ফরেক্স বিজনেসের জন্য সবচেয়ে ভাল ব্রকার কোনটি ?

ফরেক্স বিজনেসের জন্য সবচেয়ে ভাল ব্রকার কোনটি ?

এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেয়া সম্ভব নয়। সকল ব্রোকার নিজেকে ভালো বলে। আবার কোন একজন ট্রেডার কোন এক ব্রোকারে ট্রেড করছে, যতদিন পর্যন্ত ঐ ব্রোকার তার সাথে ঝামেলা না করছে ততদিন পর্যন্ত সে ঐ ব্রোকারকে ভালো বলবে। এর চেয়েও ভালো ব্রোকার হয়তো আছে কিন্ত তার জানা নাই।

সঠিক উত্তর সেই দিতে পারবে যার সকল ব্রোকারে ট্রেড করার অভিজ্ঞতা আছে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়।  যে ট্রেডার যত বেশি ব্রোকারে ট্রেড করেছে সে আপনাকে তত বেশি সঠিক উত্তর দিতে পারবে।

মুলত: আপনাকেই খুজে বের করতে হবে কোন  ব্রোকারটি ভাল। ভাল ব্রোকার নির্বাচনে নিচের বৈশিষ্ট্য গুলো খেয়াল রাখতে হবে।

 

অনলাইন রিভিউ

একটা ব্রোকার যখন আপনার সাথে জালিয়াতি করবে এবং যখন কোন ভাবেই আপনি এর সমাধান করতে পারবেন না তখন নিশ্চই আপনি বসে থাকবেন না। অনলাইনে তাদের বিরুদ্ধে লিখবেন এবং অপরকে সতর্ক করবেন। ঠিক এভাবেই বিভিন্ন ব্রোকার দ্বারা যারা প্রতারিত বিভিন্ন সাইটে তাদের রিভিউ বা মতামত পাবেন। যত  সুযোগ সুবিধাই থাকুক আপনি নিশ্চই কোন জালিয়াত স্ক্যাম ব্রোকারে যোগ দিবেন না। গুগল সার্চ করে আপনি ব্রোকারের বিষয়ে মানুষের মতামত জানতে পারবেন। নিচের সাইট গুলো ব্রোকার বিষয়ে অনলাইন রিভিউয়ের জন্য বিখ্যাত-

ফরেক্স পিস আর্মি (FPA)

আর্ন ফরেক্স

রেগুলেশন: 

ব্রোকার নির্বাচনের আগে দেখে নিতে হবে ব্রোকারটি রেগুলেটেড কিনা।  আর রেগুলেটড হলে কাদের আন্ডারে রেগুলেটেড। এবং সেই প্রতিষ্ঠানের অবস্থা কি।

লেনদেন:

একটি ব্রোকারের সবচেয়ে গুরুত্বপূর্ন গুন হচ্ছে তার লেনদেন। যদি লেনদেন ভাল হয় তাহলে অন্য কোন দূর্বলতা থাকলেও ট্রেডাররা ঐ ব্রোকারকে পছন্দ করে। লেনদেন এর ক্ষেত্রে সবচেয়ে প্রশংশিত ব্রোকার হচ্ছে এক্সনেস। আর সবচেয়ে নাজেহালকারী ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স। কেননা ইন্সটাফরেক্স এর একজন ট্রেডারও বলতে পারবেন না যে তারা ব্যালেন্স উইথড্র করতে গিয়ে ভোগান্তির শিকার হননি।

কাস্টমার সার্ভিস:

ট্রেডারদের সাথে ব্রোকারের যোগাযোগটা অনেক বেশি গুরুত্বপূর্ন। তাই যে ব্রোকারের কাস্টমার সার্ভিস টা ভালো হওয়াটা খুব জরুরী। আরো ভালো হয় যদি বাংলাদেশে ঐ ব্রোকারের কোন অফিস বা প্রতিনিধি থাকে। বাংলাদেশে ঐভাবে কোন ব্রোকারের অফিস নেই। শোনা যায়, গুলশানে হট ফরেক্স এর অফিস আছে। আবার মগবাজারে ইন্সটাফরেক্স এর অফিস আছে বললেও তারা কোন ট্রেডারের সমস্যার সমাধান করতে পারেনা।

 

 

অসমাপ্ত (আরো লিখা হবে)

আপনার মতামত কমেন্টের ঘরে লিখুন

Roboforex পরিচিতি

রোবোফরেক্স ব্রোকার

  • ব্রোকারঃ RoboForex (রোবোফরেক্স)
  • দেশঃ নিউজিল্যান্ড
  • পেমেন্ট মেথডঃ Neteller , মানিবুকার্স, লিক-পে, ক্রেডিট/ডেবিট কার্ড, পারফেক্ট মানি, ক্যাশ ইউ
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $10 (১০ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ স্ট্যান্ডার্ড একাউন্টে ০.০১ লট এবং সেন্ট একাউন্টে এ ০.১০ লট
  • লিভারেজঃ ১:১৫ থেকে ১:৫০০
  • স্প্রেডঃ from 0.0 for Pro-accounts (average is 0.8) and 2 pips for Fix-accounts on EUR/USD
  • রেগুলেশনঃ Registered member of FSCL (NewZealand)

 

সুবিধাঃ

  • মেটাট্রেডার ৪ & ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • লো মিনিমাম অ্যাকাউন্ট সাইজ
  • ইনস্টান্ট ডিপোজিট এবং মার্কেট খোলা থাকলে ইনস্ট্যান্ট উইথড্র
  • ফ্রি VPS
  • Android Trader

 

অসুবিধা:

যতক্ষন আসল থাকে ততক্ষন বোনাস থাকে, আসল শেষ হলে বোনাস অটোমেটিক চলে যায়। অর্থাত এ বোনাস নেয়া আর না নেয়া সমান কথা।

রোবোফরেক্স এর মূল সাইট

Exness মেটাট্রেডারের চার্ট সেটিং

এক্সনেস মেটাট্রেডারের চার্ট সেটিং এ  বিরম্বনায় পরেন নাই এমন লোক খুব কমই আছে। চার্ট লোডিং হতে থাকে, কিন্তু চার্ট আর আসেনা।  এবার চলুন খুব সহজেই এই সমস্যা থেকে সমাধানের সহজ পদ্ধতিটি জেনে নেই।

 

প্রথমে Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। Hide All এ ক্লিক করুন।hide all

তারপর আবার Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক  করে Symbol এ ক্লিক করুন।

Symboll

 

এবার একটা Symbol এর নতুন window আসবে। এখন আপনার একাউন্ট যদি Cent account হয় তাহলে আপনি Forex Cent এ ক্লিক করুন। আর আপনার একাউন্ট যদি Mini Account হয় তাহলে Forex Mini তে ক্লিক করুন। তারপর Show তে ক্লিক করুন। এবার window টি ক্লোজ করে দিন।  ECN একাউন্ট চার্ট এর এই সমস্যা হয়না।

show

 

এবার আপনি Market Watch এ গিয়ে রাইট বাটনে ক্লিক করে chart window তে ক্লিক করে নতুন চার্ট নিন।

chart window

আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।

 

এরপরও যদি কারো কোন সমস্যা হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।

Exness Broker

images (6)ইতিমধ্যে  এক্সনেস ব্রোকার বাংলাদেশে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে তার ইন্সট্যান্ট উইথড্র প্রসেসের কারনে। নিচে এক্সনেস ব্রোকার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

  • ব্রোকারঃ Exness (এক্সনেস)
  • দেশঃ Newzeland
  • পেমেন্ট মেথডঃ Wire transfer, Credit card, Skrill or Moneybookers, Payweb, Neteller, Perfect Money, Webmoney, Ukash, CashU and Internal transfer
  • সর্বনিম্ন ডিপোজিটঃ $2 ( ২ ডলার)
  • সর্বনিম্ন ট্রেড সাইজঃ ০.০১ লট
  • লিভারেজঃ ১:৫০ থেকে ১:২০০০
  • স্প্রেডঃ EURUSD – সর্বনিম্ন ০.৪ (ভ্যারিঅ্যাবল স্প্রেড) এবং ECN একাউন্টে 0 স্প্রেড
  • রেগুলেশনঃ FDR, CySEC

scalping_en_728x90_ver3

Broker: Exness

সুবিধাঃ

 

  • এই ব্রোকারের প্রায় সব কিছুই অটোমেটিক। ডিপোজিট, উইথড্র, বোনাস সব ইনস্ট্যান্ট।
  • মেটাট্রেডার ৪ ট্রেডিং প্লাটফর্ম
  • মেটাট্রেডার ৫ ট্রেডিং প্লাটফর্ম
  • বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম
  • ইসলামিক অ্যাকাউন্ট (ইন্টারেস্ট বিহীন)
  • ফরেক্স, স্টক, সি. এফ. ডি এবং কমোডিটি ফিউচার ট্রেডিং
  • 60% ডিপোজিট বোনাস
  • আসল চলে গেলেও বোনাস দিয়ে ট্রেড করা যায়। এমনকি একাউন্ট জিরো হয়ে গেলেও পরের ডিপোজিটে আগের ডিপোজিটের বোনাস পাওয়া যায়।
  • Any Strategy allowed
  • মেটাল কারেন্সি ট্রেডের সুবিধা – গোল্ড, ওয়েল ইত্যাদি
  • স্প্রেড কম
  • EA হোস্টিংয়ের জন্য ফ্রি VPS সার্ভার
  • Verify এর ঝামেলা কম। একাউন্ট টু একাউন্ট ট্রান্সফারে কোন ভেরিফাই লাগেনা। এছাড়া শুধু ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করলেই চলে।

 Open an Exness Trading account

এক্সনেস এর মুল সাইট

কিভাবে Exness এ একাউন্ট খুলবো?

এক্সনেস ট্রেডিং একাউন্টের চার্ট সেটিং

ইলিয়ট তরঙ্গের ইন্ডিকেটরসমূহ

ইলিয়ট তরঙ্গের ইন্ডিকেটরসমূহ

ডাউনলোডঃ Elliott_Waves.mq4
ডাউনলোডঃ FX5_NeelyElliotWave_v1.2.mq4
ডাউনলোডঃ IBFX-Waves.ex4
ডাউনলোডঃ Elliott_Wave_Oscillator.mq4
ডাউনলোডঃ 3_Level_ZZ_Semafor.mq4
ডাউনলোডঃ MTF_Elliott.mq4

আমরা প্রতিটি ইন্ডিকেটর নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আমাদের সাথেই থাকুন।

ইলিয়ট তরঙ্গের ধাপসমূহ

ইম্পালসিভ তরঙ্গের ধাপসমূহ

১. ক্রমবর্ধমান তরঙ্গ- এই তরঙ্গসমূহ স্পষ্টভাবে দেখা যায়। এরা ছোট ছোট উপ-তরঙ্গ দ্বারা গঠিত যা সহজেই দৃশ্যমান।

bfs7
২. ত্রিভুজাকার- ইহা ৫ম তরঙ্গে দেখা যায়। ৫ম তরঙ্গটি এমনিতেই দূর্বল থাকে তাই এই তরঙ্গে উপ-তরঙ্গ দ্বারা গঠিত ত্রিভুজাকার দেখা যায়।
bfs8
৩. ব্যর্থ অপূর্ণ ৫ম তরঙ্গ- ইহা ৫ম তরঙ্গে পাওয়া যায় যেখানে এটা খুব দূর্বল থাকে এবং ৩য় তরঙ্গকে পার করতে পারে না। ফলে জোড়া উচ্চ মূল্যের মান গঠন হয় (উপরোক্ত চিত্রের দ্বিতীয় অংশের মত)।

কারেক্টিভ তরঙ্গের ধাপসমূহ

কারেক্টিভ তরঙ্গের গঠন জটিল প্রকৃতির হয়। এদের ছয়টি প্রধান ভাগে ভাগ করা যেতে পারেঃ

bfs9
আঁকাবাঁকাঃ
এই কখগ ধাপ ৫-৩-৫ পর্যায় মেনে গঠিত হয় যেখানে খ তরঙ্গ ক তরঙ্গের বেশি নয় এবং গ তরঙ্গ ক তরঙ্গকেও ছাড়িয়ে যায়।

সমানঃ
এই কখগ ধাপ ৩-৩-৫ পর্যায় মেনে গঠিত হয় যেখানে তিনটি তরঙ্গই সমান দৈর্ঘ্যের।

অনিয়মিতঃ
এই কখগ ধাপ ৩-৩-৫ পর্যায় মেনে গঠিত হয় যেখানে খ তরঙ্গ ক তরঙ্গকে ছাড়িয়ে যায় এবং গ তরঙ্গ ক তরঙ্গের কাছে (বা নিচে) শেষ হয়।

অনুভূমিক ত্রিভুজঃ
৫-তরঙ্গের ত্রিভুজ আকৃতি ৩-৩-৩-৩-৩ এর ছোট তরঙ্গ মিলে গঠিত হয়। সাধারণত এই ত্রিভুজগুলো ৪র্থ ইম্পালসিভ তরঙ্গে গঠিত হয়।

bfs10
দ্বিগুণ তিনঃ (Double Three)
এই কখগ-X-কখগ ধাপ যেকোন দুইটি ধাপে (আঁকাবাঁকা, সমান, অনিয়মিত অথবা ত্রিভুজ) গঠিত হয় এবং X তরঙ্গ দ্বারা সংযুক্ত থাকে।

দ্বিগুণ তিন তরঙ্গের উদাহরণঃ

bfs11

ছবি সম্পর্কেঃ

উপরোক্ত ছবিতে বড় তরঙ্গকে কখগ দ্বারা নির্দেশ করা হয়েছে। প্রতিটি বড় তরঙ্গই ছোট ছোট তরঙ্গ দ্বারা গঠিত। এই ছোট বা মধ্যম তরঙ্গকে অআই দ্বারা চিহ্নিত করতে হয়।

তিনগুন তিনঃ (Triple Three)
এই কখগ-X-কখগ-X-কখগ ধাপ যেকোন তিনটি ধাপে (আঁকাবাঁকা, সমান, অনিয়মিত অথবা ত্রিভুজ) গঠিত হয় এবং দুইটি X তরঙ্গ দ্বারা সংযুক্ত থাকে।

তিনগুন তিন তরঙ্গের উদাহরণঃ

bfs12
দ্বিগুণ তিন এবং তিনগুন তিন খুবই জটিল কারেক্টিভ ধাপ, তাই সঠিকভাবে গণনা করতে না পারলেও সাহস হারাবেন না। যদি সেই মুহূর্তে তরঙ্গগুলো ঠিক মত ধরতে না পারেন তবে অন্যান্য টেকনিক্যাল পর্যবেক্ষণের (বা ইন্ডিকেটরের) সাহায্য নিন।

সবসময় ইলিয়ট তরঙ্গের ধাপসমূহের ব্যাপারে পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করুন। কিন্তু যদি কখন আটকে যান বা ধাপসমূহ ঠিকভাবে না আঁকা যায় তবে অন্যান্য পর্যবেক্ষণ পদ্ধতি যেমন ইন্ডিকেটর, ফিবোনাক্কি ইত্যাদি ব্যবহার করে সিদ্ধান্ত নিন।

বিশেষভাবে লক্ষণীয়ঃ সকল কখগ কারেকশনে (আঁকাবাঁকা, সমান, অনিয়মিত, দ্বিগুণ তিন, তিনগুন তিন) গ তরঙ্গ টি ৫ তরঙ্গের ধাপে গঠিত। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। গ তরঙ্গের পর নতুন ইম্পালসিভ তরঙ্গে ট্রেডের/বিনিয়োগের পরিকল্পনা করার পূর্বে এটা ভাল করে দেখে নিতে হবে।

ইলিয়ট তরঙ্গের নিয়মসমূহ

ইলিয়ট তরঙ্গ গণনার ৩টি প্রধান নিয়ম

  1. তরঙ্গ ২ তরঙ্গ ১ এর শুরুর পর্যায়কে ভাঙ্গে নিচে যাবে না।
  2. তরঙ্গ ৩ তরঙ্গ ১, ৩ এবং ৫ এর মধ্যে সবচেয়ে ছোট হবে না।
  3. তরঙ্গ ৪ তরঙ্গ ১ এর উপরে পৌঁছাবে না।

bfs5

 

এই ৩টি কঠোর নিয়ম যা পরিবর্তনযোগ্য নয়। বাকি নিয়মগুলো এবং কিছু সংখ্যক পদ্ধতির পরিবর্তন বা খানিকটা বদলানো যায়, যা আমাদের ব্যাখ্যা করে যে মার্কেট সম্পূর্ণ অনুমানযোগ্য নয়।

 পরিবর্তনের নিয়ম

 তরঙ্গ ২ এবং ৪ হবে ইম্পালসিভ তরঙ্গ যা ভিন্ন গঠনের হবে। যদি তরঙ্গ ২ সাধারণ কখগ গঠনের (আঁকাবাঁকা) হয় তবে ৪র্থ তরঙ্গটি হবে জটিল তরঙ্গ (ত্রিভুজ, দ্বিগুণ, তিনগুন প্রভৃতি)
bfs6
অনেক বছর ধরে ইলিয়ট অনুসারীরা চেষ্টা করে এর নিয়ম এবং তরঙ্গের উন্নত ব্যাখ্যা উন্মোচন করেছেন। যার ফলে আজ আমরা ইলিয়ট তরঙ্গের নিয়ম এবং ব্যবহারবিধি সম্পর্কে শত শত নতুন তথ্য পাচ্ছি যাতে আমরা মূল্যের আচরণবিধির প্রতিটি ধাপ ধরতে পারি।
নিচে একটি বহু বিস্তারিত ব্যবহারবিধি দেওয়া হলঃ
কিন্তু এটা কি সম্ভব যে প্রতিটি পরিবর্তনকেই নিয়মের মধ্যে আনা? এই শ্রেণী বিভাগ পাঠ করে কি লাভ হবে অথবা এটা একটা সাধারণ বর্ণনা যাতে মার্কেটের সম্ভাবনা নিয়ে বলা হয়েছে, যা আমাদের পড়ার প্রয়োজন আছে বা নাই। এই সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার নিজের।
শুধু এটা মনে রাখবেন যে ইলিয়ট তরঙ্গ ব্যবহার হচ্ছে ঠিক হওয়া বা প্রতিটি সময়ে পরবর্তী পরিবর্তনটি জানাই নয়। ইলিয়টিশিয়ানরা ভুল করে এবং তারা অনেক ভুল করে, এমনকি অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী যেমন রর্বাট প্রিচার ও প্রতিবার সঠিক নন*. যা গুরুত্বপূর্ণ তা হল আপনার ভুল থেকে শিক্ষা, যা আপনাকে পরবর্তী বিনিয়োগে/ট্রেডে লাভ আনতে সহায়তা করবে। আর ফরেক্স বিনিয়োগকারী হিসেবে আমাদের ক্ষতি/লস কে স্বীকার করেই সামনে এগিয়ে যেতে হবে।

ইলিয়ট তরঙ্গের মূল ভিত্তিসমূহ

ইলিয়ট তরঙ্গের মূল ভিত্তিসমূহ

প্রতিটি পূর্ণ ইলিয়ট ওয়েব ৫টি ইম্পালসিভ তরঙ্গ দ্বারা গঠিত যা মূল ট্রেন্ড অনুসরণকারী ৩টি কারেক্টিভ তরঙ্গের দিকনির্দেশ করে। যাদের বলা হয় “৫-৩ পথ” ।
এই ৫-৩ গতিপথ যে কোন সময় ছকের ( M1, M5, M15 থেকে W1, M1 পর্যন্ত সব) জন্য সত্য।

bfs1

ইহা একটি উচ্চমুখী ট্রেন্ড যেখানেঃ

১-২-৩-৪-৫ হচ্ছে ইম্পালসিভ পথ, যেখানে তরঙ্গ ১-৩-৫ হচ্ছে ইম্পালসিভ তরঙ্গ এবং ২-৪ হচ্ছে কারেক্টিভ তরঙ্গ।

ক-খ-গ হচ্ছে কারেক্টিভ পথ, যেখানে ক-খ হচ্ছে ইম্পালসিভ তরঙ্গ এবং গ হচ্ছে কারেক্টিভ তরঙ্গ।

কিন্তু, এসব ইম্পালসিভ অথবা কারেক্টিভ বিষয়ের মানে কি ?
এগুলো বুঝতে হলে আমাদের যেতে হবে লেনদেনকারীদের আচরণ বিষয়ক বিবরণীতে এবং কিভাবে এগুলো ইলিয়ট অনুসারে কাজ করে।

তরঙ্গ ১ – ক্রেতাদের প্রথম দলের ইম্পালসিভ আশা প্রকাশ করে। তারা কেনার একটি ভাল কারণ খুজে পায় (ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কারণ).  আর তাই তারা মার্কেটকে উপরে উঠতে চাপ প্রয়োগ করে।

তরঙ্গ ২ – ইম্পালস তরঙ্গটি পরিবর্তিত হয়ে যায় কারণ আসল ক্রেতারা তাদের লেনদেন লাভ নিয়ে বন্ধ করে দেয়। যখন অন্য বিনিয়োগকারীরা, যারা এই সুযোগ নিতে পারেনি তারা নতুন সুযোগের আপেক্ষায় বাইরে থেকে পর্যবেক্ষণ করে।

তরঙ্গ ৩ – সাধারণত সবচেয়ে লম্বা এবং শক্তিশালী তরঙ্গ। প্রত্যেক বিনিয়োগকারী যারা কিনতে চায় তারা ( যারা তরঙ্গ ১ এ সুযোগ হারিয়েছে এবং যারা সুযোগ পায়নি ) এখান থেকে কিনতে থাকে। আরও যোগ হয় তারা যারা তরঙ্গ ৩ এর মাঝে এসে সন্তুষ্ট হয় যে তরঙ্গটি উচ্চমুখী। সবকিছু মিলে একটি বড় বেগবৃদ্ধির মাধ্যমে এটি মূল ট্রেন্ডে পরিণত হয়।

তরঙ্গ ৪ – আগে হোক বা পরে হোক, এখন লাভ তুলে নেওয়ার সময়, এই ইম্পালসিভ পথ পুনরায় পরিবর্তিত হতে শুরু করে। যাইহোক, এই অগভীর পরিবর্তনের মাধ্যমে বোঝা যায় যে আরও ক্রেতা রয়েছে যারা এই ট্রেন্ডে যোগ দিতে চায়।

তরঙ্গ ৫ – তাই পুনরায় ট্রেন্ড উচ্চমুখী হওয়া শুরু করে, কিন্তু মার্কেট ক্রয়াধিক ( অত্যাধিক ক্রয়) হয়েছে এবং ইহা নিশ্চিত যে এখন একটি বিপরীত পরিবর্তন হবে। তরঙ্গ ৫ এর শেষ বোঝা যায় বিক্রয়াধিক ( অত্যাধিক বিক্রয় ) মার্কেট ( উচ্চমুখী ট্রেন্ডের মধ্যে ) এবং ডাইভারজেন্স দ্বারা।
ডাইভারজেন্স – এটি বলতে বুঝায় যে, মার্কেট উচ্চমুখী ট্রেন্ডে ক্রয়াধিক দেখা যাচ্ছে কিন্তু RSI ইন্ডিকেটরে বিপরীত দিক নির্দেশিত বিক্রয়াধিক দেখাচ্ছে। এতে বুঝা যায় যে উচ্চমুখী মার্কেট নিম্নগামী হবে। ( বিপরীতক্রমে নিম্নমুখী মার্কেটের ক্ষেত্রে উচ্চগামী )

তরঙ্গ ক, খ, গ – এই তরঙ্গগুলো তৈরী হয় প্রধান ট্রেন্ডের বিপরীত তরঙ্গের ট্রেন্ড পদ্ধতি হিসেবে। এই সময় নতুন ট্রেন্ড গঠিত হতে পারে আবার নাও হতে পারে এবং নতুন ১-২-৩-৪-৫-ক-খ-গ ক্রমানুসারে তরঙ্গগুলো শুরু হতে পারে।
ইলিয়ট তরঙ্গ এবং চক্রের প্রকারভেদঃ


ইহা খুব ভাল হতো যদি এই ৫-৩ তরঙ্গগুলো পেতাম এবং বিনিয়োগ করতাম, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা যখন মূল্য তালিকার দিকে তাকাই তখন এই রকম মসৃণ ৫-৩ তরঙ্গ পাওয়া যায় না, তার পরিবর্তে দেখা যায় গোলক ধাঁধার উপর নিচ পথের মত। এখন আপনি কি করবেন?
ইলিয়ট তরঙ্গ তত্ত্ব বলে যে প্রত্যেক তরঙ্গই ছোট ছোট তরঙ্গ দ্ধারা গঠিত।

bfs2

যদি প্রত্যেক তরঙ্গই ছোট ছোট তরঙ্গের শ্রেণী দ্বারা গঠিত হয় তাহলে ছবিটি দেখতে এরকমঃ
bfs3

ইলিয়ট তরঙ্গের চক্রগুলো

ইলিয়ট তরঙ্গ অনুসারে একটি বড় তরঙ্গ তৈরী হয় প্রতিটি পূর্ণ ১-২-৩-৪-৫-ক-খ-গ তরঙ্গের সমাবেশে ( বড় তরঙ্গের একটি চক্র ) ।
bfs4

নিচে ইলিয়ট তরঙ্গ চক্রের একটি পরিচিত তালিকা এবং এদের বিভিন্ন প্রকারের নাম দেওয়া হলোঃ
তরঙ্গের প্রকার ৫ এর ট্রেন্ড ৩ এর বিপরীত ট্রেন্ড সময়ের পরিধি
সর্ব্বোচ্চ বৃহৎচক্র [[[[[[[[ [[ I] [II] [III] [IV] [V] [অ] [আ] [ই] শতাব্দী, যুগ
বৃহৎচক্র ( I) (II) (III) (IV) (V) (অ) (আ) (ই) যুগ, বাৎসরিক
চক্র I II III IV V অ আ ই বাৎসরিক, ত্রিমাসিক, মাসিক
প্রাথমিক [ ১] [২] [৩] [৪] [৫] [ক] [খ] [গ] ত্রিমাসিক, মাসিক, সপ্তাহিক, প্রতিদিন
মাধ্যমিক ( ১) (২) (৩) (৪) (৫) (ক) (খ) (গ) মাসিক, সপ্তাহিক, প্রতিদিন
গৌণ ১ ২ ৩ ৪ ৫ ক খ গ মাসিক, সপ্তাহিক, প্রতিদিন, ২৪০ মিনিট
মিনিট [ i] [ii] [iii] [iv] [v] [অ] [আ] [ই] সপ্তাহিক,প্রতিদিন,২৪০-৬০ মিনিট
মিনিটি ( i) (ii) (iii) (iv) (v) (অ) (আ) (ই) প্রতিদিন, ২৪০-৬০ মিনিট
উপমিনিটি i ii iii iv v অ আ ই ২৪০-৬০ মিনিট এবং আরও কম

টীকাঃ অনলাইন ট্রেডিং পদ্ধতিতে তৃতীয় বন্ধনীর পরিবর্তে গোলক চিহ্নও ব্যবহার করা হয়।

ইলিয়ট তরঙ্গ তত্ত্ব

আজ আপনাদের যে তত্ত্বের সাথে পরিচয় করিয়ে দেব তা হয়তোঅনেকেরই পরিচিত। তত্ত্বটি হচ্ছে ইলিয়ট তরঙ্গ তত্ত্ব ( Elliott Waves Theory) . আমরা এই তত্ত্বটি ব্যবহার করেছি এবং এর সাফল্য চমৎকার। এই লেখা লিখতে আমরা বিভিন্ন বই, ওয়েবসাইট, ব্লগ প্রভৃতির সাহায্য নিয়েছি এবং অনুবাদ করেছি। তাই বিভিন্ন ইংরেজি লেখার সাথে আমাদের লেখার মিল পেতে পারেন। আমরা একের পর এক ইলিয়ট তরঙ্গ তত্ত্বের পূর্ণাঙ্গ ব্যবহার নিয়ে আলোচনা করবো। আশা করি ধৈর্য্য নিয়ে পড়বেন এবং ব্যবহার করে লাভবান হবেন। ব্যবহারকারীগণ কোন সমস্যায় পড়লে আমাদের জানাবেন, আমরা তার সমাধান করবো।

অভিজ্ঞ ট্রেডারদের প্রতি অনুরোধ রইলো, আপনারা আপনাদের সুপরামর্শ দিয়ে আমাদের সহায়তা করবেন।

ইলিয়ট তরঙ্গ তত্ত্ব

ইলিয়ট তরঙ্গ হচ্ছে অল্প কিছু শিক্ষার মধ্যে একটি যা বলতে সক্ষম যে মার্কেট এখন কোথায় আছে, মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে এবং লেনদেনকারীদের জন্য কি সুযোগ রয়েছে।

যাই হোক, এটা অনেক লেনদেনকারীর কাছে গোপন নয় যে ইলিয়ট তরঙ্গ তত্ত্ব বোঝা, ব্যবহার করা বা কারও পূর্বাবাস অনুসরণ করার চেয়ে একটি কঠিন শিক্ষা।

Bdforexschool-ellitot wave

 

ইলিয়ট তরঙ্গের ইতিহাস

আমাদের ইলিয়ট তরঙ্গের সাথে পরিচয় করিয়েছেন রালফ নিলসন ইলিয়ট। ১৯৩০ সালে শেয়ার লেনদেনের মাধ্যমে।
তত্ত্বটির মূল একক ভিত্তি হচ্ছে লেনদেনকারীদের আচরণ যা মার্কেট আচরণের পূর্বনির্ধারিত ফলাফল ঘটতে দেয় না।
লেনদেনকারীদের আচরণ => মার্কেট আচরণ
ইলিয়টিরা, যাদের মধ্যে আছে অনেক ব্যাংক এবং বিনিয়োগ প্রতিষ্ঠানের বড় টেকনিকাল কৌশলী, তারা ইলিয়ট তরঙ্গ তত্ত্ব ব্যবহার করেন লেনদেনকারীদের বিনিয়োগের আচরণ বোঝার জন্য এবং সেই অনুযায়ী পূর্বাবাস দিয়ে মার্কেট আচরণ প্রকাশ করেন।

ইলিয়ট তরঙ্গের উপর পক্ষে- বিপক্ষে মতামত

বিপক্ষে

১. ইলিয়ট তরঙ্গের সম্ভাবনা বিশাল। যদি কিছু ইলিয়টিয়ান কে ইলিয়ট তরঙ্গ একই চার্টে বের করতে দেওয়া হয় তবে তারা বিভিন্ন তরঙ্গ বের করে দেখাবেন।

২. ইলিয়ট তরঙ্গের কঠিন কিছু ধাপ এবং নিয়ম রয়েছে।

৩. ইলিয়ট তরঙ্গের শুধু ৩টি কঠিন নিয়ম রয়েছে যা অভঙ্গুর। বাকি নিয়মগুলোর পরিবর্তন, ব্যতিক্রম এবং অকার্যকর হওয়া সম্ভব, যা একে অসীম সম্ভবনার বিশ্বে পরিণত করেছে।

পক্ষে

১. সবসময় সঠিক তরঙ্গ গণনা করে বের করায় ইলিয়ট তরঙ্গের মূল চাবি নিহিত নয় বরং সেই পথ খুজে বের করা যেই পথে ভুলের সম্ভাবনা কম। যেখানে প্রতিটি মূল্যের ধাপেই রয়েছে ছোট সুযোগ, যা আমাদের প্রকৃত তরঙ্গ যে দিকে দিকনির্দেশনা দেয় সে দিকে কিছু লাভ করার সুযোগ করে দেয় । এটিই ইলিয়ট তরঙ্গের কাজ।

২. ইলিয়ট তরঙ্গের লেনদেনকারীরা সাপোর্ট এবং রেসিসটেন্স লাইনের কাছাকাছি প্রবেশ মূল্য খুজে দেখে। তারপর যদি লাইনটি ভেঙ্গে যায় তবে তারা স্বল্প ক্ষতি নিয়ে বের হয়ে যান এবং তরঙ্গের ধাপটি বাতিল করে দেন। যাই হোক, যদি তরঙ্গটি সঠিক হয় তবে এটা ২ অথবা ৫ গুণ বেশী লাভ হয় প্রদত্ত ঝুকির পরিমাণের চেয়ে।

 

সূচনা

ইলিয়ট তরঙ্গের মূল ভিত্তিসমূহ
ইলিয়ট তরঙ্গের ধাপসমূহ
ইলিয়ট তরঙ্গের নিয়মসমূহ
ইলিয়ট তরঙ্গের ইন্ডিকেটর
ইলিয়ট তরঙ্গের – শুরুর পদক্ষেপ
ইলিয়ট তরঙ্গের- ট্রেডিং পরিকল্পনা
ইলিয়ট তরঙ্গ এবং ফিবোনাক্কি
ইলিয়ট তরঙ্গ- ফিবোনাক্কি একসাথে
ইলিয়ট তরঙ্গ এবং বোলিঞ্জার ব্যান্ড

Hawkish ও Dovish কি? এবং এটা জানা কেন গুরুত্বপূর্ণ?

Hawkish শব্দটি এসেছে ইংরেজি Hawk থেকে যার অর্থ বাজপাখি। শিকারের উপর বাজপাখি যেভাবে আক্রমণাত্মক বা আগ্রাসীভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই মাঝে মাঝে আগ্রাসী অবস্থানে যেতে হয় কেন্দ্রিয় ব্যাংকেও।

আর কেন্দ্রীয় ব্যাংকের আগ্রাসী মনোভাব (সুদের হার বাড়ানোর ক্ষেত্রে) বা কণ্ঠস্বরকেই বলা হয় Hawkish বা Hawkish Tone, ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল আনালাইসিস করার জন্য যা এখন আপনার জানার একান্তই প্রয়োজন।

সাথে জেনে রাখুন Dovish কি তাও। Hawkish এর বিপরীত শব্দটিই হচ্ছে Dovish যা এসেছে ইংরেজি শব্দ Dove বা শান্তির প্রতীক পায়রা থেকে
bdforexschool-howkish-dovish

 

বিভিন্ন অবস্থার পরিপেক্ষিতে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয়। আর এমনটা প্রায়শই হয় যে নতুন যে পদক্ষেপটা তারা গ্রহণ করতে যাচ্ছেন তা পূর্বেরটার উল্টো।

ধরুন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে, দেশে কর্মসংস্থান বাড়ছে। আর তার সাথে যেটা বাড়ছে, তা হল বাজারে অর্থের প্রবাহ।

আর সমস্যার সূত্রপাতটা এখানেই। কারন যখনই বাজারে অর্থের প্রবাহ বেশী হয়ে যায়, তা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় বা মূল্যস্ফীতি তৈরি করে। এই মূল্যস্ফীতি একটি সহনীয় পর্যায়ে থাকলে তা তেমন সমস্যা তৈরি করে না, কারন মানুষের আয়ও বাড়ছে। কিন্তু, যখনই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তা নিয়ন্ত্রণের প্রয়োজন হয়ে পড়ে। আর এর সমাধান হচ্ছে বাজারে মুদ্রা সরবরাহ কমানো। তা কিভাবে সম্ভব?

এটা সম্ভব যদি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়। এর ফলে ব্যাংক থেকে ঋণ নেয়ার হার কমবে এবং ব্যাংকে অর্থ জমা রাখার হার আরও বাড়বে। অর্থাৎ, যে অর্থ ব্যাংক থেকে বাজারে স্থানান্তরিত হচ্ছিল, তা আবার বাজার থেকে ব্যাংকে ফেরত যাচ্ছে। আর বাজারে অর্থের সরবরাহ কমার কারনে জিনিসপত্রের মূল্যও কমবে।

hd

চিন্তা করে দেখুন, সুদের হার বাড়িয়ে দেওয়ায় না হয় মূল্যস্ফীতি কমল। কিন্তু, এর ফলে কি শিল্পকারখানা স্থাপন বা সম্প্রসারণ করা কঠিন হয়ে গেলো না? এর একটা প্রভাবও তো দেশের অর্থনীতিতে পড়বে। অর্থনীতির চাকা কিছুটা শ্লথ হয়ে যাবে ও প্রবিদ্ধি কমতে পারে। কেন্দ্রীয় ব্যাংক কি এটা জানে না?

অবশ্যই জানে। কিন্তু, কিছু করার নেই।

একটা কথা আছে, অবস্থার ভিত্তিতে ব্যাবস্থা। কেন্দ্রিয় ব্যাংকের বৈঠকে নীতিনির্ধারকরা একত্রে বসে আলোচনা করেন, কোনটি বেশি জরুরি। মূল্যস্ফীতি কমানো নাকি অর্থনীতির চাকা আরো সচল করা?

যদি এমন হয় যে, অর্থনীতি খুব ভালো অবস্থানে আছে এবং মূল্যস্ফীতিও সহনীয়, তাহলে তো সোনায় সোহাগা। আর যদি এমন হয় যে, অর্থনীতি ভালো অবস্থানে আছে কিন্তু মূল্যস্ফীতি অনেক বেশি, তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে মূল্যস্ফীতি কমানোটাই বেশি অগ্রাধিকার পায়। সেক্ষেত্রে, বৈঠকের বিবৃতিগুলোতে মূল্যস্ফীতি কমানোটাই প্রধান বিষয় হয়ে দাড়ায়।

কেন্দ্রীয় ব্যাংকের এরকম অবস্থানকে বলা হয় Hawkish, এ ধরনের বিবৃতিকে বলা হয় Hawkish Statement এবং অনেকে বক্তব্যের সুরকে Hawkish টোন ও বলে থাকেন। এককথায়, মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার যখন জোরালো আশঙ্কা থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংকের কোন বিবৃতিকে Hawkish বলতে বোঝায় মূল্যস্ফীতি কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী পদক্ষেপ নিতে যাচ্ছে, বাড়তে পারে সুদের হার।

ঠিক উল্টোভাবেই যখন অর্থনীতির অবস্থা খারাপ থাকে, তখন কেন্দ্রিয় ব্যাংকের কাছে অগ্রাধিকার পায় সুদের হার কমিয়ে অর্থনীতির চাকা সচল করা। মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পেলেও।

কেন্দ্রীয় ব্যাংকের এরকম অবস্থানকে বলা হয় Dovish, এ ধরনের বিবৃতিকে বলা হয় Dovish Statement এবং অনেকে বক্তব্যের সুরকে Dovish টোন ও বলে থাকেন। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশের অর্থনীতিক সমস্যা নিয়ে অনেক বেশি আলোচনা করে এবং এ থেকে উদ্ধারের জন্য যখন সুদের হার বাড়ানোর কোন ইঙ্গিত পাওয়া যায় না, এমনকি সুদের হার আরো কমার আশংকা থাকে তখন তাকে Dovish বলা হয়।

কেন জানা গুরুত্বপূর্ণ?

কারন Hawkish বা Dovish, একটি শব্দ দ্বারাই কেন্দ্রীয় ব্যাংক কি করতে যাচ্ছে ভবিষ্যতে, তা সম্পর্কে ধারনা করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো Hawkish বা Dovish বিবৃতি মার্কেটের উপর সরাসরি বড় ধরনের প্রভাব ফেলে।
যেমন ধরুন, FED কি মূল্যস্ফীতি নিয়ে খুব বেশি চিন্তিত? খুব বেশি আলোচনা হয়েছে এ নিয়ে বৈঠকে? ফেডের বৈঠকের বিবৃতি থেকে যদি এমন কোন ধারনা পাওয়া যায় যে, সুদের হার বাড়িয়ে ফেড মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে, তবে তাৎক্ষণিকভাবে ফেডের এ Hawkish টোন ট্রেডারদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি করবে ও ডলার শক্তিশালী হবে। কারন, সুদের হার বাড়া মানেই কারেন্সি শক্তিশালী হওয়া।

প্রফেশনাল ট্রেডারদের কাছে তাই কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈঠকের ভাষা (Hawkish/Dovish) সবসময়ই গুরুত্বপূর্ণ।

ফরেক্স রোবট কি?

Expert Advisor বা EA ফরেক্স রোবট নামেই বেশি পরিচিত।imagesএক্সপার্ট এডভাইসর হল এক ধরনের প্রোগ্রাম যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে। প্রতিটি রোবট বা EA তাদের নিদের্শনা অনুযায়ী নির্দিষ্ট  স্ট্রাটেজিতে ট্রেড করে। ফলে অনেক এক্সপার্ট এডভাইসর বা রোবটই প্রফিট করতে পারে। কিন্তু অধিকাংশ এক্সপার্ট এডভাইসর কিনতে হয় এবং লাইসেন্স লাগে। ফ্রি এক্সপার্ট এডভাইসরগুলো তেমন ভাল কাজ করে না। এক্সপার্ট এডভাইসর আপনাকে ব্যাপক লসের সম্মুখীনও করতে পারে। তাই রিয়াল একাউন্টে রোবট ব্যবহারের আগে অবশ্যই আগে ডেমোতে টেস্ট করে নিবেন।

Ironfx এর সেমিনারে Debate contest এ প্রথম ১ম স্থান অর্জন করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন

207808_2624901277333_2081494275_n

গত ২২ জুন ২০১৩ ঢাকার গুলশান ২ এর স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত Ironfx এর সেমিনারে Debate contest অনুষ্ঠিত হয়।  এ প্রতিযোগীতায় অংশ নিয়ে  ১ম স্থান অর্জন   করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন মুহাম্মাদ রকিবুল ইসলাম।  ৯ জন  শক্ত প্রতিদন্ধী কে হারিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শুধু হল ভর্তি দর্শকদেরই আকৃষ্ট করেননি, আকৃষ্ট করেছেন বিচারকদেরও। প্রতিযোগীতায় প্রথম  স্থান অর্জন করে তিনি ৫০ ডলার জিতে নেন। এ বিষয়ে তিনি   বলেন, ‘প্রথম হওয়াটা আমার মূল উদ্দেশ্য ছিলনা। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কনটেস্টে অংশ নিয়েছিলাম। হয়তো আমার বক্তব্য বিচারকদের কাছে গুরুত্বপূন্য মনে হয়েছে তাই বিজয়ী হয়েছি।’ উল্লেখ্য, মুহাম্মাদ রকিবুল ইসলাম একজন ফরেক্স ট্রেডার এবং ট্রেইনার। সেখানে তার অনেক ছাত্র, বন্ধু এবং শুভাকাংখী উপস্থিত ছিলেন।

ফরেক্স এ পাগলেও প্রফিট করতে পারে, ছাগলে পারেনা

আমার লেখাটা পড়ে কেউ হয়তো মনে কষ্ট পেতে পারেন, তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। ফরেক্স এর প্রতি দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে। প্রতিদিন অতি উতসাহ আর উদ্দিপনা নিয়ে ফরেক্স যুদ্ধে নামছেন নতুন নতুন ট্রেডার। কিন্তু পরিনাম একি… আগের মতোই ৯৫% ট্রেডার প্রফিট তো দুরের কথা নিজের ব্যালেন্সটাকেই টিকিয়ে রাখতে পারেনা।boz-5haditabasi-(goat5).jpg

তাহলে ফরেক্স কি এতোই দু:সাধ্য? আমার মতে  এর উত্তর, ‘না’. আমি মনে করি,  ফরেক্স এ পাগলেও প্রফিট করতে পারে, ছাগলে পারেনা।

এখানে আমি পাগল বলতে বুঝাতে চাচ্ছি, এমন লোকদের যারা ফরেক্স বোঝেনা, উল্ট পাল্টা ট্রেড করে। যেমন ধরুন মার্কেট  Strong sell কিন্তু কোন এক পাগলে সেই মার্কেটে Buy ট্রেড বসালো। তারপর টানা ২ সপ্তাহ নামতে থাকলো। ২ সপ্তাহ নামার পর মার্কেট আবার উঠতে শুরু করলো। অবশেষে ১ মাস পর পাগলের ট্রেডটি TP হিট করলো। পাগল উল্টা ট্রেড দেয়ার পরও কিন্তু পাগল এখন প্রফিটে।

আমি ছাগল বলতে বুঝাচ্ছি, যে শুধু খাই খাই করে। কথায় আছে, ”পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়।” এই রকম খাই খাই স্বভাবের ছাগলরা যখন ফরেক্স মার্কেটে আসে তখন তারা তাদের ব্যালেন্স নিয়ে এক সপ্তাহও টিকে থাকে না। এই ধরনের ট্রেডারদের হয়তো ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞানও আছে কিন্তু তাদের এই খাই খাই স্বভাবের কারনে তাদের পতন অনিবার্য। ধরুন, মার্কেট স্ট্রং সেল এবং সেই ছাগল ট্রেডার সেটা বুঝতে পেরেছে। সে তখন সে চিন্তা করলো মার্কেট তো নিশ্চিত নামবে, তাই সে ২০০ পিপস হাতে রেখে বড় ভলিউমের একটা ট্রেড বসালো, মার্কেট উপরের উঠতে শুরু করলো , কিছুক্ষন উপরে উঠে আবার নামা নামা ভাব। এবার ছাগল ট্রেডার ওভার শিউর এখন মার্কেট শিউর নামবে। এবার সে সেম ভলিউমের আরেকটা ট্রেড দিল, ভাবলো কিছু প্রফিট হলে ছেড়ে দেবে। এই সুযোগটা ছাড়া ঠিক হবেনা। কিন্তু মার্কেট নামলো না, আবার উঠতে শুরু করলো। এবার ছাগল ট্রেডারের মেজাজ গরম। সে মার্কেটে বসলেই মার্কেট তার সাথে শত্রুতা শুরু করে। ইতিমধ্যে অনেক লস হয়ে গেছে। তাই সে অনেক চিন্তা ভাবনা করে same volume এর দুটো Buy বসালো।আর তখন থেকে মার্কেট আবার নামতে শুরু করলো। এবার তো বাই এর ট্রেড ধরা। ছাগল ট্রেডারের মেজাজ আরো গরম। প্রচন্ড রাগ উঠে গেছে।মেজাজ গরম করে আরো বড় ভলিউমের একটা সেল মারলো। সাথে সাথে প্রফিট। ক্লজ করবে কি করবেনা এমন চিন্তা করতে করতেই মার্কেট আবার উঠে গেল। এবার বাইয়ের ট্রেড প্রফিটে। ক্লজ করে দিল। মার্কেট আরো উঠে গেল। ছাগল ট্রেডারের একাউন্ট জিরো।

ছাগল ট্রেডার ২ সপ্তাহ পরে তার এক ট্রেডার বন্ধুর সাথে, আরে ভাই মার্কেট কি তোর থেকে কম বুঝি? আমি তো বেটা এনালাইসিস করে বুঝছিলামই মার্কেট ২ সপ্তাহ টানা নামবো। sell  এ তো ট্রেড ও বসাইছিলাম। কিন্তু পরের ট্রেড গুলো যদি না দিতাম, তাইলে তো বেডা আমার ইকুইটি ৩ গুন হয়ে যায়। বেশি খাইতে যাইয়াই এই লস টা খাইলাম। ইশ, মাথা নষ্ট হয়ে যায়।

আপনি যদি ছাগল ট্রেডার হতে না চান তাহলে আগে মানি ম্যানেজমেন্ট শিখুন। প্রফিট তো পরের কথা আগে নিজের ব্যালেন্স বাচানো শিখতে হবে।

কাউকে খোচা দেওয়া বা কষ্ট দেয়া আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব বোঝানো।

NETELLER

Neteller এর কিছু সুবিধা থাকলেও কিছু বড় অসুবিধা আছে। আনভেরিফাইড একাউন্টে লেনদেন করলে আপনার একাউন্ট ব্লক মেরে সব ডলার হজম করে দেবে। সুতরাং আনভেরিফা্ইড একাউন্ট এড়িয়ে চললে আশা করি খুব অসুবিধা হবেনা।

নেটেলার মুলত একটি UK based পেমেন্ট প্রসেসর। নেটেলার একটি FSA রেগুলেটেড(লিঙ্ক) পেমেন্ট প্রসেসর। নেটেলার পেমেন্ট প্রসেসরটি Optimal Payments Limited দ্বারা পরিচালিত। Optimal Payments Limited প্রতিষ্ঠানটি Financial Conduct Authority দ্বারা অনুমোদিত এবং নেটেলার অনলাইনে ই-কারেন্সি ভিত্তিক কার্যক্রমের জন্য অনুমোদিত।

সুবিধাঃ

– প্রিপেইড মাস্টারকার্ড প্রদান করে
– ভার্চুয়াল মাস্টারকার্ড প্রদান করে
– ব্যাংকে উইথড্র করা যায়
– চেক উইথড্রয়াল
– কোন ফি ছাড়াই অন্য কারো নেটেলার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন
– সমর্থিত অ্যাকাউন্ট কারেন্সিঃ USD, EUR, GBP, JPY, INR, HUF AUD, BGN, CAD, DKK, EEK, LTL, LVL, MXN, NOK, PLN, RON, RUB, SEK, SGD
– রিওয়ার্ড পয়েন্ট সুবিধা
– VIP অ্যাকাউন্ট

 

Open a Neteller Account

 

ভেরিফিকেশনঃ

নেটেলারে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তাদের সার্ভিস ব্যবহার করার জন্য। ভেরিফাই না করে $১০০ পর্যন্ত লেনদেন করা যায় কিন্তু তা নিরাপদ নয়। আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব নয়। নেটেলার অ্যাকাউন্টের নাম এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নাম এক হতে হবে। তা নাহলে ব্রোকারে সমস্যা হতে পারে। তাই নিজের আসল নাম ব্যবহার করতে হবে।

ভেরিফাই করতে যা লাগবেঃ ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের পরিষ্কার স্ক্যান কপি

ভেরিফাই করতে সময় লাগেঃ ৩-৭ দিন
ভেরিফাই নিয়ে সমস্যাঃ

অনেকেই ভেরিফাইয়ের জন্য আবেদন করেছেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছেনা বলে অভিযোগ করেছেন। অনেকে ডকুমেন্টস আপলোড করছে ঠিকই কিন্তু সাবমিট করছেন না। ডকুমেন্টস আপলোড করার পরের পেইজে সাবমিটের আলাদা বাটন রয়েছে। সেখান থেকে সাবমিট না করলে ভেরিফাইয়ের জন্য রিকোয়েস্ট ওদের কাছে যায় না, তাই ভেরিফাইও হয় না। তাই ভেরিফাই করার সময় সবাই এই ব্যাপারে খেয়াল রাখবেন। কোনভাবেই যদি ভেরিফাই করতে না পারেন তাহলে membersecurity@neteller.com  এই ইমেইলে আপনার ন্যাশনাল আইডির স্কান কপি এবং একাউন্ট নং পাঠিয়ে দিন ভেরিফাই হয়ে যাবে।

Metatrader এ Forex Robot ইন্সটল করার পদ্ধতি

যেভাবে মেটাট্রেডারে Robot বা EA বা এক্সপার্ট এডভাইসর ইন্সটল করবেনঃ

1. প্রথমে আপনার এক্সপার্ট এডভাইসরটি কপি করুন। এক্সপার্ট এডভাইসর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
2. তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
3.  তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ

 

প্রথমে  Menu থেকে  File এ click করুন।  তারপর Open Data Folder এ ক্লিক করুন
ind 1

এখন নিচের মতো উইন্ডো আসবে। MQL4  এ ক্লিক করুন

ind 2

এখন নিচের মতো উইন্ডো আসবে। Experts এ ক্লিক করুন

robot 3

এখন নিচের মতো উইন্ডো আসবে। এখানে আপনার EA বা Robot  টি paste  করুন

robot 4

তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
এক্সপার্ট এডভাইসরটি সক্রিয় করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যারে Navigator window থেকে Expert Advisors তে ক্লিক করুন। তারপর আপনার এক্সপার্ট এডভাইসর বা robot টিতে double click করুন।

robot 5

এরপর নিচের মত window আসবে..

robot 6

 

Allow Live Trading এ টিক চিহ্ন দিন। আর উপরের বক্সে আপনি বাই-সেল দুটিই অন অথবা শুধু বাই বা শুধু সেল সিলেক্ট করে নিতে পারবেন।
এর পর ইনপুটে গিয়ে আপনার সেটিংগুলো কাষ্টমাইজ করে নিন।

robot 7

কোন কোন রোবটের সাথে Preset File দেয়া থাকে । সেটা যদি থাকে তাহলে সেট ফাইলটা লোড দিন..

robot 9

একইভাবে আপনি চাইলে আপনার যে ইনপুট সেটিং এ ভাল প্রফিট দেয় সেটাকে সেট করে নিতে পারেন। তাহলে পরবর্তীতে সেম ফাইলটি দিয়েই আপনি চাইলে সেটা দিয়ে আবার কোথাও সেটাপ করতে পারবেন। বারবার ইনপুট সেটিং করতে হবেনা।
সেটিং সেভ করতে Save বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে সেভ করে রাখুন।

robot 10

ব্যাস  OK দিয়ে বের হয়ে আসুন।


এবার AutoTrading  ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। এটা অন থাকলে সবুজ দেখাবে এবং টার্মিনালের ডান পাশে রোবোটের নামসহ একটা স্মাইলি সিম্বল দেখতে পাবেন।
আর অফ করলে একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন।

robot 11

সতর্কতা: মায়ের দুধের যেমন বিকল্প নাই, তেমনি ম্যানুয়াল ট্রেডেরও কোন বিকল্প নাই। তবে ভাল মানের রোবট, ভাল সেটিং এ সাময়িক ভাল প্রফিট করতে পারে, তবে কখনোই নিয়মিত নয়। তাই রোবট লাগিয়ে  নাকে তেল দিয়ে ঘুমাবেন না।  নিয়মিত পর্যবেক্ষবেক্ষনে রাখবেন। রিয়েল একাউন্ট এ রোবোট লাগানোর আগে কমপক্ষে ২ সপ্তাহ ডেমোতে টেস্ট করে নেবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন।