিকেটর কি কোথাও বলেছে যে সে সরাসরি বাই-সেল সিগন্যাল দেয়? এটা শুধু আপনাকে মার্কেটের অবস্থা জানায়। আর আমরা এটা দিয়ে বিভিন্ন স্ট্রাটেজি তৈরি করে ট্রেড করার সিদ্ধান্ত গ্রহন করি। সুতরাং, এটা সরাসরি কিন্তু সিগন্যাল দিচ্ছে না, আমরাই ধরে নিচ্ছি এটা বাই করতে বলছে, সেল করতে বলছে।

ইন্ডিকেটরের ধরনঃ

ইন্ডিকেটর আমাদের যেই তথ্যগুলো প্রদান করে, সেগুলো ব্যবহার করেও কিন্তু চমৎকারভাবে ট্রেড করা সম্ভব। আগে দেখে নেই ইন্ডিকেটর কয় ধরনের হয়ে থাকেঃ

  • ট্রেন্ড ইন্ডিকেটর
  • ভোলাটিলিটি ইন্ডিকেটর
  • মোমেনটাম ইন্ডিকেটর
  • ভলিউম ইন্ডিকেটর
  • সাইকেল ইন্ডিকেটর
  • বিল উইলিয়ামস ইন্ডিকেটর

ট্রেন্ড ইন্ডিকেটরঃ ট্রেন্ড ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন ট্রেন্ডের উপস্থিতি নির্দেশ করে। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে – আপট্রেন্ড, ডাউনট্রেন্ড না সাইডওয়ে ট্রেন্ডে সে সম্পর্কে আপনি ধারনা পাবেন ট্রেন্ড ইন্ডিকেটরগুলোর মাধ্যমে। এছাড়াও ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল অথবা ট্রেন্ডটি শেষের দিকে কিনা তা জানতে পারবেন এসব ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ট্রেন্ড ইন্ডিকেটর হলঃ

  • মুভিং এভারেজ
  • MACD
  • হেইকেন আশি
  • প্যারাবোলিক সার
  • ADL (Advance Decline Line)
  • ADX (Average Directional Index) ইত্যাদি

ভোলাটিলিটি ইন্ডিকেটরঃ ভোলাটিলিটি ইন্ডিকেটরগুলো মার্কেটে প্রাইসের উঠা-নামার পরিমান নির্দেশ করে। মার্কেটে কি পরিমান ট্রেড হচ্ছে এবং ভোলাটিলিটি কম না বেশি সে সম্পর্কে ধারনা পাওয়া যায় এই সকল ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ভোলাটিলিটি ইন্ডিকেটর হলঃ

  • বলিঙ্গার ব্যান্ডস (Bollinger Bands)
  • ATR (Average True Range) ইত্যাদি

মোমেনটাম ইন্ডিকেটরঃ মোমেনটাম ইন্ডিকেটরগুলো ট্রেন্ড কি শক্তিশালী না দুর্বল, over-bought না over-sold ইত্যাদি তথ্য নির্দেশ করে। কিছু জনপ্রিয় মোমেনটাম ইন্ডিকেটর হলঃ

  • RSI (Relative Strength Index)
  • Stochastic ইত্যাদি

ভলিউম ইন্ডিকেটরঃ ভলিউম ইন্ডিকেটরগুলো ট্রেডাররা মার্কেটে কি পরিমান অংশগ্রহন করছে তা নির্দেশ করে। কিছু জনপ্রিয় ভলিউম ইন্ডিকেটর হলঃ

  • Acceleration Bands
  • Chaikin Money Flow (CMF)
  • Money Flow Index (MFI) ইত্যাদি

সাইকেল ইন্ডিকেটরঃ সাইকেল ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন প্যাটার্নের পুনরাবৃত্তি নির্দেশ করে। কিছু জনপ্রিয় সাইকেল ইন্ডিকেটর হলঃ

  • Elliott waves
  • Fibonacci Time Zones
  • Cycle Lines ইত্যাদি

বিল ইউলিয়ামস ইন্ডিকেটরঃ বিল ইউলিয়ামস নামের ১ ব্যক্তি বিশ্বাস করতেন যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের (টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল) ওপর দৃঢ় বিশ্বাসের কারনেই ট্রেডাররা লস করে। তাই তিনি মার্কেটের গঠনের ওপর ভিত্তি করে কিছু ইন্ডিকেটর প্রকাশ করেনঃ

  • Fractal (space)
  • The driving force (power)
  • Acceleration / deceleration (power)
  • Zones (strength and power)
  • Balance Line (balance)

এছাড়াও আরও কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আপনাকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দিবে। যেমন- ব্যালেন্স, ইকুইটি, লট সাইজ, লিভারেজ, ক্যানডেল শেষ হবার সময়, স্প্রেড ইত্যাদি।

MQL প্রোগ্রামিং কি?

MQL এর পূর্ণরূপ হল MetaQuotes Language। এই ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে আপনি নিজেই এক্সপার্ট এডভাইসর এবং ইন্ডিকেটর বানাতে পারবেন।
MQL প্রোগ্রামিং এর সাহায্যে আপনি কাস্টম ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, এক্সপার্ট এডভাইসর ইত্যাদি বানাতে পারবেন।
মেটাট্রেডারের সকল ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, এক্সপার্ট এডভাইসর প্রভৃতি MQL প্রোগ্রামিং এর সাহায্যে বানানো।

MQL শিখে আপনি ফরেক্স না করে ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারবেন। ইত্যিমধ্যে ওডেস্ক এ এধরনের কাজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি যদি ভাল মানের Indicator বা  EA বানাতে পারেন তাহলে তা বিক্সি করেও প্রচুর টাকা আয় করতে পারবেন।

অনেক ফরেক্স ট্রেডার নিজের মনের মতো করে Indicator বা  EA তৈরি করে ট্রেড করেন। এতে ভাল প্রফিটও হয়। এ সমস্ত ক্ষেত্রে তারা সেই Indicator বা  EA অন্য কাউকে দিতে বা বিক্রি করতে চান না।

MQL প্রোগ্রামিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
http://docs.mql4.com/

MetaQuotes Language শেখার জন্য ভিজিট করুনঃ
http://articles.mql4.com/404

Harmonic Pattern Recognize Indicator

ছবি পোস্ট করা হয়েছে

হারমোনিক প্যাটান ট্রেডিং হচ্ছে ফরেক্স, স্টক, কমোডেটিস ইত্যাদির জন্য একটি ট্রেডিং কৌশল যেটা প্রাইস রির্ভাসল চিহ্নিত করতে ৭০% কার্যকর। এইটা কম রিস্কে সঠিক সময়ে লো থেকে বাই এবং হাই থেকে সেল দেওয়ার সর্বোচ্চ সম্ভবনা চিহ্নিত করে থাকে । এইটা ফিবোনিচ্চি এর উপর ভিত্তি করে বের করে থাকে।

আমার মত যারা এই হারমোনিক প্যাটান আকতে পারেন না তাদের জন্য আমি আজকে একটা ইন্ডিকেটর শেয়ার করব যার মাধ্যমে আপনি সহজে বিভিন্ন ধরনের প্যাটান পেয়ে যাবেন।

Download